সংক্ষিপ্ত
আইপিএল ২০২২ (IPL 2022) শুক্রবার মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস (KKR vs PBKS)। জয়ে ফিরতে মরিয়া শ্রেয়স আইয়রের দল। ফর্ম ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী মায়াঙ্ক আগরওয়াল ব্রিগেড।
শুক্রবার আইপিএলের গুরুত্বপূর্ণ মেগা ম্য়াচে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস। একটি দল চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল ২০২২ অভিযান শুরু করলেও দ্বিতীয় ম্য়াচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে শ্রেয়স আইয়রে দলকে। অপরদিকে আরসিবির বিরুদ্ধে প্রথম ম্য়াচে ২০৫ রাম তাড়া করে দুরন্ত জয় পেয়েছে মায়াঙ্ক আগরওয়ালের দল। আদ নামছে কেকেআরের বিরুদ্ধ মরসুমের দ্বিতীয় ম্য়াচে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। এক দিকে জয়ের ধরা ধরে রাখাই লক্ষ্য পঞ্জাব কিসের, অপরদিকে আরসিবি ম্যাচের ধাক্কা ভুলে জয়ে ফিরতে মরিয়া কলকাতা নাইট রাইডার্স।
জয়ে ফেরাই লক্ষ্য কেকেআরের-
চেন্নাই সুপাস কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচে অনবদ্য বোলিং করেছিল কেকেআর। ১৩১ রানের কম টার্গেট তাড়া করতে নেমে ব্যাটি বিভাগের ব্যর্থতাগুলি ততটা চোখে পড়েনি টিম ম্যানেজমেন্টের। টস ভাগ্যও প্রথম ম্য়াচে সাথ দিয়েছিল। কিন্তু দ্বিতীয় ম্য়াচে আরসিবির টস হারতেই প্রথমে ব্যাটিং করে বড় রান করার লক্ষ্যে মুখ থুবড়ে পড়ে কেকেআরের ব্য়টিং লাইনআপ। আন্দ্রে রাসেলর ২৫ রানের ইনিংস ছাড়া কেউই ২০ রানেরে গণ্ডী পার করতে পারেনি। যার ফলে পঞ্জাবের মত কঠিন দলের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট চিন্তায় রয়েছে নাইটরা। ওপেনিংয়ে ভেঙ্কটেশ আইয়র ২ ম্য়াচেই ব্যর্থ হয়েছেন। এছাড়া মিডল অর্ডার শ্রেয়স, নীতিশ, বিলিংস, শেলডনরাও নিজেদের সেরা ফর্ম দেখাতে পারেনি। তবে পঞ্জাব ম্য়াচে নামার আগে বোলিং নিয়ে খুব একটা চিন্তায় নেই কেকেআরের। কারণ ১২৮ রানের টার্গেট নিয়েও আরসিবির বিরুদ্ধে শেষ ওভার পর্যন্ত নিয়ে গিয়েছি উমেশ, সাউদি, নারিন, বরুণরা। শুক্রবারের ম্যাচে নামার অনুশীলনে ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করেছে কেকেআর। সব মিলিয় আজকের ম্যাচে দ্বিতীয় জয় তুলে নিতে বদ্ধপরিকর ২ বারের চ্যাম্পিয়নরা।
জয়ের ধারা ধরে রাখতে বদ্ধপরিকর পঞ্জাব-
অপরদিকে প্রথম ম্যাচে আরসিবির দেওয়ার ২০৬ রানের টার্গেট ১ ওভার আগেই চেজ করে দিয়ে পঞ্জাব কিংস বুঝিয়ে দিয়েছে এবার তারা অধরা ট্রফি জয়ের লক্ষ্য পূরণ করতেই নেমেছে। ব্য়াটিং লাইনআপে পঞ্জাবের কোনও ক্রিকেটার অর্ধশতরান না করলেও অনায়সেই দলগত প্রয়াসে পাহার প্রমাণ টার্গেট চেজ করেছে মায়াঙ্ক আগরওয়ালের দল। মায়াঙ্ক আগরওয়াল, শিখর ধওয়ান, ভানুকা রাজাপক্সা, লিয়াম লিভিংস্টোন, শাহরুখ খান, ওডিয়ান স্মিথ সকলেই দলের জয়ে ব্য়াট হাতে নিজেদের যোগ দান রেখেছিলেন। কিন্তু বোলিং লাইনে একনমাত্র রাহুল চাহার ছাড়া অন্য কেউ ভালো বোলিং করতে পারেনি। সেই বিষয়টি মাথায় রাখছে কোচ অনিল কুম্বলে। বোলারদের নিয়ে আলাদা সেশনও করেছেন তিনি। তবে আজকের ম্যাচে খেলবেন কাগিসো রাবাডা। যা পঞ্জাবের শক্তি অনেকটাই বাড়াবে। সব মিলিয়ে জয়ে ধারা ধরে রাখতে মরিয়া পঞ্জাব।
পিচ রিপোর্ট-
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে আইপিএল ২০২২-এ কেকেআর বনাম পঞ্জাব কিংসের ম্যাচ। অতীতেও এই মাঠে আইপিএলের একাধিক রুদ্ধশ্বাস ম্য়াচ হয়েছে। এখানকার উইকেট ব্যাটসম্য়ানদের পক্ষে খুব ভালো। রাত বাড়ার সঙ্গে সঙ্গে যা আরো ভালো হতে শুরু করে। স্পিনাররা প্রথম দিকে সাহায্য পেতে পারে। এখানে প্রথম ব্য়াট করে স্কোর ডিফেন্ড করা একটু কঠিন। কারণ রাতে ডিউ সমস্যা থাকে। ফলে এখানে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেওয়াই সঠিক বলে মনে করা হচ্ছে।
ম্যাচ প্রেডিকশন-
কেকেআর একটি ম্য়াচে জয় ও একটি ম্য়াচে হারলেও দল হিসেবে খুবই শক্তিশালী। পঞ্জাবের ব্যাটিং লাইনআপ খুবই শক্তিশালী। কিন্তু মায়াঙ্ক আগরওয়ালের দলের থেকে শ্রেয়স আইয়রের দলের বোলিং লাইনআপ নিঃসন্দেহে অনেকটাই ভালো। তবে আইপিএলের ম্য়াচ গুলিতে টস খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে যাচ্ছে। ফলে আজকের ম্য়াচেও যেই দল টস জিতবে তাদরকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃদুবের ওভারে ডুবল সিএসকে, রবীন্দ্র জাদেজার অধিনায়কত্ব নিয়ে উঠছে প্রশ্ন
আরও পড়ুনঃগায়ে হলুদ-সঙ্গীত থেকে মালা বদল, দেখুন আরসিবি তারকা গ্লেন ম্য়াক্সেওয়েলের বিয়ের অ্যালবাম
আরও পড়ুনঃআইপিএলে কেকেআর ফ্য়ান এই বিখ্যাত পর্ণ স্টার, যার ছবি দেখলে নেশা ধরবে আপনারও