পরপর শূন্যের আতঙ্ক কাটিয়ে কী রানে ফিরতে পারবেন বিরাট কোহলি, কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা

আইপিএল ২০২২ (IPL 2022) -এব্য়াট হাতে একেবারেই ফর্মে নেই বিরাট কোহলি (Virat Kohli)। শেষ ২ ম্য়াচে শূন্য করে গড়ছেন একের পর এক লজ্জার রেকর্ড। তাই এবার কোহলিকে পাশে দাঁড়ালেন দেশ-বিদশের প্রাক্তন ক্রিকেটাররা।

বিগত সাত মাসে একে একে হারিয়ে ভারতীয় ক্রিকেট দলের সব ফর্ম্য়াটের অধিনায়কত্ব। গতবার আইপিএলের পরই জানিয়ে দিয়েছিলেন আরসিবির অধিনায়কত্ ছাড়া কথাও। আন্তর্জাতিক ক্রিকেট হোক ও আইপিএল বিগত কয়েক মাসে বিরাট কোহলিকে ব্য়াট হাতে একেবারেই নিজের চেনা ছন্দে পাওয়া যায়নি। আইপিএল ২০২২-এ বিরাট কোহলি ৮ ম্য়াচে করেছেন মাত্র ১১৯ রান। তারমধ্যে শেষ দুটি ম্য়াচে পরপর শূন্য। আউট হয়েছেন প্রথম বলেই। যা তার আইপিএল কেরিয়ারের প্রথমবার। ফলে  বিরাটকে কেরিয়ারের এর থেকে খারাপ অবস্থার সম্মুখীন এর আগে হতে হয়নি। এই পরিস্থিতিতে আজ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলতে নামবে আরসিবি। আরও একবার সকলের নজর থাকবে বিরাটের ব্য়াটের উপর। ফলে বিশাল চাপ নিয়েই ব্য়াট করতে নামতে হবে কোহলিকে। এই পরিস্থিতিতে কী করতে হবে বিরাটকে, কোথায় হচ্ছে সমস্যা, তা বাতলে দিয়েছেন একের পর এক প্রাক্তন তারকা ক্রিকেটাররা।

Latest Videos

বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে প্রাক্তন কিউই অধিনায়ক তথা আরসিবিকে বিরাটের প্রাক্তন সতীর্থ ড্যানিয়েল ভেত্তোরি জানিয়েছেন,'এই পরিস্থিতিতে বিরাট ওর কাছের বন্ধুদের সঙ্গে কথা বলুক। যার কাছে ক্রিকেট শিখেছে, তার সঙ্গে আলোচনা করুক। এটা কোনও বড় সমস্যা নয়। ওকে কিছুটা ফাঁকা জায়গা দেওয়া হোক। নিজেকে নিয়ে চিন্তা করার সময় দেওয়া হোক। তা হলেই অনেক সমস্যা মিটে যাবে।' ইংল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন মনে করেন,'পৃথিবীর সেরা ক্রিকেটারেরা এ রকম পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে। বিরাট আলাদা কেউ নয়। আবার ফিরেও এসেছে। বিরাটও ছন্দে ফিরবে।' লাগাতার অফ ফর্মের পর বিরাটের আত্মবিশ্বাসের কিছুটা ঘাটতি হয়েছে ও  তা শীঘ্রই কেটে যাবে বলে  মনে করেন ব্রিটিশ তারকা। বিরাট কোহলির পাশে দাঁড়িয়ছেব সুনীল গাভাসকরও। তিনি বলেছেন,'কোনও ব্যাটার যদি ১০-১২ বল খেলে, তখন বোঝা যায় তার পা নড়াচড়া করছে কি না। কিন্তু কেউ পরপর দু’টি ম্যাচে প্রথম বলে আউট হয়ে যাওয়া মানে সে চিন্তিত, উদ্বিগ্ন হতে শুরু করেছে। কোনও ব্যাটার যদি ১০-১২ বল খেলে, তখন বোঝা যায় তার পা নড়াচড়া করছে কি না। কিন্তু কেউ পরপর দু’টি ম্যাচে প্রথম বলে আউট হয়ে যাওয়া মানে সে চিন্তিত, উদ্বিগ্ন হতে শুরু করেছে।'

ভারতীয় দলের কোচ থাকাকালীন বিরাট কোহলির সঙ্গে রবি শাস্ত্রীর সুসম্পর্কের কথা সকলের জানা। একাধিকবার রবি শাস্ত্রীর হয়ে ব্যাট ধরেছেন বিরাট কোহলি, অপরদিকে বিরাটের পাশে বারবার দাঁড়িয়েছেন শাস্ত্রী। বর্তমানে বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে চিন্তিত রবি শাস্ত্রী।  বিরাট কোহলিকে ফর্মে ফেরানোর জন্য তিনি বলেছেন,'কোচ হিসাবে দলের ক্রিকেটারদের ভাল-মন্দের খেয়াল রাখতে হয়। তাদের সঙ্গে বন্ধুর মতো মিশতে হয়। যদি কোনও ক্রিকেটারকে জোর করে কিছু করানো হয় তা হলে ধীরে ধীরে তার মাথায় প্রভাব পড়ে। আমাদের সে দিকে খেয়াল রাখা উচিত। কোহলীর দিকে নজর দেওয়া হচ্ছে না। যদি কারও বিশ্রাম দরকার তো সেটা কোহলী। জৈবদুর্গে থেকে টানা ক্রিকেট খেলা মোটেই সহজ নয়। এখনও জাতীয় দলের হয়ে ৬-৭ বছর খেলতে পারবে ও। কিন্তু সেটা এ ভাবে হবে না। কোহলীর মাথা কাজ করছে না। এই পরিস্থিতিতে খেলতে থাকলে ওর খেলা আরও খারাপ হবে। ওর ছুটি দরকার'। ফলে বিরাটের অফ ফর্ম নিয়ে চিন্তিত সকলেই। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তার ব্য়াট থেকে একটা ভালো ইনিংস দেখার অপেক্ষায় সকলেই। 

আরও পড়ুনঃবিয়ের আগেই কী কোনও সমস্যা, হঠাৎ কেন ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত রাহুল-আথিয়ার

আরও পড়ুনঃকবে বলিউডে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে সারা তেন্ডুলকরের, কী জানালেন সচিন কন্যা

আরও পড়ুনঃধোনির বউ বেশি শিক্ষিত না কোহলির, রোহিতের স্ত্রীও কম না, জানুন ১০ ভারতীয় ক্রিকেটারদের বউদের শিক্ষাগত যোগ্যতা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘সরকারকে প্রশ্ন করলেই সরকার উলঙ্গ হয়ে যাবে!’ বক্তব্য রাখতে না দেওয়ায় বিস্ফোরক Sajal Ghosh
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
‘অনেকদিন পর কেষ্টদা ফিরেছে তাই একটু বিশৃঙ্খলা হচ্ছে’ অদ্ভুত ব্যাখ্যা Satabdi-র! | Satabdi Roy News
‘এমন কোনো জায়গা নেই যেখানে TMC টাকা তুলছে না’ Mamata-কে চরম তুলোধোনা Suvendu-র
'মোদী বাংলার কৃষকদের একটা পয়সাও দেয় না' বিতর্কিত মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)