কবে হবে এমসিজিতে শেন ওয়ার্নের শেষ বিদায়, জানা গেল চূড়ান্ত দিনক্ষণ

গত শুক্রবার হৃদরোগে (Heart Attack)  আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন কিংবদন্তী (Legend)লেগ স্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)।  স্পিন জাদুকরের শেষকৃত্যের অনুষ্ঠান আয়োজিত হবে আইকনিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (Melbourne Cricket Ground)। ৩০ তারিখ চূড়ান্ত হল দিন
 

Asianet News Bangla | Published : Mar 10, 2022 8:34 AM IST

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (Melbourne Cricket Ground)সঙ্গে প্রয়াত কিংবদন্তী লেগ স্পিনার শেন ওয়ার্নারে (Shane Warne) নিবিড় সম্পর্ক রয়েছে। ওয়ার্নের ক্রিকেট কেরিয়ারের একাধিক রেকর্ডর সাক্ষী থেকেছে এই ঐতিহাসি মাঠ। মেলবোর্নে ঘরের মাঠে খেলতেও খুব পছন্দ করতেন শেন ওয়ার্ন। ১৯৯৪ সালের অ্যাসেজে শেন ওয়ার্নারের টেস্ট হ্যাটট্রিক থেকে  ২০০৬ সালে টেস্ট ক্রিকেটে ঐতিহাসির সাতশো উইকেটের সাক্ষীও থেকেছে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। আর এই মাঠেই প্রয়াত ওয়ার্নের পূর্ণ রাষ্ট্রীয় মর্যদায় শেষ বিদায় থেকে শেষ শ্রদ্ধা জানানো হবে বলে আগেই জানিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া থেকে শুরু করে অস্ট্রেলিয়ার স্কট মরিসন সরকার (Scot Morrison Government)। তবে এতদিন তারিখ জানানো হয়নি। এবার জানা গেল এমসিজিতে আগামি ৩০ মার্চ র্চ এমসিজিতে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হবে শেন ওয়ার্নকে।

তবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ বিদায়ের অনুষ্ঠানের আগে শেন ওয়ার্নের পরিবার ব্যক্তিতভাবে তার শেষ কৃত্য করবে। আগেই জানা গিয়েছিল এমসিজিতে ওয়ার্নারের শেষ বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকবে এক লক্ষ মানুষ। এবার ওয়ার্নারের চিরবিদায় অনুষ্ঠানের জন্য টিকিট করার কথাও ভাবে হচ্ছে। ওয়ার্নারের চিরবিদায় অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন  থাকাটা নিশ্চিৎ। বিখ্যাত দুই গায়ক ক্রিস মার্টিন এবং এড শিরানও  থাকতে পারেন অনুষ্ঠানে। ওয়ার্নের ম্যানেজার জেমস এরস্কিন  বলেছেন,'যাঁরা আসতে পারবেন, সশরীরে এমসিজিতে আসবেন। যাঁরা পারবেন না, বার্তা পাঠাবেন। তবে সবাই আসতে চান। যেমন এল্টন জন নিজের একটা শো ওয়ার্নের নামে উৎসর্গ করেছেন।'ভিক্টোরিয়ার স্টেট প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রুজ এ দিন টুইট করে বলে দিলেন, ‘ওয়ার্নিকে শেষ বিদায় জানাতে এমসিজির চেয়ে ভাল মঞ্চ আর গোটা বিশ্বে নেই।’ 

Latest Videos

প্রসঙ্গত,  গত শুক্রবার সন্ধেয় থাইল্য়ান্ডের নিজের ভিলাতে হৃদরোগে (Heart Attack)আক্রান্ত হয়ে প্রয়াত হন টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তথা ক্রিকেট ইতিহাসের সেরা লেগ স্পিনারের। ময়না তদন্ত রিপোর্চে জানিয়েছে ওয়ার্নের মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক।  স্পিনের জাদুকরের মৃত্যুর খবরে এখও শোকস্তব্ধ গোটা ক্রিকেট বিশ্ব। ক্রিকেট কেরিয়ারে ১৪৫টি টেস্ট ম্য়াচ খেলে শেন ওয়ার্নের ঝুলিতে রয়েছে ৭০৮টি উইকেট। শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনের পর তিনি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। একদিনের ক্রিকেটে ১৯৪ ম্য়াচে খেলে নিয়েছেন ২৯৩টি উইকেট। দেশের হয়ে জিতেছেন ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup) । ক্রিকেটকে বিদায় জানানোর পর ফ্র্যাঞ্চাইজি বেস ক্রিকেট লিগেও নিজের জাত চিনিয়েছেন কিংবদন্তী লেগ স্পিনার। ২০০৮ সালে প্রথম আইপিএলে (IPL) অন্য়ান্য দলের থেকে অপেক্ষাকৃত কম শক্তির দল নিয়ে রাজস্থান রয়্যালসকে চ্যাম্পিয়ন করোছিলেন তিনি। প্রথম আইপিএল জয়ী অধিনায়ক হিসেবে খোদাই থাকবে তাঁর নাম। এমন কিংবদন্তীকে শেষ শ্রদ্ধা জানানোর অপেক্ষায়  গোটা ক্রিকেট বিশ্ব।

Share this article
click me!

Latest Videos

'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এতদিন আমি মুখ খুলিনি, ফাঁসাচ্ছে, ডিপার্টমেন্ট বলেছে চুপ থাকতে' চিৎকার সঞ্জয়ের | Sanjay Roy RG Kar
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
'নৈহাটি জিতেই পরিবর্তন শুরু হবে' ঝাঁঝাল বার্তা শান্তনু ঠাকুরের | Shantanu Thakur BJP | Naihati