KKR vs LSG- কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস, রাহুল বনাম শ্রেয়সের দ্বৈরথে কে করবে বাজিমাত

Published : May 07, 2022, 01:45 PM IST
KKR vs LSG- কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস, রাহুল বনাম শ্রেয়সের দ্বৈরথে কে করবে বাজিমাত

সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে মুখোমুখি  কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস (KKR vs LSG)। একদিকে ম্যাচ জিতে শেষ চারের টিকিট প্রায় পাকা করা লক্ষ্য কেএল রাহুলের দলের। অপরদিকে ডু অর ডাই ম্যাচে জিততে মরিয়া শ্রেয়স আইয়রের দল।   

আইপিএল সুপার স্যাটারডের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস। ভারতীয় ক্রিকেট দলের দুই তারকা শ্রেয়স আইয়র ও কেএল রাহুলের দ্বৈরথকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে চড়ছে পারদ। তবে এখনও পর্যন্ত প্রতিযোগিতায় ভালো জায়গায় রয়েছে কেএল রাহুলের দল। ১০টি ম্য়াচের মধ্যে ৭টি জিতে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ। আজ জিততে পারলে শেষ চারের টিকিট প্রায় পাকা হয়ে যাবে কেএ রাহুলের দলের। অপরদিকে, টানা পাঁচ ম্য়াচ হারের পর  রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ে ফিরে কিছুটা আত্মবিশ্বাস বেড়েছে কেকেআরের। তবে শেষ চারে ওঠার আশা জিইয়ে রাখতে গেলে প্রতিযোগিতার বাকি সব ম্য়াচই নাইটদের কাছে ডু অর ডাই। তাই যেনতেন প্রকারে ২ পয়েন্ট চাইছে কেকেআর।

টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে কেকেআর-
প্রতিযোগিতায় দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে কেকেআরের। শেষ চারে উঠতে গেলে জয় দরকার সবকটি ম্য়াচে। এই পরিস্থিতিতে  নিজেদের সেরাটা উজার করে দিতে মরিয়া ক্রিকেটাররা। ইতিমধ্যেই খারাপ পারফরম্যান্সের কারণে দল থেকে বাদ পড়েছেন দুই রিটেন করা ক্রিকেটার ভেঙ্কটেশ আইয়র ও বরুণ চক্রবর্তী। রাজস্থানের বিরুদ্ধে শেষ ম্য়াচে শ্রেয়স আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিংদের রানের মধ্যে থাকা স্বস্তি দিয়েছে দলকে। ছন্দে থাকলেও ধারাবাহিকতার অভাব রয়েছে আন্দ্রে রাসেলের। বাবা ইন্দ্রজিৎ, অ্যারন ফিঞ্চরা রানে ফিরতে মরিয়া। তবে বল হাতে উমেশ যাদব. সুনীল নারিন, অনুকুল রায়, শিবম মাভিদের ফর্ম ভরসা দিচ্ছে দলকে। সব মিলিয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে জয় ছাড়া কিছুই ভাবছে না কেকেআর।

 

 

আত্মিশ্বাসী লখনউ সুপার জায়ান্টস-
মুম্বই, পঞ্জাব ও দিল্লি। পরপর তিনটি ম্যাচ জিতে জয়ের হ্য়াটট্রিক করে কেকেআরের বিরুদ্ধে নামতে চলেছে লখনউ সুপার জায়ান্টস। জয়ের ধারা ধরে রাখতে নিজেদের সেরাটা দিতে তৈরি কেএ রাহুল রাহুলের দল। ব্য়াটিং লাইনআপে দুরন্ত ফর্মে রয়েছে কেএল রাহুল, কুইন্টন ডিকক, দীপক হুডা, মার্কাস স্টয়নিসরা। ফলে কেকেআরের বিরুদ্ধে বড় স্কোর করার বিষয়ে আত্মবিশ্বাসী দল। বোলিং লাইনআপে ছন্দে রয়েছেন মহসিন খান, রবি বিষ্ণোই, কৃষ্ণাপ্পা গৌতমরা। তবে দুষ্মান্তা চামিরা ও ক্রুণাল পান্ডিয়াদের ধারাবাহিকতার অভাব কিছুটা চিন্তায় রেখেছে দলকে। তবে সব মিলিয়ে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী লখনউ সুপার জায়ান্টস। 

 

 

পিচ রিপোর্ট-
কলকাতা নাইট রাইডার্স ও লখনউ সুপার জায়ান্টস ম্য়াচ হতে চলেছে পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামের মাঠে। এখানকার উইকেট ব্য়াটিংয়ের জন্য ভালো। তবে স্পিনাররা কিছুটা সাহায্য পাবে। দ্বিতীয় ব্যাটিংয়ের সমস্যা শিশির একটা  বড় ভূমিকা থাকবে। ফলে রান চেজ করা সময় উইকেট ব্যাটসম্য়ানদের আরও সহায়ক হয়ে উঠবে। সমস্যা হবে বোলারদের। ফলে ডিউ সমস্যার বিষয়টি মাথায় রাখতে হবে দুই অধিনায়ককে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করা হচ্ছে।

ম্যাচ প্রেডিকশন-
শ্রেয়স আইয়র ও মায়াঙ্ক আগরওয়াল দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলতে ম্যাচের রং বদলে দিতে পারে। খাতায় কলমে দুই দলের শক্তি-দুর্বলতা-ভারসাম্য ও গভীরতার বিচার করলেও কিছুটা এগিয়ে কেএল রাহুলের দল। সাম্প্রতিক ফর্মের নিরিখেও অনেকটাই এগিয়ে লখনউ। তাই আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও কেকেআরের থেকে লখনউ সুপার জায়ান্টসকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃKKR vs LSG- লখনউয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচ, কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ

আরও পড়ুনঃম্যাচের আগের রাতে কতবার সেক্স করেন ডেভিড ওয়ার্নার, জবাব দিয়েছিলেন অজি তারকার বউ
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?