KKR vs LSG- লখনউয়ের বিরুদ্ধে ডু অর ডাই ম্য়াচ, কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ
আইপিএল ২০২২ (IPL 2022) -এ টানা ৫টি ম্য়াচ হারের পর অবশেষে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। শনিবার লিগ টেবিলের দ্বিতীয় দল লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants)বিরুদ্ধে খেলতে নামবে শ্রেয়স আইয়রের (Shreyas Iyer)দল। প্রতিযোহিতা বাকি সবকটি ম্য়াচই কেকেআরের (KKR) কাছে ডু অর ডাই (Do Or Die)। এই পরিস্থিতিতে দুরন্ত ফর্মে থাকা কেএল রাহুলের (KL Rahul)দলের বিরুদ্ধে কেমন হতে পারে কেকেআরের প্রথম একাদশ (Probable Playing XI)তা নিয়ে নিয়ে রয়েছে জল্পনা। টানা দ্বিতীয় জয় পেতে কোন কোন ক্রিকেটারের উপর ভরসা রাখতে চলেছে নাইট টিম ম্য়ানেজমেন্ট, দেখে নিনি এক নজরে।
| Published : May 06 2022, 06:45 PM IST
- FB
- TW
- Linkdin
অ্যারন ফিঞ্চ-
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ফেস কলকাতা নাইট রাইডার্সের ওপেনিংয়ে দেখা যেতে পারে অ্যারন ফিঞ্চকে। একটি ম্য়াচে অর্ধশতরান ছাড়া বাকি যে কটি ম্য়াচ সুযোগ পেয়েছেন অজি তারকা ব্যাটে রান আসেনি। তবে লখনউয়ের বিরুদ্ধে ফের একবার ফিঞ্চের উপরই আস্থা রাখতে পারে কেকেআর টিম ম্য়ানেজমেন্ট।
বাবা ইন্দ্রজিৎ-
রাজস্থান রয়্যালস ম্যাচে কেকেআরের হয়ে ওপেনিংয়ে শুরু করেছিলেন বাবা ইন্দ্রজিৎ। ভালো শুরু করেও বড় স্কোর করতে পারেননি তিনি। ১৫ রান করে আউট হয়েছিলে। তবে লখনউয়ের বিরুদ্ধে ফের একবার তাকে সুযোগ দেওয়া হতে পারে। এবার বড় রান ককে দলে নিজের জায়গা পাকা করাই লক্ষ্য বাবা ইন্দ্রজিতের।
শ্রেয়স আইয়র-
পরপর ৫টি ম্যাচে হারের পর অবশেষে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দল জয়ে ফেরায় কিছুটা স্বস্তি ফিরেছে কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ররের। ব্যাট হাতেও খেলেছিলেন গুরুত্বপর্ণ ৩৪ রানের ইনিংস। লখনউয়ের বিরুদ্ধেও দলতে জয় এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও বড় রান করার জন্য মুখিয়ে রয়েছেন শ্রেয়স আইয়র।
নীতিশ রানা-
ব্যাট হাতে এবারের আইপিএলে কেকেআরের মিডল অর্ডারের অন্যতম বড় ভরসা নীতিশ রানা। হায়দরাবাদের বিরুদ্ধে একটি অর্ধশতরানের পর বেশ কিছু ম্যাচে ব্য়াটে রানের খরা ছিল তার। তবে শেষ ম্য়াচে দিল্লির বিরুদ্ধে অর্ধশতরান করে ফর্মে ফিরেছেন তিনি। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও খেলেছেন ৪৮ রানের অনবদ্য ম্য়াচ উইনিং ইনিংস। লখনউয়ের বিরুদ্ধেও ব্যাট হাতে জ্বলে ওঠার অপেক্ষায় নীতিশ রানা।
রিঙ্কু সিং-
গুজরাট টাইটানসের বিরুদ্ধে এবারের আইপিএলের প্রথম দলে সুযোগ পেয়েছিলেন রিঙ্কু সিং। প্রয়োজনের সময় খেলেছিলেন ৩৫ রানের লড়াকু ইনিংস। দিল্লির বিরুদ্ধেও ২৩ রানের দরকারি ইনিংস খেলেছিলেন রিঙ্কু। আর রাজস্থানের বিরুদ্ধে ৪২ রানের বিধ্বংসী ইনিংস কেলে নিজের জাত চেনান রিঙ্কু। ফলে দলে তার জায়গা নিয়ে কোনও সংশয় নেই। দুরন্ত ফিল্ডিংয়ের পাশাপাশি ফর্ম ধরে রেখে লখনউয়ের বিরুদ্ধে বড় স্কোর করাই লক্ষ্য রিঙ্কু সিংয়ের।
আন্দ্রে রাসেল-
এবারের আইপিএলে ব্য়াট হাতে ছন্দে থাকলেও ধারাবিহকতার অভাব রয়েছে আন্দ্রে রাসেলের। তবে বেশ কয়েকটি ম্য়াচে অনবদ্য ইনিংস খেলে নিজের জাত চিনিয়েছেন ক্যারেবিয়ান তারকা। বল হাতেও প্রয়োজনরে সময় নিয়েছেন উইকেট। শেষ সব ম্যাচ জেতাই যে তার লক্ষ্য তাও জানিয়েছেন আন্দ্রে রাসেল। লখনউয়ের বিরুদ্ধে আন্দ্রে রাসেল প্রস্তুত আরও একবার তার মাসেল পাওয়ার দেখানোর জন্য়।
সুনীল নারিন-
কেকেআরের স্পিন অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্রের নাম সুনীল নারিন। তার মিস্ট্রি স্পিনের মায়াজাল যে এখনও বিপক্ষের ব্যাটসম্য়ানরা পুরোপুরি বুঝে উঠতে পারেননি সেই কথা বারবার প্রমাণিত হয়েছে। এবার বল হাতে দুরন্ত ছন্দে রয়েছেন ক্যারেবিয়ান তারকা স্পিনার। রাজস্থানের বিরুদ্ধে কোনও উইকেট না পেলেও দিয়েছিলেন ৪ ওভরারে মাত্র ১৯ রান। লখনউয়ের বিরুদ্ধে ও নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে সুনীল নারিন।
অনুকুল রায়-
বরুণ চক্রর্তীর জায়গায় কেকেআরে স্পিনার হিসেবে রাজস্থানের বিরুদ্ধে খেলেছিলেন বাঁ হাতি স্পিনার অনুকুল রায়। ৪ ওভারে ২৮ রান দিয়ে একটি উইকেট নিয়ে ভালো বোলিং করেছিলেন তিনি। ফলে লখনউয়ের বিরুদ্ধে তার সুযোগ পেতে খুব একটা সমস্যা হবে না। নিজের সেরাটা দেওয়ার অপেক্ষায় অনুকুল রায়।
টিম সাউদি-
বল হাতে লাগাতার অফ ফর্মের জন্য গত ম্যাচে প্য়াট কামিন্সের জায়গায় দলে সুযোগ পেয়েছিলেন মিডিয়াম পেসার টিম সাউদি। গুজরাটের বিরুদ্ধে ৩ উইকেট নিয়ে করেছিলেন অনবদ্য বোলিং। রাজস্থানের বিরুদ্ধে ২ উইকেট নিয়েছিলেন। লখনউয়ের বিরুদ্ধে বল হাতে জ্বলে ওঠার জন্য মুখিয়ে রয়েছেন কিউই তারকা পেসার।
উমেশ যাদব-
প্রতিযোগিতার শুরুটা অনবদ্য করেছিলেন উমেশ যাদব। বল হাতে ঝরাচ্ছিলেন আগুন। মাঝে কয়েকটি ম্যাচে গ্রাফ নামলেও দিল্লির বিরুদ্ধে ম্য়াচে ৩ উইকেট, নিয়ে ফের একবার ছন্দে ফিরেছেন 'বিদর্ভ এক্সপ্রেস'। এবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও নিয়েছেন ১ উইকেট। লখনউয়ের বিরুদ্ধে বল হতে জ্বলে উঠতে মুখিয়ে রয়েছেন কেকেআরের ভারতীয় তারকা পেসার।
শিবম মাভি-
এবার আইপিএলে শিবম মাভির ফর্ম ওঠা নামা করেছে। একাধিক বার বেঞ্চেও বসতে হয়েছে তাকে। তবে রাজস্থানের বিরুদ্ধে কিছুটা ছন্দে পাওয়া গিয়ছিল ডান হাতি মিডিয়াম পেসারকে। ৪ ওভারে ৩৩ রান দিয়ে নিয়ছিলেন একটি উইকেট। লখনউয়ের বিরুদ্ধে দলকে নিজের বোলিংয়ের মাধ্যমে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য মাভির।