২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022)। তার আগে ক্রিকেট প্রেমিদের (Cricket Lovers) জন্য এল সুখরবর। প্রথম পর্বে মাঠে বসে খেলা দেখতে পারবে ২৫ শতাংশ (25 percent) দর্শক।
আইপিএল ২০২২ (IPL 2022) নিয়ে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে বিসিসিআই (BCCI)। ১০ দলের আইপিএল দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। ইতিমধ্যেই হয়ে গিয়েছে আইপিএলের মেগা নিলাম পর্ব। ১০টি দলই নিলামের মাধ্যমে গুছিয়ে নিয়েছে তাদের দল। ভারতের মাটিতে যে আইপিএলে হবে সেই কথা আগেই জানিয়ে দিয়েছিল বিসিসিসিআই। মুম্বই ও পুণে তে আইপিএলের লিগ পর্বের খেলা হবে তাও নিশ্চিৎ। তবে কোয়ালিফায়ার ও ফাইনাল কোথায় হবে তা নিশ্চিৎভাবে জানায়নি বিসিসিআই। মনে করে হচ্ছে আহমেদাবাদে হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর ও ফাইনাল। তবে মাঠে বসে ক্রিকেট প্রেমিরা আইপিএলের মজা লুটতে পারবে কিনা তা নিয়ে চলছিল জল্পনা। প্রাথমিকভাবে ঠিক হয়েছে প্রথম পর্বের খেলা হবে দর্শক শূ্ন্য। তবে আইপিএল শুরুর আগে এল সুখবর। মাঠে বসেই মজা উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমিরা।
বুধবার মহারাষ্ট্র সরকারের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের বৈঠক ছিল। সেই বৈঠকেই প্রথম থেকেই মাঠে দর্শক প্রবেশের সিদ্ধান্ত নেওয়া হয়। মহারাষ্ট্র সরকার সেই অনুমতি দেয়। ২৬ মার্চ শুরু হবে এ বারের আইপিএল। শুরুর দিন থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অর্থাৎ প্রতিযোগিতার প্রথম পর্বে মাঠে বসে খেলা দেখতে পারবেন ২৫ শতাংশ দর্শক। সংশ্লিষ্ট স্টেডিয়ামের মোট দর্শক আসনের ২৫ শতাংশ আসনের টিকিট বিক্রি করা হবে। পরবর্তী সময় আরও বেশি দর্শকের জন্য খুলে দেওয়া হতে পারে স্টেডিয়ামের দরজা। তা অবশ্য নির্ভর করবে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি উন্নতির উপর। তবে পরিস্থিতির উপর বিচার করে সিদ্ধান্তের পরিবর্তনও হতে পারে বলে জানানো হয়েছে। অর্থাৎ যদি করোনা পরিস্থিতির অবনতি হয় তাহলে ফের দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করবেন মহারাষ্ট্র সরকার। তবে আপাতত দর্শক প্রবেশের অনুমতি মেলায় খুশি ক্রিকেট প্রেমিরা।
প্রসঙ্গত, আইপিএল শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে। প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ হবে। লিগ পর্যায়ের ৭০টি ম্যাচ রাখা হয়েছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই এবং পুণেতে। আইপিএল শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ মে। প্লে-অফ ও ফাইনাল মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ হবে। লিগ পর্যায়ের ৭০টি ম্যাচ রাখা হয়েছে মহারাষ্ট্রের দুই শহর মুম্বই এবং পুণেতে। প্রতিটি দল ওয়াংখেড়ে ও ডিওয়াই পাটিল স্টেডিয়ামে খেলবে ৪টি করে ম্যাচ। ৩টি করে ম্যাচ খেলবে ব্রাবোর্ন ও এমসিএ স্টেডিয়ামে। ১০টি দল ৭০টি লিগ ম্যাচের মধ্যে ১৪টি করে ম্যাচ (৭টি হোম ও ৭টি অ্যাওয়ে ভিত্তিতে) খেলবে। এরপর ৪টি প্লেঅফ ম্যাচ থাকবে। প্লে অফ ও ফাইনাল কোথায় হবে তা এখনও জানা যায়নি।