আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। একদিকে ম্যাচ জিতে শেষ চারের টিকিট প্রায় পাকা করা লক্ষ্য কেএল রাহুলের দলের। অপরদিকে ডু অর ডাই ম্যাচে জিততে মরিয়া শ্রেয়স আইয়রের দল।
আইপিএল সুপার স্যাটারডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে এই ম্যাচ। মেগা ম্য়াচে টস ভাগ্য সাথ দিল কেকেআরের। রাতের খেলায় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি নাইটদের সেনাপতি শ্রেয়স আইর। ডিউ সমস্যার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক। তবে আজকের ম্য়াচে নামার আগে কেকেআরের বড় ধাক্কা। অনুশীলনে চোটের কারণে খেলতে পারছেন না তারকা পেসার উমেশ যাদব। সেই জায়গায় দলে সুযোগ পেয়েছেন হর্শিত রানা। অপরদিকে কেএল রাহুলের লখনউ দলেও একটি পরিবর্তন হয়েছে কৃষ্ণাপ্পা গৌতমের জায়গায় দলে এসেছেন আভেস খান।
আজকের ম্য়াচে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে রয়েছেন অ্যারন ফিঞ্চ ও বাবা ইন্দ্রজিৎ। দলে উইকেট রক্ষকের ভূমিকাতেও দেখা যাবে বাবা ইন্দ্রজিৎকে। দলের মিডল অর্ডারে থাকতে খেলছেন শ্রেয়স আইয়র (অধিনায়ক), নীতিশ রানা ও রিঙ্কু সিং। দলে অলরাউন্ডার ও হার্ড হিটারের ভূমিকায় খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। এছাড়া আজকের ম্য়াচে স্পিনিং অলরাউন্ডার হিসেবে খেলবেন মিস্ট্রি স্পিনার সুনীল নারিন। সঙ্গে খেলছেন অনুকুল রায়। দলে পেস বোলিং লাইনআপে রয়েছছেন টিম সাউদি, হর্শিত রানা ও শিবম মাভি।
আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে কেএল রাহুল (অধিনায়ক) ও কুইন্টন ডি কক (উইকেট রক্ষক)। মিডল অর্ডারে দীপক হুডা, আয়ূশ বাদোনি। দলের অলরাউন্ডার বিভাগে দেখা যাবে মার্কাস স্টয়নি, জেসন হোল্ডার, ক্রুণাল পাণ্ডিয়াকে। ফলে একাধিক অলরাউন্ড অপশন থাকছে কেএল রাহুলের কাছে। এছাড়া বোলিং লাইনআপে স্পিন বিভাগে থাকছেন রবি বিষ্ণোই । সঙ্গে ক্রুণাল পাণ্ডিয়া রয়েছে। পেস অ্যাটাকে দুষ্মান্তা চামিরা ,মহসিন খান ও আবেশ খান। সঙ্গে দুই অলরাউন্ডার জেসন হোল্ডার, মিডিয়াম পেসার মার্কাস স্টয়নিস।
প্রসঙ্গত,ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা শ্রেয়স আইয়র ও কেএল রাহুলের দ্বৈরথকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে চড়ছে পারদ। তবে এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ভালো জায়গায় রয়েছে কেএল রাহুলের দল। ১০টি ম্য়াচের মধ্যে ৭টি জিতে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। আজ জিততে পারলে শেষ চারের টিকিট প্রায় পাকা হয়ে যাবে কেএ রাহুলের দলের। অপরদিকে, টানা পাঁচ ম্য়াচ হারের পর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ে ফিরে কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে কেকেআরের। তবে শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে গেলে প্রতিযোগিতার বাকি সব ম্য়াচই নাইটদের কাছে ডু অর ডাই। তাই যেনতেন প্রকারে ২ পয়েন্ট চাইছে কেকেআর। হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।