
৪ তারিখ ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka) প্রথম টেস্ট ম্য়াচ। মোহালিতে (Mohali) এই ম্যাচ ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কারণ এই ম্য়াচ বিরাট কোহলির (Virat Kohli) কেরিয়ারের শততম টেস্ট (100 Test)ম্য়াচ। বিরাটের মাইলস্টোন ম্য়াচে মাঠেও ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফলে মাঠে বসেই বিরাট কোহলির শততম ম্য়াচ দেখার সুযোগ পাচ্ছেন বিরাট ভক্ত থেকে শুরু করে ক্রিকেট সমর্থকরা। ভারতের ১২ নম্বর ক্রিকেটার হিসেবে হিসেবে এই নজির গড়তে চলেছেন বিরাট কোহলি। আর বিরাট কোহলির কেরিয়ারে স্মরণীয় ম্য়াচের আগে তাকে শুভেচ্ছা জানালেন বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)।
বিরাট কোহলিকে একদিনের দলের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর সৌরভ গঙ্গোপাধ্যায় ও বিরাট কোহলির বিরোধ ও সম্পর্কের অবনতি নিয়ে নান জল্পনা তৈরি হয়েছিল। যদিও দুজনেই প্রকাশ্যে এই বিষয় নিয়ে কোনও মন্তব্য করেননি। শুক্রবার বিরাট কোহলি শততম টেস্ট খেলার আগে সৌরভ গঙ্গোপাধ্যায় তাকে শুভেচ্ছা জানিয়ে বললেন,‘এরকম জায়গায় পৌঁছতে ভালো ক্রিকেটার হতেই হবে। ভারতীয় ক্রিকেটে খুব কমজন-ই ১০০ টেস্ট খেলেছেন। এটা একটা বড়সড় ল্যান্ডমার্ক হতে চলেছে। বিরাট একজন গ্রেট ক্রিকেটার। এই সম্মানের পুরোপুরি যোগ্য ও।’বিরাট কোহলি যে খুব তাড়াতাড়ি নিজের চেনা ছন্দে ফিরবেন সেই কথাও জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট। তিনি বলেছেন,‘কীভাবে শতরান করতে হয়, সেটা ও ভালোই জানে। তা নাহলে ওঁর নামের পাশে ৭০টা সেঞ্চুরি থাকত না। একজন প্রাক্তন ক্রিকেটার হিসেবে বলতে পারি, ও শীঘ্রই রান করা শুরু করবে। সেই দক্ষতা ওঁর রয়েছে, স্রেফ সময়ের অপেক্ষা এই যা!’
সচিন তেন্ডুলকরের সঙ্গে বিরাট কোহলির তুলনা নিয়ে বলতে গিয়ে সৌরভ বলেছেন,'ওরা দুই প্রজন্মের ক্রিকেটার। তাই দুজনের তুলনা করা সঠিক নয়। তবে টেস্ট ও সীমিত ওভারের ক্রিকেট, বিরাট কিন্তু সব জায়গায় দুরন্ত ব্যাটিং করে। ওর টেকনিক, ইতিবাচক মানসিকতা, বডি ব্যালান্স দেখার মতো বিষয়। ২০১৪ সালে ইংল্যান্ড সফরে বিরাট ব্যর্থ হয়েছিল। তবে ব্যর্থতাকে শিক্ষা নিয়ে ও এগিয়ে চলেছে। এখন ওর ব্যাটিং দেখে রাহুল দ্রাবিড়ের কথা মনে পরে যায়। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত রাহুল স্বপ্নের ফর্মে ছিল।' খবিরাটের কেরিয়ার যেন আরও দীর্ঘায়িত হয় সেই শুভেচ্ছাও জানিয়েছেন সৌরভ। বলেছেন,'আমি বিরাটের সঙ্গে খেলিনি। তবে ওর ব্যাটিং সবসময় মন দিয়ে দেখেছি। বিরাটকে ওর কেরিয়ারের শুরু থেকে দেখেছি। একজন প্রতিভাবান থেকে ও নিজেকে লেজেন্ডের পর্যায়ে নিয়ে গিয়েছে। তাই আমি চাই ওর কেরিয়ার দীর্ঘায়িত হোক।'
আরও পড়ুনঃখারাপ সময় অব্যাহত বিরাট কোহলির, টি২০ ব়্যাঙ্কিংয়ে জায়গা হল না প্রথম দশে
আরও পড়ুনঃআইসিসি মহিলা বিশ্বকাপ সম্পর্কে ১০টি অজানা তথ্য, যা জানতেই হবে আপনাকে