খেলা শুরুর আগেই ভাইরাল ধোনি-কোহলির ভিডিও - কী করলেন অনুশীলনে, দেখুন

Published : Mar 26, 2022, 07:11 PM IST
খেলা শুরুর আগেই ভাইরাল ধোনি-কোহলির ভিডিও - কী করলেন অনুশীলনে, দেখুন

সংক্ষিপ্ত

শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২ (IPL - 2022)। তার আগে অনুশীলনে বিরাট কোহলি (Virat Kohli) এবং এমএস ধোনির(MS Dhoni) ভিডিও (Viral Video) ভাইরাল হল।

শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল ২০২২ (IPL - 2022)। এই বছরের টুর্নামেন্টে যুক্ত হয়েছে দুটি নতুন দল - লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants) এবং গুজরাট টাইটানস (Lucknow Super Giants)। ফলে এবার ১০ দলের প্রতিযোগিতা। সেইসঙ্গে, এবারের আইপিএল-এ আর অধিনায়কের ভূমিকায় দেখা যাবে না, দুই প্রাক্তন ভারত অধিনায়ক - বিরাট কোহলি (Virat Kohli) এবং এমএস ধোনিকে (MS Dhoni)। কিন্তু, টুর্নামেন্ট শুরুর আগে, সোশ্য়াল মিডিয়া জুড়ে এখন শুদুই তাঁরা। ভাইরাল হল তাঁদের এক ভিডিও (Viral Video)। 

বরাবরই বিরাট কোহলি এবং এমএস ধোনির সম্পর্কের বন্ধনটা অত্যন্ত দৃঢ়। সুযোগ পেলেই একে অপরের প্রশংসা করে থাকেন। আইপিএল, শুরুর আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে, তাঁদের সম্পর্কের এই উষ্ণতা আরও একবার ধরা পড়ল। ভিডিওটি শুক্রবার, মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Stadium, Mumbai) আইপিএল-এর অনুশীলনের। দেখা যাচ্ছে, দুই দলের পাশাপাশি অনুশীলন চলছে। বিরাট কোহলি অনেকটা হেঁটে, সিএসকের (CSK) অনুশীলনে গিয়ে ধোনির সঙ্গে প্রথমে হাত মেলাচ্ছেন, তারপর তাঁকে জড়িয়ে ধরছেন উষ্ণ আলিঙ্গনে। শুধু তাই নয়, কোহলিকে দেখা যায় বেশ অনেকক্ষণ ধোনিকে জড়িয়ে ধরে থাকতে। 

আরসিবি-র (RCB) অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে ধোনি-কোহলির সাক্ষাতের ছবিও শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা রয়েছে, 'শুধু অনুশীলনে ধরা পড়লেন কয়েকজন কিংবদন্তি।' এর আগেও বহুবার ধোনি ও কোহলির এই উষ্ণ সম্পর্কের পরিচয় পাওয়া গিয়েছে। ২০২১ সালে টি২০ বিশ্বকাপের সময়, ধোনিকে ভারতীয় দলের মেন্টর করা হয়েছিল। সেই সময়ও কোহলি বলেছিলেন, ধোনি বরাবরই তাঁর অধিনায়ক। তাঁকে ড্রেসিংরুমে পাওয়া খুবই ভাল বিষয়।  

গত মরসুমের পরই আরসিবি দলের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন বিরাট কোহলি। এমএস ধোনিও চলতি মরসুম শুরুর ঠিক মুখে দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। ২৪ মার্চ ধোনি, সিএসকে অধিনায়ক হিসাবে ইস্তফা দেওয়ার পরপরই, কোহলি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'হলুদ জার্সিতে কিংবদন্তি-সম অধিনায়কত্বের মেয়াদ ছিল স্কিপার। এমন একটি অধ্যায় যা ভক্তরা কখনও ভুলবেন না। সবসময় শ্রদ্ধা করি'। ধোনির সঙ্গে তাঁর নিজের আলিঙ্গনের একটি ছবিও শেয়ার করেছিলেন কোহলি।

আরসিবি দলকে এবার বিরাটের বদলে নেতৃত্ব দেবেন প্রাক্তন সিএসকে ওপেনার ফাফ ডু প্লেসিস (Faf du Plessis)। অন্যদিকে, ধোনি নিজেই সিএসকে দলের লাগাম তুলে দিয়েছেন তাঁর ভরসার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) হাতে। 
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

WTC Points Table 2025-27: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার শীর্ষস্থান প্রায় পাকা! ইংল্যান্ডের পতন?
India vs South Africa T20: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে হার্দিকের সামনে মেগা রেকর্ডের হাতছানি?