
আইপিএল ২০২২-এর মেগা ম্য়াচে বৃহস্পতিবার মুখোমুখি হতে চলেছে প্রতিযোগিতার ইতিহাসে দুই চিরপ্রতীদ্বন্দ্বী দল মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। ট্রফি জয়ের দিক থেকেও সবথেকে সফল রোহিত শর্মা ও এমএস ধোনির দল। ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই, চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই। কিন্তু এবারের আইপিএল খুব একটা ভালো যায়নি দুই দলের কাছেই। ইতিমধ্যেই শেষ চারের দৌড় থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আর চেন্নাই সুপার কিংসের ভাগ্য ঝুলছে সরু সুতোর উপর। বর্তমানে ১১ ম্য়াচ খেলে ২টি জয় ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের একেবারে শেষে দশম স্থানে রয়েছে মুম্বই। অপরদিকে ১১টি ম্য়াচে ৪টি জিতে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বর রয়েছে সিএসকে। প্রথম পর্বের সাক্ষাতে সিএসককে হারিয়েছিল মুম্বইকে। আজকের ম্য়াচ জিতে এক দিকে নিজেদের শেষ চারের ওঠার ক্ষীণ আশা টিকিয়ে রাখতে মরিয়া চেন্নাই। অপরদিকে, সম্মানরক্ষার ম্য়াচে প্রথম পর্বের হারের বদলা নেওয়াই লক্ষ্য মুম্বইয়ের।
জয় পেতে মরিয়া সিএসকে-
এমএস ধোনি দলের দায়িত্ব নেওয়ার পর শেষ ৩ ম্য়াচে ২টি জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। খুব কঠিন হলেও অঙ্কের বিচারে এখনও শেষ চারে যাওয়ার সুযোগ রয়েছে সিএসকের। শেষ ম্য়াচে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় পেয়েছে চেন্নাই। ব্য়াটিং-বোলিং সব বিভাগেই দারুণ পারফর্ম করেছিল দল। রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, শিবম দুবে, এমএস ধোনিরা ব্য়াট হাতে রানের মধ্যে থাকায় স্বস্তিতে রয়েছে টিম ম্য়ানেজমেন্ট। মইন আলিও ভালো পারফর্ম করছে। বল হাতেও দুরন্ত ছন্দে রয়েছে মুকেশ চৌধুরী, সিমারজিৎ সিং, মাহেশ থিকসানা, ডোয়াইন ব্রাভো, মইন আলিরা। ব্য়াট হাতেও রানে ফিরতে মরিয়া মইন। সব মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী চেন্নাই সুপার কিংস।
লড়াই দিতে প্রস্তুত মুম্বই-
গুজরাট টাইটানসের বিরুদ্ধে দুরন্ত জয় পেলেও কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। ১৬৫ রান তাড়া করতে গিয়ে ব্য়াটিং ভারাডুবির সম্মুখীন হতে হয়েছিল রোহিত শর্মার দলকে। ইশান কিশানের ফর্মে ফেরা দলের কাছে স্বস্তির হলেও, রোহিত শর্মা এখনও ধারাবাহিকতার এভাবে ভুগছেন। ই ফর্ম তিলক ভার্মাও গত ম্য়াচে রান পাননি। টিম ডেভিড, কায়রন পোলার্ডরাও ব্যর্থ হয়েছিলেন। সূর্যকুমার যাদব চোটের কারণে ছিটকে যাওয়ায় সমস্যা আরও বেড়েছে মুম্বইয়ের। তবে বোলিং লাইনআপে গত ম্য়াচে ৫ উইকেট নিয়ে দুরন্ত পারফর্ম করেছেন জসপ্রীত বুমরা। এছাড়াও কুমার কার্তিকে ও মুরগান অশ্বিনরাও ছন্দে রয়েছেন। সিএসকের বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত মুম্বই।
পিচ রিপোর্ট-
মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানকার উইকেট ব্য়াটিংয়ের জন্য ভালো। তবে স্পিনাররা কিছুটা সাহায্য পাবে। দ্বিতীয় ব্যাটিংয়ের সময় শিশিরের একটা বড় ভূমিকা থাকবে। ফলে রান চেজ করা সময় উইকেট ব্যাটসম্য়ানদের আরও সহায়ক হয়ে উঠবে। সমস্যা হবে বোলারদের। ফলে ডিউ সমস্যার বিষয়টি মাথায় রাখতে হবে দুই অধিনায়ককে। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্তকে সঠিক মনে করা হচ্ছে।
ম্যাচ প্রেডিকশন-
রোহিত শর্মা ও এমএস ধোনি দুই দলেই একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলতে ম্যাচের রং বদলে দিতে পারে। খাতায় কলমে দুই দলের শক্তি-দুর্বলতা-ভারসাম্য ও গভীরতার বিচার করলে দুই দল মোটামুটি একই জায়গায় রয়েছে। সাম্প্রতিক ফর্মেও এগিয়ে চেন্নাই সুপার কিংস। আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তবে রোহিত বনাম ধোনির দ্বৈরথে ফের একবার এমএসডি বাজিমাত করবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃবলিউড স্টারের সঙ্গে সানিয়া মির্জার প্রেম, গিয়েছিলেন হোটেল রুমে, ফাঁস করেছিলেন এক ওয়েটার
আরও পড়ুনঃকোন অঙ্কে এখনও প্লে অফে যেতে পারবে কেকেআর, জেনে নিন কী করতে হবে নাইটদের