এই ১০ ক্রিকেটার সব থেকে বেশি দর পেতে পারে আইপিএল ২০২২ মেগা নিলামে

শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২-এর মেগা নিলাম (IPL 2022 Mega Auction)। শনি ও রবি দু'দনি বসবে নিলামের আসর। বেঙ্গালুরুতে ১০ দলের (10 Teams) মেগা নিলাম ঘিরে উন্মদনা তুঙ্গে। ভাগ্য নির্ধারিত হবে ৫৯০ জন ক্রিকেটারের (590 Cricketers)। নিলামে কোন ১০ ক্রিকেটারের জন্য উঠতে পারে সবথেকে বেশি দর, দেখে নিন এক ঝলকে।

অবশেষে সব প্রতীক্ষার অবসান। বেঙ্গালুরুতে শুরু হল আইপিএল ২০২২-এর মেগা নিলাম (IPL 2022 Mega Auction)। শনি ও রবিবার ভাগ্য নির্ধারিত হবে ৫৯০ জন ক্রিকেটারের  (590 Cricketers)। আইপিএলের ইতিহাসে সবথেকে বড় নিলাম পর্ব। ১০ দলের আইপিএল নিলামকে ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে উন্মদনা তুঙ্গে। আইপিএলের মেগা নিলামে সবথেকে বেশি অর্থাৎ ২ কোটি টাকা বেস প্রাউজে  রয়েছে মোচ৪৮ জন ক্রিকেটার। ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা। তবে কোন ক্রিকেটারদের জন্য আগামি দুই দিন উঠতে পারের দরের ঝড়, তা নিয়েও জল্পনা তুঙ্গে। দেখে নিন কোন ১০ ক্রিকেটারের হতে পারে আইপিএলের নিলামের প্রধান চমক (10 cricketers can get the highest price)।

 

Latest Videos

 

শিখর ধওয়ান-
গতবার দিল্লি ক্যাপিটালসে ছিলেন শিখর ধওয়ান। ছন্দেও ছিলেন। তবে তাকে এবার রিটেন করেনি রাজধানীর দল। ফলে নিলামে গব্বরের জন্য ঝাপানোর সম্ভাবনা রয়েছে কলকাতা নাইট রাইডার্স সহ একাধিক দলের। কেকেআরের অধিনায়ক হিসেবে ভাবতে পারে ধওয়ানকে।  ধওয়ানকে দলে  পেতে একাধিক দল কোটি কোটি টাকা খরচ করতে প্রস্তুত। 

মহম্মদ শামি-
ভারতীয় পেসারদের মধ্যে এবার ভালো দর উঠতে পারে তারকা পেসার মহম্মদ শামির। গতবথর পর্যন্ত পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন শামি। কিন্তু তাকে এবছর রিটেন করেনি পঞ্জাব। তাই শামির দলে নেওয়ার জন্য ঝাপাতে পারে একাধিক দল। 

ফাফ ডুপ্লেসি-
বয়স যে শুধু একটা সংখ্যা মাত্র তা বারবার প্রমাণ করেছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসি। গতবারও সিএসকের আইপিএল জয়ে প্রধান ভূমিকা নিয়েছি ফাফ ডুপ্লেসির ব্য়াট হাতে অনবদ্য ফর্ম। তবে তাকে রিটেন করেনি সিএসকে। কিন্তু নিলামে তাকে পেতে ঝাঁপাবে চেন্নাই। অন্যান্য দলও চেষ্টা করবে তাকে পাওয়ার জন্য।

ডেভিড ওয়ার্নার-
দীর্ঘ বছর সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ডেভিড ওয়ার্নার। অধিনায়ক হিসেবে দলকে এনে দিয়েছেন ট্রফিও। কিন্তু গত মরসুমে খারাপ ফর্মের কারণে প্রথমে অধিনায়কত্ব থেকে বসানো হয় ওয়ার্নারকে। তারপর প্রথম একাদশ থেকেও বসানো হয়। নিজেই সানরাইজার্স হায়দরাবাদ ছাড়া কথা ঘোষণা করেন ওয়ার্নার। তারপর জাতীয় দলের হয়ে ফর্মে ফেরেন তিনি। এবার মেগা নিলামে ওয়ার্নারের জন্যও বিড করতে পারে একাধিক দল।

প্য়াট কামিন্স-
কেকেআরের হয়ে গত বছর পর্যন্ত খেলেছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্য়াট কামিন্স। টেস্টে আইসিসি ব়্যাঙ্কিংয়েও শীর্ষে রয়েছে তিনি। আগুনে বোলিংয়ের পাশাপাশি ব্য়াট হাতেও প্রয়োজনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম তিনি।  নতুন বলে ভালো শুরুর জন্য প্য়াট কামিন্সের জন্য ঝাপাতে পারে একাধিক দল। 

শ্রেয়স আইয়র-
এবার মেগা নিলামে সবথেকে বেশি আলোচনায় রয়েছে শ্রেয়স আইয়র। দিল্লি ক্যাপিটালস দলকে ২০২০ সালে নেতৃত্ব দিয়েছিলেন শ্রেয়স আইয়র। কিন্তু চোটের কারণে দীর্ঘ দিন মাঠের বাইরে থাকতে হয় তাকে। সেই জায়গায় ঋষভ পন্থকে অধিনায়ক ঘোষণা করা হয়। চোট সারিয়ে দলে ফিরলেও ২০২২ আইপিএলে তাকে রিটেন করেনি দিল্লি। অধিনায়ক হিসেবে তাকে পেতে ঝাপাতে পারে কেকেআর ও আরসিবি। এছাড়াও মিডল অর্ডারের শক্তি বাড়াতে অন্য়ান্য দলও ঝাঁপাবে শ্রেয়সের জন্য।

আর অশ্বিন-
আইপিএল নিলামে আরও একজন ক্রিকেটারকে ঘিরে দর হাকাতে পারে তিনি হলেন রবিচন্দ্রন অশ্বিন। দলের স্পিন অ্যাটাককে শক্তিশালী করতে ও অভিজ্ঞ প্লেয়ারকে দলে পেতে অশ্বিনের জন্য ঝাঁপাতে পারে একাধিক দল। সূত্রের খবর, অশ্বিনকে পেতে এবার অলআউট যাবে চেন্নাই সুপার কিংস।

কুইন্টন ডিকক-
গতবার মুম্বই ইন্ডিয়ান্সে খেলেছিলেন প্রোটিয়া সুপার স্টার কুইন্টন ডিকক। তবে তাকে রিটেন করেনি এবার ৫বারের আইপিএল চ্যাম্পিয়নরা। ফলে প্রোটিয়া তারকার জন্য নিলামে দর তুলতে পারে কলকাতা নাইট রাইডার্স সহ একাধিক দল। নির্ভরযোগ্য উইকেট কিপিংয়ের বেশি ব্য়াট হাতেও দলকে ওপেনিংসে ভরসা দিতে সিদ্ধ হস্তক প্রোটিয়া তারকা।

আরও কারা হতে চলেছেন আইপিএল নিলামের সেরা পাঁচ বাছাই, ওয়াটসনের লিস্টে দুই ভারতীয় ক্রিকেটার

কাগিসো রাবাডা-
বিগত দুই আইপিএলের সেরা পেসারদের মধ্যে অন্যতম প্রোটিয়া পেসার কাগিসো রাবাডা।  ২০২১ আইপিএল পর্যন্ত দিল্লি ক্যাপিটালসে খেললেও এবার তাকে রিটেন করেনি  রাজধানীর দল। কিন্তু বল হাতে টি২০ ক্রিকেটে নিজের জাত একাধিকবার চিনিয়েছেন রাবাডা। ফলে রাবাডার জন্য নিলামে দর হাকাতেই পারে একাধিক দল।

আরও পড়ুনঃকত কোটি টাকা নিয়ে নিলামের লড়াইয়ে নামছে আইপিএলের ১০টি দল, জেনে নিন এক ঝলকে

আরও পড়ুনঃশনি-রবি আইপিএলের মেগা নিলাম, তার আগেই ১০ দলের শক্তি বাড়িয়েছে এই তারকারা

ট্রেন্ট বোল্ট-
বিগত দুই মরসুম ধরে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে অনবদ্য বোলিং করেছেন কিউই তারকা পেসার ট্রেন্ট বোল্ট। তার আগুনে বোলিং সমস্যায় ফেলেছে বিশ্বের তাবড় তাবড় ক্রিকেটারদের। এবারও নিলামে ট্রেন্ট বোল্টের জন্য ঝাঁপাতে পারে একাধিক দল। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury