আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস (KKR vs RR)। দুই দলই তাদের শেষ ম্য়াচ হেরেছে। তাই জয়ে ফিরতে মরিয়ে শ্রেয়স আইয়র ও সঞ্জু স্যামসনের দল।
একটি দল পাঁচটির মধ্যে তিনটিতে জয় পেয়েছে। লিগ টেবিলের পাঁচ নম্বর স্থানে রয়েছে। অপর একটি দল ৬টি ম্যাচের মধ্যে ৩টি জয়ে নিয়ে রয়েছে লিগ টেবিলের ছয় নম্বরে। কিন্তু দুই দলই তাদের শেষ ম্য়াচ হেরে একে অপরের মুখোমখি হতে চলেছে। এই পরিস্থিতি জয়ে ফিরতে মরিয়া দুই দল। আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে মুখোমুখি হতে চলছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। শ্রেয়স আইয়র ও সঞ্জু স্যামসন দুই তরুণ অধিনায়কের লড়াই ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। বিশেষ শেষ চারে ওঠার রাস্তা মসৃণ রাখতে হলে এই ম্য়াচে জয় দরকার দুই দলের কাছেই। তাই আজকের ম্য়াচে দুই দলের সম্ভাব্য একাদশ কেমন হতে চলেছে তা নিয়েও জল্পনা রয়েছে ক্রিকেট প্রেমিদের মধ্যে। শোনা যাচ্ছে দুই দলে হতে পারে পরিবর্তন। মেগা ম্য়াচের আগে দেখে নিন কেকেআর ও রাজস্থান রয়্যালস দলের সম্ভাব্য একাদশ।
কেকেআর দলের সম্ভাব্য একাদশ-
আজকের ম্য়াচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে কেকেআরের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে ওপেনিংয়ে থাকছেন ভেঙ্কটেশ আইয়র ও অ্যারন ফিঞ্চ। দলের মিডল অর্ডারে থাকতে চলেছেন শ্রেয়স আইয়র (অধিনায়ক), নীতিশ রানা ও উইকেট রক্ষক-ব্য়াটসম্য়ান হিসেবে খেলতে পারেন শেলডন জ্যাকসন। দলে অলরাউন্ডার ও হার্ড হিটারের ভূমিকায় খেলতে চলেছেন আন্দ্রে রাসেল। স্পিন অ্যাটাকে খেলবেন কেকেআরে দুই মিস্ট্রি স্পিনার সুনীল নারিন, বরুণ চক্রবর্তী। তবে আজকের ম্য়াচ বরুণ চক্রবর্তীকে বসিয়ে অনুকুল রায়কে কেলানোর একটা সম্ভাবনা রয়েছে। দলে পেস বোলিং লাইনআপে থাকছেন প্য়াট কামিন্স, উমেশ যাদব ও শিবম মাভি।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ-
এবার আইপিএলে সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম হল রাজস্থান রয়্যালস। দলের ব্য়াটিং-বোলিং বিভাগে একাধিক ম্য়াচ উইনার রয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আজকের ম্য়াচে রাজস্থানের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে থাকছেন জস বাটলার ও যশস্বী জয়সওয়াল। মিডল অর্ডারে খেলতে দেখা যাবেসঞ্জু স্যামসন (উইকেট রক্ষক, অধিনায়ক), দেবদূত পাড়িকল ও শিমরন হেটমায়ারকে। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে রিয়ান পরাগ ও জিমি নিশামকে। স্পিন অ্য়াটেকে দলকে ভরসা দেবেন দুই ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহল। পেস অ্য়াটাকে থাকছেন ট্রেন্ট বোল্ট , প্রসিদ্ধ কৃষ্ণা ।
প্রসঙ্গত, মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। তবে দুই দলের ব্য়াটিং ও বোলিং লাইনআপের শক্তি, ভারসাম্য ও গভীরতার বিচার করলেও দুই দল প্রায় সমান। তবে সাম্প্রতিক ফর্ম বিচার করলে রাজস্থান রয়্যালসকে একটু এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে আজকের ম্য়াচে যেই দল টস জিতবে তাদেরকেই ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃKKR vs RR- কেকেআর বনাম রাজস্থান রয়্যালস, শ্রেয়স-সঞ্জুর দ্বৈরথে কে করবে বাজিমাত
আরও পড়ুনঃKKR vs RR- কেকেআর বনাম রাজস্থান রয়্যালস, ইতিহাস বলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখ নিন পরিসখ্যান