আইপিএলে ব্য়াটে রান নেই রোহিত শর্না-বিরাট কোহলির, দুই তারকাকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী সুনীল গাভাসকরের

আইপিএল ২০২২ (IPL 2022) -এ ব্য়াট হাতে রানের খরা বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)। এই বিষয়ে এবার মুখ খুললেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। জানিয়ে দিলেন দুই তারকা ক্রিকেটারের ভবিষ্যৎ।
 

Sudip Paul | Published : Apr 22, 2022 2:45 PM IST

আইপিএল ২০২২-এ একেবারেই নিজেদের চেনা ছন্দে নেই ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের দুই সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি ও রোহিত শর্মা। একদিকে অধিনায়কত্ব ছাড়লেও আরসিবির হয়ে ব্য়াট হাতে রানের খরা অব্যাহত। স্বস্তি শুধু এটুকুই বিরাট রান না করলেও দল ৫টি ম্য়াচ জিতে ভালো জায়গায় রয়েছে। রোহিত শর্মার ক্ষেত্রে তো বিষয়টি আরও চাপের। কারণ একদিকে ব্যাট হাতে রানের খরা। অপরদিকে অধিনায়ক হিসেবে ৭টি ম্যাচ কেটে গেলেও এখনও দলকে প্রথম জয়ের স্বাদ এনে দিতে পারেননি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক। আইপিএলের ইতিহাসে প্রথমবার কোনও দল মরসুমের প্রথম সাতটি ম্য়াচ হারের লজ্জার রেকর্ড গড়েছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ফলে বিরাট কোহলি ও রোহিত শর্মার উপর চাপ ক্রমশ বাড়ছে। এই পরিসস্থিতিতে দুই বর্তমান কিংবদন্তীর হয়ে ব্যাট ধরলেন প্রাক্তন কিংবদন্তী সুনীল গাভাসকর।

সুনীল গাভাসকর মনে করেন বিরাট কোহলি, রোহিত শর্মার মত ব্যাটসম্যানরা রাজার মতই ফের ফর্মে ফিরবেন। এটা শুধু সাময়িক ব্যর্থতা মাত্র মনে করেন সানি। রোহিত শর্মা ও মুম্বই ইন্ডিয়ান্স টিম সম্পর্কে সুনীল গাভাসকর বলেছেন,'মুম্বই চ্যাম্পিয়ন দল। সেই দল এমন পারফরম্যান্স করলেও লোকজন তো নেতিবাচক আলোচনা করবেই। পাঁচবারের জয়ী দল সাত ম্যাচে লাগাতার হেরে গেলে কথা তো উঠবেই। মূলত ব্যাটারদের ব্যর্থতার জন্যই দলের এমন বেহাল অবস্থা। রোহিতকে আরও দায়িত্ব নেওয়া উচিত ছিল। তবে আমার মতে এত চাপ নেওয়ার কোনও মানে হয় না। রোহিতের মতো ব্যাটার একটা বড় রান করলেই সব ঠিক হয়ে যাবে।' পাশাপাশি বিরাট কোহলি প্রসঙ্গে সানি বলেছেন,'বিরাটের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। পরবর্তী ম্যাচে ভুল না করলে বিরাট আবার বড় রান করতেই পারে। সেটা দেখার অপেক্ষায় আমরা সবাই রয়েছি।'

Latest Videos

আরও পড়ুনঃআরও এক সম্পর্ক ভাঙল হাসিন জাহানের, ফের কী কাণ্ড ঘটালেন মহম্মদ শামির বউ

আরও পড়ুনঃসবথেকে বেশি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছেন কোন ক্রিকেটাররা, তালিকায় ৩ জন ভারতীয়

আরও পড়ুনঃআরও এক সম্পর্ক ভাঙল হাসিন জাহানের, ফের কী কাণ্ড ঘটালেন মহম্মদ শামির বউ

প্রসঙ্গত, এখনও পর্যন্ত আইপিএব ২০২২-এর সাতটি ম্যাচে রোহিক শর্মার ঝুলিতে মাত্র ১১৪ রান রয়েছে। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৪১ রান করেছিলেন রোহিত। তবে এরপর বাকি ছয় ম্যাচে ১০,৩,  ২৬, ২৮, ৬ ও ০।  একেবারেই বড় রান করতে পারেননি তিনি। অপরদিকে বিরাট কোহলি আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান স্কোরারে এবারের আইপিএল সবথেক বাজে গিয়েছে। সাত ম্যাচে এখনও পর্যন্ত বিরাটের ব্যাট থেকে ১১৯ রান এসেছে। তাঁর ব্যাট থেকে একটিও অর্ধ-শতরান আসেনি। সর্বোচ্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৮ রান। ফলে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটে বড় রান দেখার অপেক্ষায় রয়েছেন দেশ তথা বিশ্ব জুড়ে তাদের ভক্তরা। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman