উমেশ 'এক্সপ্রেসে' বেলাইন বেলাইন পঞ্জাব কিংস, কেকেআরের টার্গেট ১৩৮ রান

Published : Apr 01, 2022, 09:22 PM ISTUpdated : Apr 01, 2022, 09:48 PM IST
উমেশ 'এক্সপ্রেসে' বেলাইন বেলাইন পঞ্জাব কিংস, কেকেআরের টার্গেট ১৩৮ রান

সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) শুক্রবার  মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও পঞ্জাব কিংস (KKR vs PBKS)। প্রথমে ব্য়াট করে ১৩৭ রানে অলআউট মায়াঙ্ক আগরওয়ালের দল। ৪ উইকেট নিলেন উমেশ যাদব। কেকেআরের টার্গেট ১৩৮।  

আরসিবি ম্যাচে হারের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়াল কলকাতা নাইট রাইডার্স। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে ১২৮ রান নিয়ে যে লড়াই করেছিল কেকেআর বোলিং লাইনআপ। তা পঞ্জাব ম্যাচেও ধরে রাখল কেকেআর। এদিনও বল হাতে আগুন ঝরালেন উমেশ যাদব। আটোসাটো বোলিং করলেন সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়র। নির্ধারিত ২০ ওভারে  ১৩৭ রান করে অলআউট হয়ে যায় পঞ্জাব কিংস। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ভানকা রাজপকসা। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর ২৫ রান করেন কাগিসো রাবাডা। শেষের দিকে রাবাডার এই ইনিংস না খেললে ৩৭ রানে পৌছতে পারতনা পঞ্জাব কিংস। কেকেআরের হয়ে সর্বোচ্চ ৪ ওভারে একটি মেডেন দিয়ে ৪ উইকেট নেন উমেশ যাদব।  ম্যাচ জেতার জন্য কেকেআরের টার্গেট ১৩৮ রান। 

 

 

ব্য়াট করতে নেমে এদিন শুরুটাই ভালো হয়নি পঞ্জাব কিংসের। উমেশ যাদবের প্রথম ওভারেই ১ রান করে আউট হন অধিনায়র মায়াঙ্ক আগরওয়াল। এরপর ক্রিজে এসে ছোট কিন্তু বিধ্বংসী ব্য়াটিং করেন রাজাপকসা। ৯ বলে ৩১ রান করেন তিনি।  কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে শিবম মাভির বলে আউট হন তিনি। ৪৩ রানে দ্বিতীয় উইকেট পড়ে পঞ্জাবের। শিখর ধওয়ান এদিনও বড় রান করতে পারেননি। দলের ৬২ রানের মাথায় ১৬ রান করে টিম সাউদির বলে আউট হন তিনি। লিয়াম লিভিংস্টোন কিছুটা চেষ্টা করলেও বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেনিন তিনিও। ৭৮ রানে চতুর্থ উইকেট পড়ে পঞ্জাবের। ১৯ রান করে উমেশ যাদবের দ্বিতীয় শিকার হন তিনি। তরুণ রাজ বাওয়া এদিন কেকেআরের মিস্ট্রি স্পিনার সুনীল নারিনের শিকার হন। ১১ রান করে আউট হন তিনি। ৮৪ রানের মধ্যে পঞ্জাবের হাফ দল প্যাভেলিয়নে ফেরত চলে যায়।

 

 

কিন্তু এরপরও কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। দলের ৯২ রানের মাথায় আউট হন পঞ্জাবের পাওয়াপ হিটার শাহরুখ খান। খাতা না খুলেই টিম সাউদির বলে বিগ হিট করতে গিয়ে আউট হন তিনি।  এরপর ফের উমেশ শো। পঞ্জাব কিংসের ১০২ রানের মাথায় পরপর দুটি উইকেট নেন উমেশ যাদব। প্যাভেলিয়নের রাস্তা দেখান হরপ্রীত ব্রার ও রাহুল চাহারকে। ১০২ রানে ৮ উইকেট হারিয়ে একটা সময় মনে হয়েছিব ১২০ পর্যন্ত পৌছবে কিনা পঞ্জাব কিংসের স্কোর। কিন্তু সেই সময় ব্য়াট হাতে ছোট কিন্তু ঝোড়ো ইনিংস খেলেন কাগিসো রাবাডা। ১৬ বলে ২৫ রানের ইনিংস খেল দলের রান ১৩০ পার করে দেন তিনি।  দলের ১৩৭ রানেই আন্দ্রে রাসেলের বলে ছয় মারতে গিয়ে আউট হন তিনি। দুরন্ত ক্যাচ ধরেন টিম সাউদি।  একদিক থেকে ওডিয়ান স্মিথ থাকলেও কোনও লাভ হয়নি। অর্শদীপ সিং এসেই ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যায়। ১৩৭ রানে অলআউট হয় পঞ্জাব। উমেশ যাদবের ৪ উইকেট ছাড়াও ২টি উইকেট নেন টি সাউদি, একটি করে উইকেট নেন শিবম মাভি, সুনীল নারিন ও আন্দ্রে রাসেল। 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে