আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এর গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস (KKR v DC)। হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়র আর ঋষভ পন্থের দল।
আইপিএল ২০২২-এর মেগা ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হতে চলেছে এই ম্য়াচ। ম্যাচ টস ভাগ্য সাথ দিল না কেকেআরের। ম্য়াচে টস জিতে রাতের খেলায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দেরি করেননি দিল্লি ক্য়াপিটালসের অধিনায়র ঋষভ পন্থ। ডিউ সমস্য়ার কারণে ও রান দেখে চেজ করাপ রণনীতি সাজাতেই এই সিদ্ধান্ত পন্থের। আজকের ম্য়াচে দিল্লি ক্যাপিটালস দলে দুটি পরিবর্তন হয়েছে। চোটের কারণে খালিল আহমেদ না থাকায় সেই জায়গায় সুযোগ পেয়েছেন চেতন সাকারিয়া। এছাড়া শরফরাজ খানের জায়গায় কোভিড থেকে সুস্থ হয়ে দলে ফিরেছেন মিচেল মার্শ। কেকেআর দলেও মোট তিনটি পরিবর্তন হয়েছে। স্য়াম বিলিংসের জায়গায় খেলছেন অ্যারন ফিঞ্চ, শিবম মাভির জায়গায় খেলছেন হরশিত রানা ও বরুণ চক্রবর্তীর জায়গায় খেলছেন বাবা ইন্দ্রজিৎ। হরশিত রানা ও বাবা ইন্দ্রজিতের আইপিএল ডেবিউ হচ্ছে আজকের ম্য়াচ দিয়ে।
আজকের ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে থাকতে পারেন অ্যারন ফিঞ্চ ও ভেঙ্কটেশ আইয়র। দলের মিডল অর্ডারে খেলছেন শ্রেয়স আইয়র (অধিনায়ক), নীতিশ রানা ও রিঙ্কু সিং। দলে উইকেট রক্ষক ব্য়াটসম্য়ান হিসেবে খেলছেন বাবা ইন্দ্রজিৎ। অলরাউন্ডার ও হার্ড হিটারের ভূমিকায় খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। ব্য়াটে-বলে দুরন্ত ফর্মে রয়েছেন তিনি। স্পিন অ্যাটাকে খেলবেন কেকেআরে মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। দলের পেস বোলিং লাইনআপে থাকছেন টিম সাউদি, উমেশ যাদব ও হরশিত রানা
কেকেআরের বিরুদ্ধে দিল্লি দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিং শুরুর করছেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। এছাড়া দলের মিডল অর্ডারে তিন নম্বরে দলের উইকেট রক্ষক ও অধিনায়ক ঋষভ পন্থ। তারপর নামতে পারেন রভম্য়ান পাওয়েল। এরপর আসতে পারেন ললিত যাদব। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরকে। প্রয়োজনে বল করছেন ললিত যাদবও। সঙ্গে রভম্য়ান পাওয়েলও থাকছে। দিল্লি দলের অলরাউন্ডার বিভাগ খুবই শক্তিশালী। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকে প্রধান ভরসা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব। অক্ষর প্য়াটলও রয়েছে স্পিন অ্য়াটাকে। পেসার হিসেবে দেখা যাবে চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান। সঙ্গে রয়েছে শার্দুল ঠাকুর ও মিচেল মার্শ।
প্রসঙ্গত, প্রতিযোগিতার মাঝ পথে এসে অনেকটাই ছন্দ হারিয়েছে শ্রেয়স আইয়র ও ঋষভ পন্থের দল। পারফরম্যান্সের ধারাবাহিকতার অভাব একের পর এক হারে শেষ চারে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়েছে দুই দলের। বর্তমানে ৭ টি ম্য়াচের মধ্যে তিনটিতে জিতে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস। অপরদিকে আটটি ম্যাচের মধ্যে ৩টিতে জিতে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। শেষ চারটি ম্য়াচ পরপর হেরে কেকেআরের সমস্যাটা আরও বেশি। এই পরিস্থিতিতে জয়ে ফিরতে মরিয়া দুই দল। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।