নিরাপত্তা বলয় ভেঙে কোহলির সঙ্গে সেলফি, ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ খুললেন বুমরা

বেঙ্গালুরুতে (Bengaluru) ভারত বনাম শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট নিরাপত্ত ভেঙে বিরাট কোহলির (Virat Kohli) সঙ্গে দর্শকদের সেলফি। ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিস (Police)। এবার ঘটনায় প্রতিক্রিয়া দিলেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। 
 

ক্রিকেট মাঠে হঠাৎ করে ফ্যানেদের প্রবেশ, প্রিয় তারকার সঙ্গে হ্যান্ড শেক করা থেকে প্রণাম করার ছবি বারবার ধরা পড়েছে। বর্তমানে নতুন ট্রেন্ড হিসেবে যুক্ত হয়েছে ক্রিকেটারদের সঙ্গে সেলফি তোলা। যেই ছবি দেখা গিয়েছে বেঙ্গালুরুতে (Bengaluru)  ভারত বনাম শ্রীলঙ্কার (India vs Sri Lanka)দ্বিতীয় টেস্টেও।  মাঠে ঢুকে কয়েক জন দর্শক বিরাট কহোলির (Virat Kohli) সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। কয়েক জন তো সফলও হন। কিন্তু করোনা কালে প্লেয়ারজের জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকতে হচ্ছে। যেই কারণে বাইরের লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করায় সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। প্লেয়ারদের নিরাপত্তাও আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে। তারপর নিরাপত্তা লঙ্ঘন করে কী করে ওই দর্শকরা মাঠে প্রবেশ করল তা নিয়ে উঠছে প্রশ্ন। এই বিষয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের তারকা পেসার তথা টেস্ট দলের সহ অধিনায়ক জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। 

ঠিক কী ঘটেছিল বেঙ্গালুরুতে-
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেন বিরাট কোহলি। ফলে চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাটের জন্য ভক্তদের ভালোবাসা একটু বেশিই থাকে। রবিবার ভারত ও শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টেস্টের খেলা চলার সময় নিরাপত্তা ভেঙে মাঠের ভিতরে ঢুকে বিরাট কোহলীর সঙ্গে নিজস্বী তুলতে গিয়েছিলেন কিছু সমর্থক। কয়েক জন কোহলির কাছে পৌছেও যান। কোহলি তাদের সঙ্গে ছবিও তোলে। নিরাপত্ত ভেঙে মাঠে প্রবেশ করার ওই দর্শকদের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করা হয়। তাদের মধ্যে চার জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিস। নিয়ম ভাঙার অপরাধে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। খুব শীঘ্রই তাদের আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। 

Latest Videos

বুমরার প্রতিক্রিয়া-
এই ঘটনা সম্পর্কে কথা বলতে গিয়ে, বুমরাহ নিরাপত্তা লঙ্ঘনের বিষয়ে তার উদ্বেগ প্রকাশ করেছেন এবং মনে করেন যে এটি ক্রমবর্ধমান একটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। 'এটি এমন কিছু যা আমরা নিয়ন্ত্রণ করি না, স্পষ্টতই নিরাপত্তা উদ্বেগ একটি সমস্যা। হঠাৎ আমরা বুঝতে পারি যে মাঠে  দর্শকরা প্রবেশ করেছে। কিন্তু ধন্যবাদ কর্মকর্তারা বিষয়টিতে দ্রুত হস্তক্ষেপ করেছিলেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।' এছাড়াও বুমরা বলেন,'আমরা এটি সম্পর্কে কী বলব জানি না, গেমটির ক্রেজ খুব বেশি এবং ভক্তরা মাঝে মাঝে আবেগপ্রবণ হয়ে পড়েন'।

দ্বিতীয় টেস্টের ফল-
প্রসঙ্গত, বেঙ্গালুরু টেস্টেম্য়াচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ইনিংসে ২৫২ রানে অল আউট হয়ে যায় ভারতীয় ক্রিকেট দল। দলের হয়ে সর্বোচ্চ ৯২ রানের ইনিংস খেলেন শ্রেয়স আইয়র। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন লাসিথ এমবুলদেনিয়া ও প্রবীণ জয়াউইকরামা। প্রথম ইনিংস রান তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের দাপটের সামনে মাত্র ১০৯ রানে অলআউট হয়ে যায় দিমুথ করুণারত্নের দল। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন অ্যাঞ্জেলো ম্যাথুউজ। ভারতের হয়ে বল হাতে আগুন ঝরান জজসপ্রীত বুমরা। একাই ৫টি উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে ১৪৩ রানের বিশাল লিড পায় ভারতীয় দল। দ্বিতীয় ইনিংসে ৩০৩ রানে উইকেটে ডিক্লেয়ার করে ভারত। অর্ধশতরান করেন ঋষভ পন্থ ও শ্রেয়স আইয়র। ৪৪৭ রানের টার্গেট তাড়া করতে নেমে ২০৮ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। শতরান করেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। সবথেকে বেশি ৪টি উইকেট নেন অশ্বিন। 


 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের