আইপিএল ২০২২ (IPL 2022) -এ মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (MI vs RCB)। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্য ফাফ ডুপ্লেসির দল। প্রথম জয়ের খোঁজে রোহিত শর্মা ব্রিগেড।
আইপিএল ২০২২-এর সুপার স্যাটারডের দ্বিতীয় ও প্রতিযোগিতার ১৮তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স। পুণের মহারাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে দুই দল। প্রতিযোগিতায় ৩ ম্য়াচে দুটি জয় পেয়ে এখনও পর্যন্ত ভালো জায়গায় রয়েছে ফাফ ডুপ্লেসির দল। আজকের ম্যাচ জিতে জয়ের হ্য়াটট্রিক করতে বদ্ধপরিকর ডুপ্লেসি, বিরাট কোহলিরা। অপরদিকে চিত্রটা পুরো আলাদা। টানা তিন ম্যাচ হেরে হারের হ্যাটট্রিক করে ফেলেছে রোহিত শর্মার দল। আজকের ম্যাচে জয়ে ফেরাই এক মাত্র লক্ষ্য ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের।
জয়ের অভ্যাস ধরে রাখতে মরিয়া আরসিবি-
প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হার দিয়ে আইপিএল মরসুমটা শুরু করলেও, পরের দুই ম্যাচে কেকেআর ও রাজস্থান রয়্যালসের মত শক্তিশালী দলকে হারিয়ে দুরন্ত কামব্যাক করেছে রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোর। আত্মবিশ্বাসে ভরপুর এখন গোটা দল। ফাফ ডুপ্লেসি, অনুজ রাওয়াত, শাহবাজ আহমেদ,দীনেশ কার্তিকদের ব্য়াট হাতে ফর্ম দলের চিন্তা কমিয়েছে। ব্যাট হাতে ছন্দে ফিরতে মরিয়া বিরাট কোহলিও। মুম্বইয়ের বিরুদ্ধে দলে ফিরতে চলেছে গ্লেন ম্যাক্সওয়েল। ফলে ব্যাটিং বিভাগের শক্তি আরও বাড়বে। সঙ্গে পার্ট টাইম অফ স্পিন। বোলিং বিভাগে মহম্মদ সিরাজ, আকাশ দীপদের ধারাবাহকতার অভাব একটু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। তবে ওয়ানিন্দু হাসরাঙ্গা, হার্শল প্যাটেল, ডেভিড উইলিরা ভালো বোলিং করছেন। সব মিলিয়ে জয়ের হ্যাটট্রিক করে লিগ টেবিলের উপর ওঠাই লক্ষ্য আরসিবির।
প্রথম জয়ের খোঁজে মুম্বই ইন্ডিয়ান্স-
আইপিএলের শুরুটা একেবারেই ভালো হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। প্রতিযোগিতার প্রথম ৩ ম্য়াচে হারের মুখ এর কবে দেখতে হয়েছে ৫ বারের আইপিএল চ্য়াম্পিয়নদের তা মনে করা কঠিন। দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালস, কেকেআরের বিরুদ্ধে হারের পর এদিনের ম্যাচে যেন তেন প্রকারে প্রথম জয় চাইছে মুম্বই। তবে দলের ব্যাটিং ও বোলিং লাইনের ফর্ম নিয়ে চিন্তা রয়েছে টিম ম্যানেজমেন্টর। ইশান কিশান ও তিলক ভার্মা ফর্মে রয়েছে, গত ম্যাচে দলে ফিরে অনবদ্য ব্যাটং করেছেন সূর্কুমার যাদব। কিন্তু প্রথম ম্যাচের পর রান নেই রোহিত শর্মার ব্যাটে। বোলিং লাইনে জসপ্রীত বুমরা ও মুরগান অশ্বিন ছাড়া ধারাবাহিকতার অভাব রয়েছে । অনুশীলনে ভুল-ত্রুটি শুধরে জয়ে আরসিবির বিরুদ্ধে এবারের আইপিএলের প্রথম জয় পেতে মরিয়া মুম্বই ইন্ডিয়ান্স।
পিচ রিপোর্ট-
শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ অনুষ্ঠিত হবে মহারাষ্ট্র ক্রিকেট অ্য়াসোসিয়েশন স্টেডিয়াম অর্থাৎ পুণেতে। এখানকার পিচও লাল মাটির। ব্যাটসম্য়ানরা সাহায্য পাওয়ার পাশাপাশি এই মাঠে স্পিনাররাও বাড়তি সাহায্য পেয়ে থাকে। রাতের দিকে কুয়াশার সমস্যাটিও মাথায় রাখতে হবে দুই দলকে। তবে হাইস্কোরিং ম্য়াচ হওয়ার সম্ভাবনা বেশি।
ম্য়াচ প্রেডিকশন-
আরসিবি বনাম মুম্বই দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। তবে এবার আইপিএলে দুই দলের ব্য়াটিং-বোলিং বিভাগের সার্বিক শক্তির তুলনা করলে মুম্বইয়ের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে আরসিবি। টস গুরুত্বপূর্ণ বিষয় হলেও, আজকের ম্যাচে ফাফ ডুপ্লেসি, বিরাট কোহলিদের পক্ষেই বাজি ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।