ওডিআই এ কুলদীপের দুর্ধষ্য কামব্যাক ,প্রথম ওভারেই তার বলে বোল্ড মারকারাম

Published : Oct 06, 2022, 08:20 PM IST
ওডিআই এ কুলদীপের দুর্ধষ্য কামব্যাক ,প্রথম ওভারেই তার বলে বোল্ড মারকারাম

সংক্ষিপ্ত

ভারতীয় ক্রিকেট টিম জয়েন করার পর মাত্র দু মাসের মধ্যেই প্রথম ম্যাচ খেলেছিলেন কুলদীপ যাদব ।তিনি ফের আবার দুর্দান্ত ডেলিভারি দিয়ে প্রথম ওডিআই এ  উইকেট তুলে  মন কাড়লেন ক্রিকেট প্রেমীদের

 ভারতীয় ক্রিকেটের নয়া নক্ষত্র কুলদীপ যাদব । স্পিনার হিসাবে  ইদানিং তার নাম বেশ চর্চিত হচ্ছে খেলা দুনিয়ায় । ভারতীয় ক্রিকেট টিম জয়েন করার পর মাত্র দু মাসের মধ্যেই প্রথম ম্যাচ খেলেছিলেন তিনি। তার অসাধারণ বোলিং প্রতিভা নজর কেড়েছিল  দেশবাসীর। তিনি ফের আবার দুর্দান্ত ডেলিভারি দিয়ে প্রথম ওডিআই এ  উইকেট তুলে  মন কাড়লেন ক্রিকেট প্রেমীদের। লখনৌয়ের শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে প্রথম ওভারেই উইকেট নিলেন তিনি দক্ষিণ আফ্রিকার চার নম্বর ব্যাটার এইডেন মার্করামের।বিশেষজ্ঞদেড় দাবি  ওভারের প্রথম থেকেই নাকি তিনি ছক  কষছিলেন মারকারামকে আউট করার। প্রথম কয়েকটা বল মারকারামের মনের মতো করে তিনি অপেক্ষা করছিলেন ওভারের শেষ বোলিংটা  করার জন্য। শেষ বোলিংয়ে এমন দুর্দান্ত ডেলিভারি দিলেন তিনি যে বলটি লুপ আর ফ্লাইট করে , অফ স্টাম্পের চারপাশ দিয়ে পিচ করে ডানহাতি ব্যাটসম্যান মার্কারামের প্যাড ও ব্যাটের মধ্যে দিয়ে গিয়ে উইকেটে লাগে । 

এর আগে , শিখর ধাওয়ান প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। আর সেদিন তিনি ঘোষণা করেন যে রুতুরাজ গায়কোয়াড় এর এই ম্যাচের মাধ্যমে  অভিষেক হবে। পরবর্তীকালে আমরা দেখেছি রবি বিশনোই কিভাবে  ভারতের হয়ে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার  পর তবে ওডিআই তে অভিষেক করার সুযোগ পেয়েছিলেন । সেদিন বৃষ্টির জন্য ম্যাচ শুরু হলো প্রায় ২ ঘন্টা পরে।  বৃষ্টির থেকে বাঁচতে ও সময় বাঁচাতে সিদ্ধান্ত নেওয়া হয় যে  ৪০ ওভারের একটি সংক্ষিপ্ত ম্যাচ হবে। দক্ষিণ আফ্রিকার ওপেনার ডি  কক ও জেনেম্যান মানান দারুন ফর্মে শুরু করলেন খেলা। মোহাম্মদ সিরাজ এবং অভেশ খানের দুর্ধষ্য বলের জন্য 
 একদম শুরুর  দিকটা একটু ধীর গতিতে এগোলেও পরে বাউন্স পেস সবই ছিল খেলায়। 

শার্দুল ঠাকুর প্রথম পরিবর্তন আনেন খেলায়। শুভমান গিল তার প্রথম ওভারের প্রথম স্লিপেই বাদ দেন মানানকে। তারপর শার্দুল ঠাকুর এসে আউট করেন তাকে। শ্রেয়াস আইয়ারের মিড্ উইকেটে ক্যাচটাও ছিল বেশ আকর্ষণীয়। ঠাকুর টেমা ভূমাকেও আউট করেন ৪ রানে এবং তারপর কুলদীপ বোল্ড করেন মারকারামকে। ডি  কককে স্টাম্পের সামনে  রীতিমতো ফাঁদে ফেলে দেন বিষ্ণই .

PREV
click me!

Recommended Stories

পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে গিয়েছে! অবশেষে নীরবতা ভাঙলেন স্মৃতি মান্ধানা
Ashes 2nd Test: ঐতিহাসিক অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টেও জয় অস্ট্রেলিয়ার, ইংল্যান্ডকে ৮ উইকেটে হারালেন মিচেল স্টার্করা