সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) -এর দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স (KKR vs MI)। একদিকে জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়রের দল। অপরদিকে, জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য়ে রোহিত শর্মার দল।
আইপিএলের ইতিহাসে চিরপ্রতীদ্বন্দ্বী দলগুলির মধ্যে অন্যতম হল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স। এই দুই দল বিগত ১৪ বছর ধরে যখনই মুখোমুখি হয়েছে সেই ম্য়াচ ঘিরে আলাদাই উন্মাদনা ও উত্তেজনা তৈরি হয়েছে। এবার আইপিএলের ১৫ তম মরসুমে দ্বিতীয় লেগের খেলায় ফের একবার মুখোমুখি হতে চলেছে দুই দল। শ্রেয়স আইয়রের কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২২-এ এখনও পর্যন্ত ১১টি ম্য়াচ খেলে ৪টিতে জয় পেয়েছে। অপরদিতে, টানা আটটি ম্য়াচ হারের পর শেষ দুটি ম্য়াচে জয়ের মুখ দেখেছে রোহিত শর্মার দল। ফলেসোমবারের ম্য়াচ একদিকে যেমন মরসুমের টানা তৃতীয় জয় পাওয়ার লক্ষ্যে নামছে মুম্বই। ঠিক অপরদিকে, লখনউয়ের বিরুদ্ধে লজ্জার হারের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া কেকেআর। ফলে মেগা ম্য়াত জিততে মরিয়া দুই দল। হাড্ডাহাড্ডি লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট প্রেমিরা।
মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ইতিহাস কিন্তু খুব একটা ভালো নয়। দেশের বাণিজ্য নগরীর দলের বিরুদ্ধেই আইপিএলে সবথেকে বেশি ম্য়াচ হারতে হয়েছে সিটি অফ জয়কে। দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানের বিচার করলে কেকেআরের থেকে অনেক এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে দুই দল মোট ৩০ বার মুখোমুখি হয়েছে। সেখান মোট ২২টি ম্য়াচ জিতেছে রোহিত শর্মার দল। অপরদিকে মাত্র ৮টি ম্য়াচ জিতেছে বর্তমান কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়রের দল। এবারের আইপিএলে প্রথম পর্বের সাক্ষাতে মুম্বইকে হারিয়েছিল কেকেআর। এবারের মরসুম ভালো না গেলেও পরিসংখ্যান কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়াবে মুম্বই ইন্ডিয়ান্সের। অপরদিকে, দ্বিতীয় লেগেও ম্য়াচ জেতার পাশাপাশি পরিসংখ্যানও কিছুটা শোধরাতে চাইবে কেকেআর।
শুধু আইপিএলের ইতিহাসে মোট পরিসংখ্যান নয়, শেষ পাঁচ ম্য়াচের সাক্ষাতেও কিছুটা এগিয়ে এগিয়ে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে শেষ পাঁচ ম্য়াচে ৩টি ম্য়াচেই জয়ের স্বাদ পেয়েছে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। অপরদিকে মাত্র ২টি ম্যাচ জিতেছে ২ বারের আইপিএল চ্য়াম্পিয়ন। গত মরসুমে দুই দলের মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান ছিল ১-১। এই মরসুমে এখনও ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে কেকেআর।
প্রসঙ্গত, কলকাতা নাইট রাইডার্স ও মুম্বই ইন্ডিয়ান্স ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ডি ওযাই পাটিল স্টেডিয়ামের মাঠে। রোহিত শর্মা ও শ্রেয়স আইয়রের দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলতে ম্যাচের রং বদলে দিতে পারে। খাতায় কলমে দুই দলের শক্তি-দুর্বলতা-ভারসাম্য ও গভীরতার বিচার করলে দুই দলই একই জায়গায় রয়েছে। সাম্প্রতিক ফর্মেও দুই দলের খুব একটা তফাৎ নেই। তবে শেষ দুই ম্য়াচ জিতে আত্মবিশ্বাস কিছুটা বেশি রয়েছে মুম্বইয়ের। আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে যেই দল টস জিতবে তাদেরকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।