আইপিএলে করোনার থাবা, আইসোলেশনে দিল্লি ক্যাপিটালসের পুরো দল

এবারও করোনা (Coronavirus) হীন ভাবে হল না আইপিএল (IPL 2022) । প্রতিযোগিতায় থাবা বসাল ভাইরাস। দিল্লি ক্যাপিটালস ( Delhi Capitals) দলে করোনা আক্রান্ত মোট ৩ জন।  আইসোলেশনে গোটা দল। 
 

আইপিএল ২০২২-এ ক্রমশ বাড়ছে করোনা ভাইরাসের থাবা। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। যা উদ্বেগ বাড়াচ্ছে বিসিসিআইয়ের। কিন্তু উল্লেখযোগ্য বিষয হল এখনও পর্যন্ত একটি দলেই হানা দিয়েছে অতিনমারী ভাইরাস। আর তা হল দিল্লি ক্যাপিটালস। বিগত কয়েক দিনে একের পর আক্রান্তের খবর আসছে ঋষভ পন্থের দলের থেকে। প্রথমে আক্রান্ত হয়েছিলেন দিল্লি দলের  ফিজিও প্যাট্রিক ফারহার্ট। এরপর একদিন কাটতে না কাটতেই কোভিড রিপোর্ট পজেটিভ আসে দলের এক ম্যাসিওর। সেই সময়ই আতহ্ক ছড়িয়ে পড়েছিল গোটা দলের অন্দরে।  তবে এতদিন কোনও ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর ছিল না। কিন্তু এবার সেই আতঙ্ক আরও বাড়ল দলের এক ক্রিকেটারের কোভিড পজেটিভ হওয়ায়। 

ঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলার জন্য সোমবারই দিল্লি থেকে পুণে উড়ে যাওয়ার কথা ছিল দিল্লি ক্যাপিটালস দলের। কিন্তু তার আগেই দলের বিদেশী ক্রিকেটারের কোভিড টেস্ট রিপোর্ট পজেটিভ আসে। দিল্লি ক্যাপিটালসের ওই ক্রিকেটারের ব়্যাপিড  টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। এবার আরটিপিসিরআর পরীক্ষা হবে তাঁর। তারপরই তাঁর রিপোর্ট সম্পর্কে আরও নিশ্চিত হওয়া যাবে। ওই ক্রিকেটারের ব়্যাপিড টেস্ট পজেটিভ আসার পর আতঙ্ক ছড়িয়েছে দলের অন্দরে। আপাতত গোটা দলকেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সোমবার এবং মঙ্গলবার গোটা দলকে হোটেলের ঘরে থাকতে বলা হয়েছে। বাতিল করা হয়েছে অনুশীলনও। দু’দিনই ক্রিকেটারদের পরীক্ষা করা হবে। তার পর ম্যাচের ভবিষ্যৎ ঠিক করা হবে। কোনও দল যদি কোভিডের কারণে প্রথম একাদশ নামাতে না পারে তা হলে ম্যাচটি পরে আয়োজন করা হবে। সেটাও সম্ভব না হলে কী করা হবে, সেই সিদ্ধান্ত নেবে বোর্ড। 

Latest Videos

আরও পড়ুনঃKKR vs RR- কেকেআর বনাম রাজস্থান রয়্যালস, শ্রেয়স-সঞ্জুর দ্বৈরথে কে করবে বাজিমাত

আরও পড়ুনঃKKR vs RR- কেকেআর বনাম রাজস্থান রয়্যালস, ইতিহাস বলছে হাড্ডাহাড্ডি লড়াই, দেখ নিন পরিসখ্যান

আরও পড়ুনঃKKR vs RR- বাদ পড়তে পারে তারকা ক্রিকেটার, দলে একাধিক বদল, দেখুন রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ

প্রসঙ্গত,  ২০২০ সালে করোনার প্রথম ঢেউয়ের সময় অনির্দিষ্ট কালের জন্য স্থগিত হয়ে গিয়েছিল আইপিএল। তারপর অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপ বাতিল হওয়ার পর আরব আমিরশাহীতে বসেছিল আইপিএলের আসর। তবে সেখানেও সম্পূর্ণ  করোনা মুক্ত ভাবে প্রতিযোগিতা করা যায়নি। ২০২১ সালে ভারতের মাটিতে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সেই সময় প্রতিযোগিতার মাঝ পথে একের পর এক ক্রিকেটার ও সদস্যরা আক্রান্ত হন কোভিডে। জৈব সুরক্ষা বলয় ভেঙে যাওয়ায় প্রতিযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল বিসিসিআই। তারপর ফের টি২০ বিশ্বকাপের আগে মরু দেশে বসে আইপিএলের অর্ধেক পর্রের আসর।  সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় প্রতিযোগিতা। ২০২২-এও দেশের মাটিতে প্রতিযোগিতা শুরু হওয়ার পর যেভাবে এক এক করে আক্রান্তের সংখ্যা বাড়ায় চিন্তা বাড়ছে বোর্ডের। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today