
বৃহস্পতিবার, আইপিএল ২০২২-এর সপ্তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিল লখনউ সুপার জাযান্টস। প্রথম ম্যাচে কেকেআর-এর বিরুদ্ধে ৬ উইকেটে পরাজয়ের পর, এই ম্যাচেই জয়ের রাস্তায় ফিরতে মরিয়া আইপিএল-এর ইতিহাসের সবথেকে ধারাবাহিক দল। অন্যদিকে, একেবারে শিশু ফ্র্য়াঞ্চাইজি হিসাবে আইপিএল যাত্রা শুরুর প্রথম ম্যাচেই আরেক নতুন দল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে একেবারে শেষ ওভারে পরাজিত হয়েছে এলএসজি-ও। দুই দলের প্রথম একাদশেই হয়েছে বেশ কয়েকটি পরিবর্তন।
টসে জিতে কেএল রাহুল জানিয়েছেন, আগে বল করার সুবিধা পেলেও, দিনের শেষে তাঁদের ভালো ক্রিকেট খেলতে হবে। গত কয়েকটা খেলায় দেখা গিয়েছে, বল শেষের দিকে শিশিরে ভিজে যাচ্ছে। এছাড়া, এদিনের উইকেটে ঘাস রয়েছে, উইকেট বেশ তাজা বলে মনে করছেন এলএসজি অধিনায়ক। েই কারণেই আগে বল করার সিদ্ধান্ত নিলেন তিনি। রাহুল আরও জানিয়েছেন, শেষ খেলায় পরাজিত হতে হলেও, তা তাঁরা উপভোগ করেছেন। কারণ, দলের প্রত্যেকে তাদের লড়াকু মেজাজের পরিচয় দিয়েছে। নিজেদের দৃঢ় চরিত্র দেখিয়েছেন। যা তাদের পরাজয়ের মধ্যেও আনন্দ দিয়েছে। তবে, দলের উপর তাঁর আস্খা আছে।
অন্যদিকে, সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা জানিয়েছেন, টসে জিতলে তাঁরাও আগে বোলিং করতেন। তবে, এখন তাদের আগে ব্যাটিং করতে হবে। তাই এখন গেম প্ল্যান হল, স্কোরবোর্ডে বড় রানের স্কোর গড়া। তিনি আরও জানিয়েছেন, দলকে যেভাবে সমর্থকরা সমর্থন করে চলেছেন, তাতে তিনি ধন্য।
এদিন লখনউ সুপার জায়ান্টস দলে একটিমাত্র পরিবর্তন হয়েছে। মহসিন রাজার বদলে খেলছেন অ্যান্ড্রু টাই। অন্যদিকে, সিএসকে দলের প্রথম একাদশে এদিন ফিরে এসেছেন, গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করা মঈন আলি। এছাড়া অ্যাডাম মিলনের সাইড স্ট্রেন থাকার কারণে এদিন তিনজন বিদেশি নিয়েই খেলছে সিএসকে।
দুই দলের এদিনের প্রথম একাদশ -
চেন্নাই সুপার কিংস: ঋতুরাজ গায়কোয়াড, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা (অধিনায়ক), এমএস ধোনি (উইকেটরক্ষক), শিবম দুবে, ডোয়াইন ব্রাভো, ডোয়াইন প্রিটোরিয়াস, মুকেশ চৌধুরী, তুষার দেশপান্ডে
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এভিন লুইস, মণীশ পান্ডে, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুনাল পাণ্ডিয়া, দুষ্মন্ত চামেরা, অ্যান্ড্রু টাই, রবি বিষ্ণোই, আবেশ খান