আইপিএলের (IPL) নিলাম হয়ে গেলেও আইপিএল ২০২২ (IPL 2022) কোথায় আয়োজিত হবে তা নিয়ে এতদিন ছিল জল্পনা। তবে সবকিছুর অবসান ঘটিয়ে ভারতের মাটিতে বসতে চলেছে আইপিএলের আসর। খুব শীঘ্রই সূচি ঘোষণা করতে চলেছে বিসিসিআই (BCCI)। তার আগে আভাস পাওয়া গেল কোন মাঠে হতে পারে কটি ম্য়াচ।
আইপিএল ২০২২ (IPL 2022) নিয়ে জোর কদমে প্রস্তুতি চালাচ্ছে বিসিসিআই (BCCI)। ১০ দলের আইপিএল দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। ইতিমধ্যেই হয়ে গিয়েছে আইপিএলের মেগা নিলাম পর্ব। ১০টি দলই নিলামের মাধ্যমে গুছিয়ে নিয়েছে তাদের দল। ২০২০ সালে পুরো আইপিএল ও ২০২১ সালে অর্ধেক আইপিএল আরব আমিরশাহিতে আয়োজিত হলেও বিসিসিআইকে এমিরেটস ক্রিকেট বোর্ডকে বিপূল টাকা দিতে হয়। যা দিতে এবার খুব একটা রাজি ছিল না সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহরা। দেশের মাটিতে আইপিএল হলে বোর্ডের লাভও অনেক বেশি। তবে আইপিএল ২০২২ প্রথম থেকেই দেশের মাটিতে আয়োজন করতে বদ্ধপরিকর ছিল বিসিসিআই। সরকারিভাবে ঘোষণা না হলেও জানা যাচ্ছে আইপিএলের কোন মাঠে কটি করে ম্য়াচ হতে চলেছে।
আইপিএল ২০২২ যে দেশের মাটিতে হবে তা নিশ্চিৎ। তবে করোনা আবহে দেশের মাটিতে কোন মাঠে কটি করে ম্য়াচ হবে তা জানার কৌতহল ছিল ক্রিকেট প্রেমিদের মধ্যে। একটি সর্বভারতীয় ক্রীড়া সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী,আইপিএলের ৫৫টি ম্যাচ হতে পারে মুম্বইয়ে (Mumbai)। আর ১৫টি ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে পুণেতে (Pune)। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম, ব্র্যাবোর্ন স্টেডিয়াম এবং ডিওয়াই পাটিল স্টেডিয়াম - এই তিনটি ভেন্যুতে ৫৫টি ম্যাচ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এবং পুণের এমসিএ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আরও ১৫টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে বলে খবর। আরও জানা গিয়েছে, সমস্ত দল ওয়াংখেড়ে এবং ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চারটি করে এবং ব্র্যাবোর্ন ও পুণেতে তিনটি করে ম্যাচ খেলতে পারে। তবে প্লে অফের ম্য়াচগুলি ও ফাইনাল কোথায় হবে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে সেই ম্য়াচ গুলি হতে পারে আহমেদাবাদে। ২৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার আইপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তবে এখনও পর্যন্ত যা খবর তাতে আইপিএল শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ২৭ মার্চ। বিসিসিআঅ কর্তৃপক্ষ চাইছে ২৭ মার্চ রবিরা থেকে প্রতিযোগিতা শুরু করতে। কিন্তু সম্প্রচারকারী সংস্থা চাইছে ২৬ মার্চ শনিবার থেকে প্রতিযোগিতা শুরু করতে। দু পক্ষের মধ্যে এই নিয়ে আলোচনা চলছে। শুরুর দিনক্ষণ নিয়ে জটিলতা কাটলেই আইপিএল ২০২২-এর সূচি ঘোষণা করে দেওয়া হবে। তবে ২৭ ও ২৮ মার্চ যেই দিনই শুরুর হোকনা আইপিএল শেষ করতে হবে২৯ মে-র মধ্যে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে ২৮ মে হতে পারে আইপিএলের ফাইনাল। এবার শুধু আইপিএলের চূড়ান্ত সূচি ঘোষণার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।