মিতালি রাজের পর ঝুলন গোস্বামী, জানালেন নিজের অসবর নিয়ে কী ভাবনা

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের ফলে আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২২ ( ICC Women s World Cup 2022) থেকে ছিটকে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। এবার অবসর নিয়ে প্রতিক্রিয়া দিলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)।

Web Desk - ANB | Published : Mar 29, 2022 2:42 PM IST

আইসিসি মহিলা বিশ্বকাপে ভালো ফর্মে ছিলেন ভারতীয় মহিলা দলের অভিজ্ঞ ও তারকা পেসার ঝুলন গোস্বানমী। একের পর এক রেকর্ড ভাঙছিলেন তিনি। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারীর তকমা আগেই ছিল তার ঝুলিতে। বিশ্বকাপে অনবদ্য বোলিংয়ের সৌজন্যে  একদিনের ক্রিকেটে সর্ব  প্রথম ২৫০ উইকেটের মালিক হওয়ার পাশাপাশি শুধুমাত্র বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীও হয়েছেন চাকদহ এক্সপ্রেস। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গ্রুপের শেষ  ও ডু অর ডাই ম্য়াচের আগে ওয়ার্মআপে চোট পান ঝুলন গোস্বামী। যার ফলে সেই ম্য়াচে খেলতে পারেননি তিনি। মাঠের বাইরে দলের হার ও বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার ব্যথা অনুভব করেছেন তারকা পেসার। চোখে জলও এসেছিল তার ভেঙে পড়েছিলেন তিনি। যেই ছবি সামনে এসেছে।

মহিলা বিশ্বকাপ থেকে বিদায়ের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে এবার কী অবসর নেবেন ঝুলন গোস্বামী।  যেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায় ছিলেন কোটি কোটি দেশবাসী। অবশেষে সেই প্রশ্নের উত্তর দিলেন ঝুলন।  মিতালি রাজ ও ঝুলন গোস্বামীর সাক্ষাৎকার নিয়েছিলেন ভারতের মহিলা ক্রিকেটার স্নেহাল প্রধান। স্নেহাল অবসর নিয়ে প্রশ্ন করলে ঝুলন বলেন,এখনই এই বড় সিদ্ধান্ত নিয়ে কিছু ভাবেননি। এই বিষয়ে কিছু বলার জন্য তার আরও সময় লাগবে। এই সিদ্ধান্ত এখানে নেওয়া যাবে না। ফলে এই মুহূর্তে অবসর নিয়ে কিছু না বললও,  ঝুলনের কথা থেকে পরিষ্কার পরে ভাবনা চিন্তা করে এই বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন ভারতীয় তথা বিশ্ব মহিলা ক্রিকেটের তারকা পেসার। বিশ্বকাপে ভারতের পারফরমেন্সের প্রসঙ্গে মিতালি রাজ বললেন,‘আমরা যে ভাবে প্রস্তুতি নিয়েছিলাম প্রত্যেকেই ফাইনাল খেলেতে চেয়েছিল। বিষয়টা আর হচ্ছে না। তবে আমি এটা ভেবে খুশি যে মেয়েরা নিজেদের সেরাটা দিয়েছে। তবে হ্যা এটা ঠিক যে আমরা নিউজিল্যান্ড-ইংল্যান্ডের সঙ্গে বেশ কয়েকটা ম্যাচ খারাপ খেলেছিলাম। আমরা আমাদের সেরাটা দিয়ে ক্যাপিটালাইজ করতে পারিনি। তবে হ্যা মেয়েরা নিজেদের সেরাটা দিয়েছিল।’

প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ থেকে বিদায়ের পর একই প্রশ্নের সম্মুখীন হতে হয়ে অধিনায়ক মিতালি রাজকেও। তিনিও অনেকটা ঝুলনের সুরে সর মিলিয়ে একই কথা বলেন। মিতালি বলেন,এখনও ভবিষ্যৎ নিয়ে কিছু ঠিক করিনি। বিশ্বকাপের জন্যে এক বছরেরও বেশি সময় ধরে প্রস্তুতি নিয়েছি। তার পর যদি অভিযান এ ভাবে শেষ হয় তা হলে হতাশ হওয়া খুব স্বাভাবিক। প্রত্যেক ক্রিকেটারের পক্ষেই এটা মেনে নেওয়া কঠিন। কিন্তু সেটা কাটিয়ে ধীরে ধীরে এগোতে হবে। তার পরেই বোঝা যাবে আমরা প্রত্যেকে ঠিক কী চাইছি। এখনই এ নিয়ে কোনও মন্তব্য করার জায়গায় আমি নেই। আবেগ এখনও পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই। নিজে কী চাই, সেই উত্তর পেতে আরও কিছুটা সময় লাগবে।'

আরও পড়ুনঃআইপিএলের ইতিহাসে সেরা ১০ রহস্যময়ী সুন্দরী, যাদের রূপের আগুন এখনও ঝড় তোলে নেট দুনিয়ায়

আরও পড়ুনঃস্টাইল স্টেটমেন্ট থেকে বাড়ি-গাড়ি-নারী, দেখুন কেমন বিলাস বহুল জীবন যাপন করেন কেকেআর অধিনায়ক

আরও পড়ুনঃপ্রথম ম্য়াচে জয় তাও দলে হতে পারে পরিবর্তন, দেখে নিন আরসিবির বিরুদ্ধে কেকেআরের সম্ভাব্য একাদশ

Share this article
click me!