
সোমবার আইপিএল ২০২২-এর মেগা ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএল দুই দলরে কাছেই একেবারে ভালো যায়নি। ইতিমধ্যেই প্রতিযোগিতার প্রথম দল হিসেবে শেষ চারে ওঠার দৌড় থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মার দল। বর্তমানে ১০ টি ম্য়াচ খেলে ২টি জয় ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শেষে ১০ নম্বরে রয়েছে ৫ বারের আইপিএলে চ্যাম্পিয়নরা। অপরদিকে, টানা ৫ ম্যাচ হারের পর রাজস্থানের বিরুদ্ধে জয়ে ফিরলেও পরের ম্য়াচে লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে শ্রেয়স আইয়রের দলকে। বর্তমানে ১১ ম্য়াচে ৪টি জয় ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে রয়েছে কেকেআর। শেষ চারে ওঠার আশা খুবই কঠিন নাইটদের। নিজেদের শেষ তিনটি ম্যাচ জেতার পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলাফলের দিকে।
জয়ে ফিরতে মরিয়া কেকেআর-
শেষ চারের ওঠার রাস্তা খুব কঠিন। তবে তা নিয়ে না ভেবে মরসুমের শেষ তিনটি ম্য়াচ জেতাই এখন লক্ষ্য কেকেআরের। শেষ ম্য়াচে লখনউয়ের বিরুদ্ধে ব্য়াটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। মাত্র ১০১ রানে অলআউট হয়েছিল দল। সেখান থেকে ঘুড়ে দাঁড়াতে অনুশীলনে বাড়তি ঘাম ঝড়িয়েছে কেকেআর প্লেয়াররা। আজকের ম্য়াচে দলে একাধিক বদল হতে পারে। ব্য়াটিংয়ে আরও একবার সুযোগ পেলে নিজেদে সেরাটা দেওয়ার অপক্ষায় অজিঙ্কে রাহানে, শ্রেয়স আইয়র, স্য়াম বিলিংসরা। শ্রেয়স আইয়র, নীতিশ রানা, রিঙ্কু সিংও ব্য়াট হাতে জ্বলে উঠতে মুখিয়ে রয়েছে। রাসেলের ব্য়াটে-বলে বিধ্বংসী ফর্ম স্বস্তিতে রেখেছে টিম ম্য়ানেজমেন্টকে। বোলিং লাইনআপেও আজকের ম্য়াচে বশ কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম পর্বের ম্য়াচে জয় পেয়েছিল কেকেআর। আরও একবার জয়ে ফেরাই লক্ষ্য কেকেআরের।
হারের বদলা নিতে মুখিয়ে মুম্বই ইন্ডিয়ান্স-
টানা ৮ ম্য়াচ হারের পর শেষ দুটি ম্য়াচে পরপর জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলের দুরন্তে ফর্মে থাকা রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটানসকে হারিয়ে আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেয়েছে রোহিত শর্মার দল। ব্যাটে-বলেও অনেকটাই ছন্দে ফিরেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। এবার প্রথম পর্বের সাক্ষাতে কেকেআরের বিরুদ্ধে হারের বদলা নিতে মুখিয়ে রয়েছে মুম্বই। গুজরাটের বিরুদ্ধে ব্য়াট হাতে রানে ফিরেছে ইশান কিশান, রোহিত শর্মা। যা দলকে স্বস্তি দিয়েছে। রানের মধ্যে রয়েছে সূর্যকুমার যাদব, তিলক ভার্মারা। টিম ডেভিডও গত ম্যাচে রান পেয়েছেন। বোলিং লাইনআপেও দলকে ভরসা দিচ্ছেন মুরগান অশ্বিন, জসপ্রীত বুমরা, ড্যানিয়েল সামসরা। সব মিলিয়েয় কেকেআরের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত মুম্বই।
পিচ রিপোর্ট-
কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ডি ওযাই পাটিল স্টেডিয়ামের মাঠে। এখানকার উইকেট ব্য়াটিংয়ের জন্য ভালো। তবে স্পিনাররা কিছুটা সাহায্য পাবে। দ্বিতীয় ব্যাটিংয়ের সময় শিশিরের একটা বড় ভূমিকা থাকবে। ফলে রান চেজ করা সময় উইকেট ব্যাটসম্য়ানদের আরও সহায়ক হয়ে উঠবে। সমস্যা হবে বোলারদের। ফলে ডিউ সমস্যার বিষয়টি মাথায় রাখতে হবে দুই অধিনায়ককে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করা হচ্ছে।
ম্যাচ প্রেডিকশন-
রোহিত শর্মা ও শ্রেয়স আইয়রের দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলতে ম্যাচের রং বদলে দিতে পারে। খাতায় কলমে দুই দলের শক্তি-দুর্বলতা-ভারসাম্য ও গভীরতার বিচার করলে দুই দলই একই জায়গায় রয়েছে। সাম্প্রতিক ফর্মেও দুই দলের খুব একটা তফাৎ নেই। তবে শেষ দুই ম্য়াচ জিতে আত্মবিশ্বাস কিছুটা বেশি রয়েছে মুম্বইয়ের। আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে যেই দল টস জিতবে তাদেরকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃম্যাচের আগের রাতে কতবার সেক্স করেন ডেভিড ওয়ার্নার, জবাব দিয়েছিলেন অজি তারকার বউ
আরও পড়ুনঃখেলার মাঠে প্রেম নিবেদন, শুধু দর্শকই নয়, তালিকায় রয়েছে ক্রিকেটার-ফুটবলাররা