'পন্থের মত প্রতিভা নষ্ট হচ্ছে,মাথা ঠান্ডা রাখলে অনেক দূর যাবে'

  • ভারতীয় ক্রিকেটে ঋষভ পন্থের যোগ্যতা নিয়ে কোনও সন্দেহ নেই
  • কিন্তু মাথা ঠান্ডা না রাখার জন্য প্রয়োজনের সময় আউট হয়েছেন পন্থ
  • পন্থের মত প্রতিভা নষ্ট হচ্ছে দেখে দুঃখ প্রকাশ করলেন কীর্তি আজাদ
  • মাথা ঠান্ডা করে তাকে খেলার পরামর্শ দিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
     

Sudip Paul | Published : Jul 20, 2020 10:37 AM IST

আইপিএলে বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যে ভারতীয় দলে জায়গা পেয়েছিলেন ঋষভ পন্থ। বড় হিট মারার দক্ষতার কারণে তাকে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবেও ভাবা হয়েছিল। টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি সব ধরনের ক্রিকেটেই সুযোগ দেওয়া হয়েছিল পন্থকে। কিন্তু নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই এই বাঁ-হাতি উইকেট রক্ষক ব্যাটসম্যাম। কিন্তু মারতে গিয়ে বহুবার নিজের উইকেট ছুড়ে দিয়েছেন পন্থ। দলের প্রয়োজনের সময় যখন উইকেটে টিকে থাকা দরকার, তখনই বড় হিট করতে গিয়ে আউট হয়েছেন পন্থ। ২০১৯ বিশ্বকাপ সেমি ফাইনালেও একই কাণ্ড ঘটিয়েছিলেন তিনি। যার কারণে ধীরে ধীরে দলে অনিয়মিত হয়ে পড়েছেন। তার পরিবর্তে কেএল রাহুল সীমিত ওভারের ক্রিকেটে উইকেট রক্ষক ব্যাটসম্য়ান হিসেবে খেলছেন। পন্থের মতো দারুণ প্রতিভা শুধু মাত্র মাথা ঠান্ডা না রাখতে পারার জন্য নষ্ট হচ্ছে, সেই কারণে এবার আফশোস প্রকাশ করলেন দেশের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ।

আরও পড়ুনঃসিরিজ শুরুর আগেই বুমরাকে ভয় পাচ্ছে অস্ট্রোলিয়া

আরও পড়ুনঃ'একজন দল গড়েছিল, অপরজন ট্রফি জিতেছে', এগিয়ে সৌরভই

সম্প্রতি এক ওয়েবসাইটে সাক্ষাৎকার দিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার কীর্তি আজাদ। সেখানেই আলোচনা প্রসঙ্গে ওঠে ঋষভ পন্থের নাম। ভারতীয় তরুণ উইকেট রক্ষক,ব্যাটসম্যান প্রসঙ্গে কীর্তি আজাদ বলেন,'উইকেট কিপারের থেকেও ভাল ব্যাটসম্যান হয়ে উঠতে পারে পন্থ। তবে ওর মাথাটা ঠিক রাখতে হবে। ওকে মাথায় রাখতে হবে ও টি টোয়েন্টি ক্রিকেট খেলছে না, ওয়ানডে ক্রিকেট খেলছে। প্রতি বলে মারব, এই চিন্তা মাথা থেকে দূরে রাখতে হবে।' পন্থের মতো প্রতিভা নষ্ট হচ্ছে দেখাটা পীড়াদায়ক বলেই মনে করেন কীর্তি আজাদ। তিনি বলছেন,'উইকেটে টিকে থাকা শিখতে হবে পন্থকে। উইকেটে টিকে থাকলে রানও আসবে।' কীর্তি আজাদ আরও বলেছেন,'ভাল বলে উইকেট যাবেই। কিন্তু বড় শট খেলতে গিয়ে প্রতিবার উইকেট যাওয়াটাও ঠিক নয়। পন্থের মতো প্রতিভা নষ্ট হচ্ছে দেখে খারাপ লাগছে।' ভবিষ্যতে নিজেকে শুধরে নিয়ে ভাল ক্রিকেট খেলবেন পন্থ সেই বিষয়েও আশা প্রকাশ করেছেন কীর্তি আজাদ।

আরও পড়ুনঃচিনে নিন বিশ্বের সব থেকে সেক্সিয়েস্ট ফুটবল রেফারিদের, যাদের রূপ ঝড় তোলে হৃদয়ে

Share this article
click me!