করোনা ভাইরাস মহামারীর কারণে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা ক্রীড়া বিশ্ব। ধীরে ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলা ফিরলেও, পরিস্থিতি এখনও একবারেই স্বাভাবিক নয়। কঠিন পরিস্থিতির মধ্যেই মাঠে ফিরতে হচ্ছে ক্রিড়াবিদদের। মানতে হচ্ছে কটিন স্বাস্থ্যবিধি সহ একাধিক নিয়ম কানুন। জীবন একাবের স্বাভাবিক না হলেও, ফের সবুজ গালিচায় ফিরতে পেরে বা পারার খবরে খুশি প্লেয়াররা। দীর্ঘ টালবাহানার পর অবশেষে আরব আমিরশাহিতে হচ্ছে আইপিএল। খুব শীঘ্রই মরু দেশে পারি দেবেন আইপিএলের দলগুলি। তবে বিদেশের মাটিতে যে নিজের দেশ, শহর ও হোম গ্রাউন্ডকে মিস করবেন প্লেয়াররা সেই কথা জানিয়েছেন অনেকেই। এবার একটি আবেগঘন ভিডিও বার্তা দিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক।
আরব আমিরশাহি পারি দেওয়ার জন্য মুম্বাইতে পৌছাচ্ছেন কেকেআরের প্লেয়াররা। মঙ্গলবারই দলের সঙ্গে যোগ দিয়েছে নাইট রাইডার্সের অধিনায়ক দীনেশ কার্তিক। বিদেশে পারি দেওয়ার আগে একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করে কেকেআর দল ও অধিনায়ক দীনেশ কার্তিক। যেখানে কঠিন পরিস্থিতিতে বাংলার সমর্থন চেয়ে আবেদন করেন নাইট অধিনায়ক কার্তিক। একইসঙ্গে ইডেন গার্ডেন্সকে মিস করবেন বলেও জানিয়েছেন কেকের অধিনায়ক। কার্তিক ভিডিও বার্তায় বলেছেন,'খুবই সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে খেলতে যাচ্ছি। ইডেনের সমর্থনের অভাব অনুভব করব। বাইরে আইপিএল হলেও, বাংলা ও কলকাতার সমর্থন সব সময় চাই। আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আমাদের সমর্থন করুন। আমরা আপনাদের জন্য খেলব। করব, লড়ব জিতব।'
আরও পড়ুনঃশীর্ষ আদালত না চাইলে চুপচাপ পদ থেকে সরে যাব, জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়
আরও পড়ুনঃজোর কদমে চলছে আইপিএলের প্রস্তুতি, নেট দুনিয়া আগুন ঝরাচ্ছে হার্দিকের 'মাচো লুক'
ভিডিও বার্তায় শুধু দীনেশ কার্তিকই নয়, বার্তা দিয়েছেন নাইটদের চায়না ম্যান স্পিনার কুলদীপ যাদবও। তিনি বলেন,'শেষ কয়েক মাস কেউ ঠিক মতো খেলার সুযোগ পায়নি। আমরাও না। কিন্তু এই আইপিএলে আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।' ফলে বিদেশের মাটিতে খেলতে গেলেও তাদের নাড়ির টান যে ইডেন গার্ডেন্স ও কলকাতার সমর্থকদের সঙ্গে থাকবে, সেই কথা এই ভিডিওর মাধ্যমে বারবার বোঝানো হয়েছে। শেষে আবেগঘনভাবে ভিডিওটিতে বলা হয়েছে,'আপনারা আমাদের পাশে থাকুন, আমরা আপনাদের জন্য খেলব। করব,লড়ব, জিতব।'