এবার বিরটা কোহলির ঘন ঘন বিশ্রাম নেওয়া নিয়ে মুখ খুললেন কপিল দেব, কী বললেন তিনি

এর আগে বিরাট কোহলির (Virat Kohli)ফর্ম নিয়ে মুখ খুলেছিলেন কপিল দেব (Kapil Dev)। বলেছিলেন প্রয়োজনে বিরাট কোহলিকে দল থেকে বসানো উচিৎ। এবার বিরাট কোহলির ঘন ঘন ছুটির প্রসঙ্গে মুখ খুললেন বিরাট কোহলি।

প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে নানা ক্রিকেট বিশেষজ্ঞ নানা মত ব্যক্ত করছেন। কেউউ বলছেন এই লাগাতার অফ ফর্মেকারমে বিরাট কোহলিকে দল থেকে বাদ দেওয়া উচিৎ। অনেকেই আবার বলছেন বিরাট কোহলির ভারতীয় ক্রিকেটে অবদানকে মনে রেখে তাকে দলে খেলিয়ে যাওয়া উচিৎ। একইসঙ্গে এমিতেই অফ ফর্মের কারমে সমালোচিত হচ্ছেন বিরাট তার মধ্যে ঘন ঘন বিশ্রাম নেওয়া নিয়ে মুখ খুলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এবার ফের একবার বিরাট কোহলির  অফ ফর্ম থেকে শুরু করে জাতীয় দল থেকে ঘন ঘন বিশ্রাম নেওয়া নিয়ে মুখ খুলেছিলেন কপিল দেব। বিশ্রাম নিতে হলে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি বিশ্রাম নিতে আইপিএল থেকে বিশ্রাম নেওয়ার পক্ষে সওয়াল করেছেন।

একটি সর্বভারতীয় চ্যানেলের সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন,'বিরাটের বয়স ৩৪ বছর। তারপরও বিশ্রামের কথা বললে আমার অদ্ভুত লাগে। তিনি যদি বিশ্রাম নিতে চান তবে আইপিএলে নিতে পারেন। হ্যাঁ, আমি বলেছিলাম সে যদি রান না করে তাহলে তাকে বাদ দেওয়া উচিত। তবে আমি বিশ্বাস করি বিরাটের কঠোর পরিশ্রম করা উচিত এবং দলে ফিরে আসা উচিত।' এছাড়াও কপিল দেব বলেছেন,'আমি বিশ্বাস করি যে বিরাট কোহলির মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। তবে তাকে কঠোর পরিশ্রম করতে হবে। তাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে। কিন্তু বিরাট যদি ফর্মের বাইরে থাকেন তাহলে তাকে বাদ দেওয়াটা অন্যায় নয়। আমরা এটাই চাই বিরাট ফর্মে ফিরে আসুক। তবে নির্বাচকরা কী চান তা গুরুত্বপূর্ণ। কিন্তু সে যদি রান না করে, তাহলে তাকে বাদ দেওয়া হোক বা বিশ্রাম দেওয়া হোক, তাতে আমার কোনো আপত্তি নেই।'  তিনি নির্বাচক হলে ওয়েস্ট সফরে বিরাট কোহলিকে বিশ্রাম দিতেন না বলেও জানিয়েছেন কপিল দেব।

Latest Videos

এর আগেও বিরাট কোহলির ফর্ম  নিয়ে মুখ খুলেছিলেন কপিল দেব। বলেছিলেন,'এখন এমন পরিস্থিতি যে কোহলীকে টি-টোয়েন্টি দলের বাইরে রাখতে হতে পারে। যদি বিশ্বের দু’নম্বর বোলার অশ্বিনকে টেস্ট দলের বাইরে রাখা যায়, তা হলে কোহলীকে বাইরে রাখতে সমস্যা কোথায়। শুধু মাত্র বড় ক্রিকেটার হলেই তাকে দলে নিলে হবে না। যত বড় ক্রিকেটারই হোক না কেন, দীর্ঘ দিন রান না করলেও তাকে দলে রাখতে হবে, তার কোনও মানে নেই। এতে ছন্দে থাকা ক্রিকেটারদের ক্ষতি হবে।' পাশাাশি আরও এক প্রাক্তন ক্রিকেটার ভেঙ্কটেশ প্রসাদ প্রশ্ন তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় যদি বাদ যেতে পারে তাহলে বিরাট কোহলি নয় কেন। ইংল্য়ান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্য়াচে বিরাট কোহলি বড় রান পান কিনা এখন সেটাই দেখার। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today