আইপিএল নিলামে বদলে গেল সঞ্চালক, হিউ এডমিডসের পরিবর্তে এলেন চারু শর্মা

শনিবার থেকে শুরু হয় আইপিএল ২০২২ মেগা নিলাম (IPL 2022 Mega Auction)। কিন্তু নিলাম চলাকালীন হঠাৎই অসুস্থ সঞ্চালক হিউ এডমিডস (Hugh Edmeades)। মধ্যাহ্ন বিরতির পর সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন চারু শর্মা (Charu Sharma)।
 

আইইপিএল ২০২২-এর মেগা নিলেমে বদলে গেল সঞ্চালক। মধ্যাহ্ন বিরতির পর থেকে  সঞ্চালক হিউ এডমিডসের বদলে সঞ্চালনা করতে দেখা যাবে চারু শর্মাকে। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গার অসমাপ্ত নিলাম থেকেই  নিলাম প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাবেন চারু শর্মা। সঞ্চালনা করার অভিজ্ঞতাও যথেষ্ট  রয়েছে চারু শর্মার। শনিবার সকাল থেকে স্বাভাবিকভাবেই এগোচ্ছিল নিলাম প্রক্রিয়া।  আইপিএল নিলাম চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আইপিএল নিলামের সঞ্চালক হিউ এডমিডস। সাময়িকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরই হিউ এডমিডসের চিকিৎসার জন্য  মধ্যাহ্ন ভোজের ঘোষণা করে দেওয়া হয়। পরে জানা যায় অসুস্থ হলও কোনও বিপদ নেই। আপাতত সুস্থ রয়েছেন তিনি। তবে তাকে চিকিৎসকরা পর্যবেক্ষণে রেখেছেন সেই কারণেই তার জায়গায় লাঞ্চের পর থেকে তার জায়গায় সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন চারু শর্মা।

 

Latest Videos

প্রসঙ্গত,শ্রীলঙ্কার তারকা ক্রিকেটার হাসারাঙ্গার নিলাম প্রক্রিয়া চলছিল।  প্রথমে একটু ধীর গতিতে শুরু হয় নিলাম পর্ব। তারপর হাসরাঙ্গাকে নিয়ে দড়ি টানাটানি শুরু হয় পঞ্জাব কিংস ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে।  ১০ কোটি পেরিয়ে গিয়েছিল শ্রীলঙ্কার তারকার দাম। নিলাম প্রক্রিয়া স্বাভাবিকভাবেই চালাচ্ছিলেন সঞ্চালক  হিউ এডমিডস। কিন্তু হঠাৎ কথা বলতে বলতে নিলামের মঞ্চ থেকে সরাসরি নিচে পড়ে যান তিনি। অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখায় যায় তাতে। আচমকা এমন ঘটনায় হুড়োহুড়ি শুরু হয়ে যায়। নিলাম সাময়িক স্থগিত রাখার পর লাঞ্চ ঘোষণা করা হয়। 

আরও পড়ুনঃআইপিএল নিলামে কাদের দলে নিতে পারে কিং খানের কেকেআর, দেখে নিন তালিকা

আরও পড়ুনঃআইপিএল নিলামে কোন দল কত জন ক্রিকেটার কিনতে পারবে, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃশ্রেয়স আইয়রের জন্য অলআউট ঝাঁপিয়ে দলে নিল কেকেআর, ফের নাইট জার্সিতে কামিন্সও

অসুস্থ হওয়ার পর তড়িঘড়ি চিকিৎসরা শুরু হয় সঞ্চালক হিউ এডমিডসের। চিকিৎসার পর শেষ পাওয়া খবর অনুযায়ী অনেকটা সুস্থ বোধ করছেন তিনি। কথাও বলেছেন। জানিয়েছেন হঠাৎ সম্পূর্ণ ব্ল্যাকআউট হয়ে পড়ে যান তিনি। তবে অসুস্থতার কারণ এখনও জানা যায়নি।  চিকিৎসকরা তার শারীরিক দিকটি পুরোপুরি নজর রাখছেন। চিকিৎসকরা জানিয়েছেন, কোনও বড় অসুস্থতা নয়, সামান্য সংজ্ঞাহীন হয়েছিলেন তিনি। মধ্যাহ্ন বিরতির পর নিলাম প্রক্রিয়া ফের শুরু হবে বলেই খবর।   হিউ এডমিডসকে হঠাৎ অসুস্থ হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন আইপিএলের ১০টি দলের সদস্যরা। সঞ্চালকের সুস্থতার খবরে স্বস্তিতে সকলেই। মধ্যাহ্ন বিরতির পর  হিউ এডমিডসের দ্রুত সম্পূর্ণ সুস্থতা কামনা সঞ্চালনা শুরু করেন।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury