বাবা হলেন রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals)তারকা ক্রিকেটার শিমরন হেটমায়ার Shimron Hetmyer)। সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছবি শেয়ার করলেন ক্যারেবিয়ান তারকা। শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হেটমায়ার ও তার স্ত্রী।
স্ত্রী নির্ভানি উমরাও সন্তানসম্ভবা আগেই ছিলেন। শীঘ্রই আসতে চলেছে পরিবারে নতুন অতিথি। সেই খবর পেয়েই স্ত্রীর পাশে থাকতে আইপিএলের বায়ো বাবল থেকে বেরিয়ে দেশে ফিরেছিলেন রাজস্থান রয়্যালসের তারকা ব্য়াটসম্য়ান শিমরম হেটমায়ার। আর দেশে ফিরেই সকলকে সুখবর দিলেন ক্যারেবিয়ান তারকা। প্রথম সন্তানের বাবা হলেন ক্যারেবিয়ান তারকা। ওয়েস্ট ইন্ডিজের এই খেলোয়াড় তার ইনস্টাগ্রাম স্টোরিতে তার সন্তানের সাথে একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে তিনি তার সন্তানকে কোলে তুলে নিয়েছেন এবং শিশুটিকে আদর করছেন। এই ছবিটি শেয়ার করে তিনি তার সন্তানকে পৃথিবীতে স্বাগত জানিয়েছেন এবং তার স্ত্রীর জন্য লিখেছেন যে তিনি তাকে খুব ভালোবাসেন।
বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই শুভেচ্ছার জোয়ারে ভাসছে তারকা ক্রিকেটার। রাজস্থান রয়্যালসের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে ক্যারেবিয়ান তারকা ক্রিকেটারকে। তাদের দলের নতুন অতিথিকে স্বাগত জানিয়েছে রাজস্থান রয়্যালস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে তাদের ক্রিকেটাররকে। একটি ভিডিও শেয়ার করেছে ক্যারেবিয়ান ক্রিকেট বোর্ড। সেখানে ব্য়াকগ্রাউন্ডে হিন্দি গানের সঙ্গে সন্তানকে আদর করতে দেখা যায় শিমরন হেটমায়ারকে। রাজস্থান রয়্যালসও শেয়ার করেছে সেই ভিডিও। ভিডিও সোশ্যাল মিডিয়ায় মিডিয়ায় মুহূর্তে ঝড় তুলেছে। হেটমায়ারের ফ্যান ফলোয়ার্সরাও শুভেচ্ছা জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারকে। জাতীয় দল ও আইপিএল দলের বর্তমান ও প্রাক্তন সতীর্থরাও শুভেচ্ছা জানিয়েছেন হেটমায়ারকে।
প্রসঙ্গত,২০১৯ সালে হেটমায়ার তার বান্ধবী উমরাও নির্ভানির সাথে ক্রিসমাসের দিনে বাগদান সেরেছিলেন শিমরন হেটমায়ার। এরপর ২০২০ সালের ১৭ মার্চ তিনি বিয়ে করেন। হেটমায়ার এবং উমরাও দীর্ঘদিন ধরে সম্পর্কে ছিলেন। দুজনেই তাদের সম্পর্ক কখনোই গোপন করেননি এবং সবসময়ই তাদের সম্পর্ক নিয়ে আলোচনায় রয়েছেন। ওয়েস্ট দলের তারকা ক্রিকেটার হওয়ার পাশাপাশি আইপিএলেও যথেষ্ট নামডাক রয়েছে শিমরন হেটমায়ারের। আইপিএল ২০২২-এ ব্যাট হাতে দুরন্ত ফর্মে রয়েছেন ক্যারেবিয়ান তারকা। রাজস্থান রয়্যালস দলের লোয়ার মিডিল অর্ডারে সেরা হার্ড হিটার শিমরন হেটমায়ার। এ বারের আইপিএলে ১১টি ম্যাচে ২৯১ রান করেছেন এই ক্যারিবিয়ান ব্যাটার। গড় ৭২.৭৫। শেষ ম্য়াচে পঞ্জা কিংসের বিরুদ্ধে ১৬ বলে ৩১ রানের মারকাটারি ইনিংস খেলেন তিনি। রাজস্থানের প্লে অফে ওঠা প্রায় নিশ্চিৎ হয়ে গিয়েছে। আর দলের এই সাফল্যে বড় ভূমিকা ছলি শিমরন হেটমায়ারের। প্লে অফের আগে ফের তাকে দলে পাওয়ার অপেক্ষায় রাজস্থান দল থেকে ফ্যানেরা।
আরও পড়ুনঃকোন অঙ্কে এখনও প্লে অফে যেতে পারবে কেকেআর, জেনে নিন কী করতে হবে নাইটদের