ক্রিকেটের ইতিহাসে সব থেকে বড় ছয় কোনটি, দেখুন ভাইরাল ভিডিও

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে বিশাল ছক্কা মারেন লিয়াম লিভিংস্টোন। তারপরই নেট দুনিয়ায় শোরগোল পড়ে যায় এটাই কি ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় ছয়। 
 

বর্তমানে আধুনিক ক্রিকেটে শুধু ছয় মারাই নয়, সেই ছয়ের কত বড় বা কত দূর গিয়ে পড়ল তাও মাপা হয়। যার ফলে ছয় মারারা পাশাপাশি অনেকেই এখন বড় ছয় মারার নিরিখে খ্যাতি অর্জন করেছেন। ব্যাটসম্যানজের মধ্যে চলে অঘোষিত প্রতিযোগিতাও। কার ছয় কত  বড়। একইসঙ্গে বিশা ছক্কা হাকাতে পারলে বিপক্ষের শুধু বোলার নয়, গোটা দলের উপরও মানসিক চাপ সৃষ্টি করা যায়। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে একটি বিশাল ছক্কা হাকিয়ে সংবাদ শিরোনামে উঠে আসলেন ইংল্যান্ডের লিভিংস্টোন।

Latest Videos

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্য়াচে ২০০ রান করে ইংল্যান্ড। জবাবে ১৫৫ রান করে পাকিস্তান। ৪৫ রানে ম্যাচ জেতে ব্রিটিশ লায়ন্সরা। ম্যাচে ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেন লিয়াম লিভিংস্টোন। পাকিস্তানের হ্যারিস রউফের মাথার উপর দিয়ে বিশাল ছক্কা মারেন তিনি। যেই ছয় ১২২ মিটার লম্বা। স্টেডিয়ামের বাইরে গিয়ে পড়ে বল। সকলকেই অবাক করে লিভিংস্টোনের এই বিশাল ছয়। ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। ক্রিকেটের ইতিহাসে এটাই সবথেকে বড় ছয় কিনা, তা জানতে চান নেটিজেনরা।

 

 

যদিও ক্রিকেটার ইতিহাস ঘাটলে জানা যায় লিভিংস্টোনের ছয় ক্রিকেটের ইতিহাসে সব থেকে বড় নয়। তার থেকে একাধিক বড় ছয় মারার রেকর্ড রয়েছে ২২ গজের ইতিহাসে। ক্রিকেটের ইতিহাসে সব থেকে বড় ছয়  মারার রেকর্ড রয়েছে কোনও ব্যাটসম্যান নয়, অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি-র দখলে। ২০০৫ সালে গাব্বায় ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৩৫ মিটারের বিশাল ছয় মেরেছিলেন ব্রেট লি।

এছাড়াও ১২৭ মিটার ছক্কা মারার রেকর্ডও রয়েছে ক্রিকেটের রেকর্ড বুকে। ২০১২ সালে সেই ছক্কা হাকিয়েছিলেন মার্টিন গাপটিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইডেন পার্কে সেই কাণ্ড ঘটিয়েছিলেন কিউই তারকা। তবে ২০১২ সালে পর লিয়াম লিভিংস্টোনের মারা ১২২ মিটাটর ছক্কা বিগত ৯ বছরে সবথেকে বড় ছয়। 

Share this article
click me!

Latest Videos

‘২৬ এর নির্বাচনই তৃণমূলের শেষ নির্বাচন!’ Samik-এর সাবধানবাণী Mamata-কে, দেখুন | By Election Results
চলন্ত বাসে দুঃসাহসিক ছিন্তাই! চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায় | South 24 Parganas News Today
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
ফের ভয়াবহ অগ্নিকান্ড (Kolkata Fire) কলকাতায়, পুড়ে ছাই গড়িয়া ষ্টেশন সংলগ্ন ৬টি দোকান
উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari