রাহুলের লখনউ না উইলিয়ামসনের হায়দরবাদ, মেগা ম্যাচে কে করবে বাজিমাত

Published : Apr 04, 2022, 12:10 PM IST
রাহুলের লখনউ না উইলিয়ামসনের হায়দরবাদ, মেগা ম্যাচে কে করবে বাজিমাত

সংক্ষিপ্ত

আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে আজ মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টস (SRH vs LSG)। জয়ের ধারা ধরে রাখা লক্ষ্য কেএল রাহুলের দলের। মরসুমের প্রথম জয়ের খোঁজে কেন উইলিয়ামসনের দল। 

আইপিএল ২০২২-এর গুরুত্বপূর্ণ ম্য়াচে আজ মুখোমুখি হতে চলেছে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। এবার আইপপিএলে এখনও পর্যন্ত দুটি ম্য়াচ খেলেছে কেএল রাহুলের দল। প্রথম ম্য়াচে গুজরাট টাইটানসের বিরুদ্ধে হারলেও, দ্বিতীয় ম্যাচে সিএসকের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে লখনউ সুপার জায়ান্টস। অপরদিকে, আইপিএলের শুরুতে প্রথম ম্য়াচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় ব্যবধানে হারতে হয়েছিল কেন উইলিয়ামসনের দলকে। ফলে আজকের ম্য়াচে একদিকে যেখানে জয়ে ফিরতে মরিয়া সানরাইজার্স হায়দরাবাদ ও অপরদিকে জয়ের ধারা ধরে রাখাই লক্ষ্য লক্ষ্য লখনউয়ের। মুম্বই ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

লখনউয়ের লক্ষ্য দ্বিতীয় জয়-
গুজরাট টাইটানসের বিরুদ্ধে প্রথম ম্য়াচে লড়াই করেও হারের মুখ দেখতে হয়েছিল লখনউ সুপার জায়ান্টসকে। কিন্তু সিএসকের বিরুদ্ধে ২১০ রানের বিশাল টার্গেট তাড়া করে জয়ে ফেরে কেএল রাহুলের দল। দ্বিতীয় কেএল রাহুল, কুইন্টন ডিকক, ইভিন লুইসদের রানে ফেরা স্বস্তি দিয়েছে লখনউ টিম ম্যানেজমেন্টক। দুরন্ত ছন্দে রয়েছে আয়ূশ বাদোনি ও দীপক হুডাও। মণীশ পাণ্ডে রানে ফেরার অপেক্ষায় দল। তবে বোলিং লাই নিয়ে চিন্তা রয়েছে। কারণ সিএসকের বিরুদ্ধে ২১০ রান খরচ করেচে আভেশ খান, দুষ্মান্তা চামিরা, অ্যান্ড্রু টাই, ক্রুণাল পাণ্ডিয়ারা। একমাত্র সফল ছিলেন রববি বিষ্ণোই। অনুশীলনে বোলারদের নিয়ে বাড়তি সময় কাটিয়েছেন বোলিং কোচ। আজকের ম্য়াচে ছন্দে ফিরতে বদ্ধপরিকর লখনউয়ের বোলিং লাইন। 

 

 

জয়ে ফেরাই লক্ষ্য সানরাইজার্সের-
যে ব্যর্থতা গত বছর ছিল, সেই একই ছবি সানরাইজার্সের হায়দরাবাদের লক্ষ্য করা গেল এবছরের শুরুতেও। প্রথম ম্যাচে ব্য়র্থ বোলিং-ব্যাটিং সব বিভাগ। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ভুবনেশ্বর কুমার রোমারিও শেফার্ডরা কিছুটা ছন্দে থাকলেও, একেবারেই ফর্মে ছিলেন ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, উমরান মালিকরা। ব্য়াটিং লাইনআপেও টপ অর্জার পুরোপুরি ফেল করেছিল। কেন উইলিয়ামসন, রাহুল ত্রিপাঠি, নিকোলাস পুরান, অভিষেক শর্মারা কেউ ১০ রানের গণ্ডী টপকাতে পারেনি। একমাত্র আইডেন মার্করাম অর্ধশতরান করেছিলেন। ব্য়াট হাতে ছন্দে পাওয়া গিয়েছে রোমারিও শেফার্ড ও ওয়াশিংটন সুন্দরকে। আজকের ম্যাচে ভুল-ত্রুটি শুধরে নিজেগের সেরাটা দিয়ে জয়ে  ফিরতে মরিয়া নিজামের শহরের দল। 

 

 

পিচ রিপোর্ট- 
মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে মাঠের পিচ ব্য়াটিংয়ের জন্য আদর্শ হলেও এই পিচ থেকে পেস বোলাররা কিছুটা সুবিধা পেতে পারে। কারণ এই উইকেটে অতিরিক্ত বাউন্স লক্ষ্য করা যায়। প্রথমে ব্য়াট করে এই মাঠে ১৬০ থেকে ১৭০ রান গড়ে হয়ে থাকে। যা লড়াই করার জন্য যথেষ্ট। তবে পিচের খুব পরিবর্তন হয় না দ্বিতীয় ইনিংসে। ফলে রান তাড়া করতেও খুব সমস্য়া হয় না। সব থেকে বড় বিষয় ডিউ সমস্য়ার বিষয়টি মাথায় রাখতে হবে দুই অধিনায়ককে।

ম্য়াচ প্রেডিকশন-
লখনউ সুপার জায়ান্টস ও সানরাইজার্স হায়দরাবাদ দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। কিন্তু দুই দলের ব্য়াটিং-বোলিং বিভাগের সামগ্রিক শক্তির বিচার করলে কে উইলিয়ামসনের দলের থেকে কিছুটা এগিয়ে রাখতেই হচ্ছে কেএল রাহুলের দলকে। তবে টস যেহেতু গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে আইপিএলে সেখানে যেই দল টস জিতবে তাদেরকেই কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?
IND vs SA: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর সাময়িক বিরতি রোহিত-কোহলির, এবার নজর ঘরোয়া ক্রিকেটে