IPL 2022: দলগঠনে আহমেদাবাদের চমক, কেকেআরের শুবমান গিল এবার নতুন দলে

আইপিএল ২০২২ (IPL 2022) -এর দল গঠনে চমক দিচ্ছে নতুন দুই দল লখনউ (Lucknow) ও আহমেদাবাদ (Ahmedabad)। ইতিমধ্যেই কেএল রাহুলকে (KL Rahul)দলে নিয়েছে লখনউ। এবার গত মরসুম পর্যন্ত কেকেআরের (KKR)খেলা শুবমান গিল (Shubman Gill)যাচ্ছেন আহমেদাবাদে।
 

আইপিএলের (IPL)ইতিহাসে এই প্রথম ১০ দলের হতে চলেছে প্রতিযোগিতা। ইতিনমধ্যেই পুরোনো আটটি দলের বাইরে দুটি নতুন দল হিসেবে যোগ দিয়েছে আহমেদাবাদ ও লখনউ। সিভিসি ক্যাপিটাল নিয়েছে আহমেদাবাদ (Ahmedabad Franchise)ও লখনউ (Lucknow Franchise) দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কার আরএসপিজি গ্রুপ। করোন আবহে আইপিএল দেশার মাটিতে হবে না বিদেশের মাটিতে তা নিয়ে এখন সিদ্ধান্ত নেয়নি বিসিসিআই। তবে আইপিএল ২০২২ (IPL 2022) নিয়ে তোরজোর শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে মেগা নিলামের (IPL Auction) আসর। যেখানে ১০টি ফ্র্যাঞ্চাইজিই সম্পূর্ণ নতুনভাবে তৈরি করবে তাদের নতুন দল। তার আগে আইপিএলের নতুন দুটি দলকে তিন জন করে প্লেয়ার কেনাক সুযোগ দিয়েছিল বিসিসিআই (BCCI)। সেই কাজও সম্পূর্ণ করল দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি।

এর আগেই আইপিএলের পুরোনো আটটি দল তাদের রিটেনশন তালিকা প্রকাশ করেছে। সেখানে শুভমান গিলকে (Shubman Gill)এবার রিটেন করেনি কেকেআর (KKR)। কেকেআরের দলে রেখেছে আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী,  সুনীল নারিন ও ভেঙ্কটেশ আইয়রকে। তববে শুভমান গিলকে নিলামে ফের নেওয়ার পরিকল্পনা ছিল কেকেআরের। কিন্তু তার আগেই বড় ধাক্কা। শুভমান গিলকে কিনে নিল আইপিএলের নতুন দল সিভিসি ক্যাপিটালের আহমেদাবাদ। যার ফলে এটা কেকেআরের কাছে বড় ধাক্কা হিসেবেউ দেখছে ক্রিকেট বিশেষজ্ঞরা। নতুন দল হলেও শক্তিশালী দল গড়তে তৎপর আইপিএলের নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি। সেউ লক্ষ্যে শুধু তরুণ ওপেনার শুভমান গিলকেই নয় আহমেদাবাদ ইতিমধ্যেই হার্দিক পাণ্ডিয়া, রশিদ খানকে দলে নিয়েছে। শোানা যাচ্ছে আসন্ন মরসুমে আহমেদাবাদ দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। 

Latest Videos

আরও পড়ুনঃIPL 2022: এবারের আইপিএলে খেলবেন না, নাম প্রত্য়াহার করলেন বেন স্টোকস

আরও পড়ুনঃIPL 2022: ধোনি-রোহিত ফিক্সড, জেনে নিন কারা হতে পারে আইপিএলের বাকি দলগুলির অধিনায়ক

প্রসঙ্গত, এর আগে আইপিএলের অপর নতুন দল লখনউ ফ্র্যাঞ্চাইজি দল গঠনে চমক দিয়েছে। তারা ইতিমধ্যেই ভারতীয় দলের বর্তমানে তারকা ব্যাটসম্যান কেএল রাহুলকে দলে নিয়েছে।  গত মরসুম পর্যন্ত পঞ্জাব কিংসের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। তাকে রিটেন করার ইচ্ছে থাকলেও রাহুল নিজেই জানান পঞ্জাব ছাড়তে চান তিনি। শোনা গিয়েছিল আগে থেকেই লখনউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার মৌখিক কথা হয়ে গিয়েছিল। ১৫ কোটি টাকা দিয়ে কেএল রাহুল দলে নিয়েছে লখনউ। এছাড়াও পঞ্জাবের তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোইকেও নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল। তাছাড়া অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকেও জালে তুলেছে লখনউ। গতবার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন স্টয়নিস। এবার তাকে দেখা যাবে কেএল রাহুলের সতীর্থ হিসেবে। ফলে মেগা নিলামের আগেই দল গঠনে চমক দিয়ে রাখল আইপিএলের দুই নতুন ফ্র্যাঞ্চাইজি। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Daily Horoscope: ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, জেনে নিন আজকের রাশিফল
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News