কেকেআর বনাম পঞ্জাব কিংস দ্বৈরথে এগিয়ে কোন দল, কী বলছে দুই দলের ইতিহাস

আইপিএল ২০২২ (IPL 2022) শুক্রবার  মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস (KKR vs PBKS)। জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়রের দল। ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী মায়াঙ্ক আগরওয়াল ব্রিগেড। ম্য়াচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ। এক ঝলকে দেখে নিন দুই দলের মখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান।

সমর্থকদের মুখে হাসি ফুটিয়েই আইপিএল ২০২২ যাত্রা শুরু করেছিল কেকেআর। প্রথম ম্য়াচে সিএসকে-কে হারানোর পর কিংবন্তী সুনীল গাভাসকর তো বলেই দিয়েছিলেন এই দল প্লে অফে পৌছবে। কিন্তু তকার পরের ম্য়াচেই আরসিবির বিরুদ্ধে ছন্দ পতন। ব্যাটিং লাইনআপের ভরাডুবিতে ম্য়াচ হারতে হয় কলকাতা নাইট রাইডার্সকে। তবে সামান্য টোটাল নিয়ে যেভাবে বোলাররা লড়াই করেছিল আরসিবির বিরুদ্ধে তা সত্যিই প্রশংসনীয়।  ফলে একটি ম্য়াচ জয় ও একটি ম্য়াচ হারের পর শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্য়াচে মাঠে মাছে শ্রেয়স আইয়রের দল। প্রতিপক্ষ পঞ্জাব কিংস। যারা কিনা বোলিং লাইনআপ ব্যর্থ হলেও আরসিবির বিরুদ্ধে প্রথম ম্যাচে ২০৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করে এক ওভার আগেই জয় ছিনিয়ে নেয়। মায়াঙ্ক আগরওয়ালের দলও টানা দ্বিতীয় জয় পেতে বদ্ধপরিকর।

আইপিএলের ম্য়াচে কলকাতান নাইট রাইডার্স ও পঞ্জাব কিংসের দ্বৈরথ দীর্ঘ দিনের। কিংস ইলেভেন পঞ্জাব থেকে দলের নাম পরিবর্তন করে পঞ্জাব কিংস হলেও দীর্ঘ ১৪ বছর এই দুই দলের ম্য়াচে সমর্থকরা সাক্ষী থেকেছে একাধিক শাসরুদ্ধকর ম্যাচের। কিন্তু এই সাক্ষাতের ররিসংখ্যানে কলকাতার দল অনেকটাই এগিয়ে পঞ্জাবের থেকে। এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে মোট ২৯ বার মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস (কিংস ইলেভেন পঞ্জাবের হিসেবেও এর মধ্যে ধরা হয়েছে)। সেই সাক্ষাতে  কেকেআর জিতেছে মোট ১৯টি ম্য়াচ আর ১০ বার জয়ের মুখ দেখেছে পঞ্জাব কিংস। ফলে এই পরিসংখ্যাব শুক্রবারের ম্য়াচে নামার আগে কিছুটা হলেও আত্মবিশ্বাাস বাড়াবে ২ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। 

Latest Videos

অপরদিকে, সামগ্রিক পরিসংখ্যানে কেকেআর অনেকটা এগিয়ে থাকলেও, সাম্প্রতিক কালের পরিসংখ্যানে কিন্তু এই দুই দলের মধ্যে দ্বৈরথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে। সেখানেও কেকেআর এগিয়ে থাকলেও ব্যবধান মাত্র ১ ম্যাচের। শেষ পাঁচবারের সাক্ষাতের ৩ বার জিতেছে বর্তমান অধিনায়ক শ্রেয়স আইয়রের দল। ২ বার জিতেছে মায়াঙ্ক আগরওয়ালের দল।  ফলে আজকের ম্যাচে কেকেআর লক্ষ্য মরসুমের দ্বিতীয় জয় ওপঞ্জাবের বিরুদ্ধে তাদের আধিপত্য ধরে রাখা। অপরদিকে, পঞ্জাব চাইবে পরিসংখ্যান ভালো করা ও একইসঙ্গ এই মরসুমের টানা দ্বিতীয় জয়।


 
প্রসঙ্গত, আজকের ম্য়াচ  জিতলেই তারা লিগ টেবিলের শীর্ষে পৌছে যাবে পঞ্জাব কিংস। মরসুমের সবে শুরু হলেও নিজেদের দলকে শীর্ষ দেখতে সকলেই পছন্দ করেন। কেকেআর এক ম্য়াচ বেশি খেললেও নাইটরা আজ জিতলে শীর্ষ পৌছবে। ফলে  মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি রুদ্ধশ্বাস ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। 

আরও পড়ুনঃকেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে দুই দলের রণনীতি থেকে শক্তি-দুর্বলতা, কে জিততে পারে ম্য়াচ

আরও পড়ুনঃকেকেআর বনাম পঞ্জাব কিংস ম্য়াচ দুই দলে থাকছে কোন চমক, দেখে নিন সম্ভাব্য একাদশ

আরও পড়ুনঃস্টাইল স্টেটমেন্ট থেকে বাড়ি-গাড়ি-নারী, দেখুন কেমন বিলাস বহুল জীবন যাপন করেন কেকেআর অধিনায়ক

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News