ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে অনেক কিছু শিখেছেন ভারতীয় দলের বর্তমান পেসার দীপক চাহার। আর সেই সব টিপস পেয়ে নিজের বোলিংকে আরও উন্নত করে তুলেছেন এই উত্তর প্রদেশের বোলার। একই সঙ্গ ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে প্রথম বারের জন্য হ্যাটট্রিক করেছেন দীপক। আর সেটা করে এই মুহূর্তে নজর কেড়েছেন চেন্নাই সুপার কিংস দলে খেলা এই পেসার। আর সেই চেন্নাই সুপার কিংস অধিনায়ককেই নিজের ভালো পারফরম্যান্সের কৃতিত্ব দিলেন চাহার। একই সঙ্গে ভুল করে ধোনির থেকে ধমকও খেয়েছেন চাহার। আর সেটাই আরও ভালো বোলিং করতে সাহায্য করেছে তাঁকে, এমনটাই বললেন ভারতীয় পেসার।
আরও পড়ুন, প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক টি-২০ হ্যাটট্রিক দীপকের, তথ্য বলছে অন্য কথা
দীর্ঘদিন ধোনির আইপিএল দল চেন্নাই সুপার কিংসে খেলেছেন দীপক চাহার। সেই সঙ্গে ধোনির দলে অন্যতম ভরসা যোগ্য বোলারও হয়ে উঠেছিলেন তিনি। আর সেই সঙ্গে এবার ভারতীয় দলেও কার্যকরি ভূমিকা নিয়েছেন এই পেসার। একই সঙ্গে মুস্তাক আলি ট্রফির ম্যাচও এক ওভারে ৪টি উইকেট নেন দীপক। এই সব নজির গড়ার পর ভারতীয় পেসার বলেন, 'আমি ধোনি ভাইয়ের থেকে অনেক কিছু শিখেছি। যখন খারাপ পারাফরম্যান্স হয় তখনই আমি মাহি ভাইয়ের কথা মনে করি। সেই টিপস গুলো মনে করি। যেটা আমাকে সাহায্য করে সব রকম খারাপ পরিস্থিতির থেকে বেড়িয়ে আসতে। এই কারণে আমার জীবনে আইপিএলের অস্তিত্ব অনেক বড়। আমি অনেক কিছু শিখেছি চেন্নাই দল থেকে।'
আরও পড়ুন, ইডেন টেস্টের প্রথম দিনে ফেভারিট ফাইভের টক শো, হাজির থাকছেন তারকারা
একই সঙ্গে নিজের পারফরম্যান্স নিয়ে দীপক চাহার বলেন, 'আমি মহেন্দ্র সিং ধোনির সঙ্গে দুই বছর ধরে খেলেছি। আমাকে মাঠের মাঝে অনেক বকেছে। আমি খারাপ বল করলে শাসন করেছেন। তবে তিনি সব থেকে বেশি আমাকে শিখিয়েছেন। কোন ব্যাটসম্যানকে কি ভাবে বল করতে হবে সেই ধারনাটা মাহি ভাই আমাকে শিখিয়েছেন। আর এটাই একটা পজিটিভ দিক যে আমি ওনার থেকে সব কিছু শিখতে পেরেছি। এখনও ধোনি ভাইয়ের সঙ্গে কথা হয়।'