KKR vs MI- রোহিত বনাম শ্রেয়স দ্বৈরথে কেমন হতে পারে দুই দল, দেখে নিন সম্ভাব্য একাদশ

আইপিএল ২০২২ (IPL 2022) -এর দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI)। একদিকে জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়রের দল। অপরদিকে, জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য়ে রোহিত শর্মার দল। 
 

আজ আইপিএলের লিগ টেবিলে একেবারে নীচ থাকা দুই দলের লড়াই। একদিকে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স। অপরদিকে, শ্রেয়স আইয়রের কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএল একেবারের ভালো যায়নি আইপিএলের ইতিহাসে অন্যতম দুই সেরা দলের।  বর্তমানে ১০ টি ম্য়াচ খেলে ২টি জয়  ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে ১০ নম্বরে রয়েছে ৫ বারের আইপিএলে চ্যাম্পিয়নরা। অপরদিকে,১১ ম্য়াচে ৪টি জয় ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে রয়েছে কেকেআর। শেষ চারের লড়াই থেকে মুম্বই বিদায় নিলেও, কেকেআরের এখনও ক্ষীণ সম্ভাবনা  রয়েছে। নিজেদের শেষ তিনটি ম্য়াচ জয় তো অবশ্যই দরকার, সঙ্গে তাকিয়ে থাকতে অন্য দলের ফলাফলের দিকে। আজেকে ম্য়াচে দুই দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়েও জল্পনা রয়েছে। চলুন ম্য়াচের আগে দেখে নেওয়া যাক কেকেআর  ও মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ।

কেকেআর দলের সম্ভাব্য একাদশ-
আজকের ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে থাকতে পারেন অজিঙ্কে রাহান ও ভেঙ্কটেশ আইয়র। দলের মিডল অর্ডারে থাকতে চলেছেন শ্রেয়স আইয়র (অধিনায়ক),  স্যাম বিলিংস, নীতিশ রানা ও রিঙ্কু সিং। দলে উইকেট রক্ষকের দায়িত্বও পালন করবেন স্যাম বিলিংস। দলে অলরাউন্ডার ও হার্ড হিটারের ভূমিকায় খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। এছাড়া আজকের ম্য়াচে স্পিনিং অলরাউন্ডার হিসেবে খেলবেন মিস্ট্রি স্পিনার সুনীল নারিন।  অপর স্পিনার হিসেবে থাকতে পারেন অনুকুল রায়। ক্ষীণ সম্ভাবনা রয়েছে বরুণ চক্রবর্তীর খেলার। দলে পেস বোলিং লাইনআপে থাকছেন টিম সাউদি, উমেশ যাদবের। 

Latest Videos

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং লাইনআপের ওপেনিংয়ে থাকতে পারেন দলের দুই তারকা রোহিত শর্মা ও ইশান কিশান। এরপর মিডল অর্ডারে দেখা  যাবে টিম ডেভিডকে।  তারপরপর দুরন্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদব ও তরুণ ভারতীয় ব্য়াটসম্য়ান তিলক ভার্মা। দুজনেই দুরন্ত ফর্মে রয়েছেন। মুম্বই দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলতে দেখা যেতে পারে কায়রন পোলার্ড, ড্যানিয়েল সামসকে। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকের দায়িত্বেও থাকববেন মুরগান অশ্বিন। পেস অ্যাটাকে  দেখা যাবে জসপ্রীত বুমরা, কুমার কার্তিকে ও রিলে মারডিথকে। সঙ্গে থাকছে ড্যানিয়েল সামসও। 

প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ডি ওযাই পাটিল স্টেডিয়ামের মাঠে। রোহিত শর্মা ও শ্রেয়স আইয়রের দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলতে ম্যাচের রং বদলে দিতে পারে। খাতায় কলমে দুই দলের শক্তি-দুর্বলতা-ভারসাম্য ও গভীরতার বিচার করলে দুই দলই একই জায়গায় রয়েছে। সাম্প্রতিক ফর্মেও দুই দলের খুব একটা তফাৎ নেই। তবে শেষ দুই ম্য়াচ জিতে আত্মবিশ্বাস কিছুটা বেশি রয়েছে মুম্বইয়ের।  আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর।  ফলে যেই দল টস জিতবে তাদেরকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃKKR vs MI- কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স, রোহিতের অভিজ্ঞতা না শ্রেয়সের তারুণ্য, কে করবে বাজিমাত

আরও পড়ুনঃKKR vs MI- কেকেআর বনাম মুম্বই ইন্ডিয়ান্স, কী বলছে দুই দলের লড়াইয়ের ইতিহাস
 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
ED Raid News: কলকাতায় ফের ইডির দুঃসাহসিক অভিযান! ফাঁস হলো বড় দুর্নীতি, দেখুন
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today
‘জনগণের কষ্টের টাকায় মুখ্যমন্ত্রী উৎসব করবেন!’ মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত, দেখুন কী বললেন | Sukanta M