একদিনের ক্রিকেটে নয়া নজির 'কিং কোহলির', দেখে নিন বিরাটের পরিসংখ্যান

  • একদিনের ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ বিরাটের
  • সবথেকে দ্রুত এই নজির গডডলেন ভারত অধিনায়ক
  • বিরাটকে শুভেচ্ছা জানায় আইসিসি ও বিসিসিআই
  • নয়া নজিরে বিরাটকে অভিনন্দন ক্রিকেট বিশ্বের

Sudip Paul | Published : Dec 2, 2020 8:31 AM IST / Updated: Dec 02 2020, 02:10 PM IST

আধুনিক ক্রিকেটের রান মেশিন তিনি। এক দশকেরও বেশি সময় ধরে একইভাবে কথা বলছে বিরাট কোহলির ব্যাট। অধিনায়কত্বের দায়িত্বও জং ধরাতে পারেনি কোহলির ব্যাটে। আন্তর্জাতিক ক্রিকেট একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন ভিকে। চলতি অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল সিরিজ হারলেও, ব্য়াট হাতে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন বিরাট কোহলি। রবিবার সিডনিতে দ্বিতীয় একদিনের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২২ হাজার রান পূরণ করার রেকর্ড গড়েছিলেন বিরাট। এবার তৃতীয় ম্যাচে ওডিআই ক্রিকেটে দ্রুততম ১২ হাজার রান গড়ার রেকর্ড গড়লেন ভিকে। দুই ক্ষেত্রেই ভাঙলেন সচিন তেনডুলকরের রেকর্ড।

বুধবার মানুকা ওভালে নিয়মরক্ষার ম্যাচে রেকর্ড গড়ার জন্য কোহলির দরকার ছিল ২৩ রান। টসে জিততে ব্য়াটিংও পায় টিম ইন্ডিয়া। শিখর ধওয়ান আউট হওয়ার পর ক্রিজে আসেন কোহলি। ব্যক্তিগত ২৩ রান পূরণ করেই রেকর্ড নিজের নামে করলেন ভিকে। ২৫১ তম ম্য়াচের মাত্র ২৪২ তম ইনিংসে ১২ হাজার রান করেছিলেন সচিন তেন্ডুলকর। সেই রেকর্ড ভেঙে মাত্র ২৫১ ম্যাচের ২৪১ তম ইনিংসে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান গড়ার নজির গড়লেন বিরাট কোহলি। সার্বিক ভাবে বিরাট কোহালি হলেন একদিনের ক্রিকেটে ১২ হাজার রানে পৌঁছনো ষষ্ঠ ক্রিকেটার।

আন্তর্জাতিক ক্রিকেটেও বিরাটের পরিসংখ্যান ঈর্ষনীয়। ১২ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ক্ষুদ্র চারাগাছ থেকে মহীরুহ হয়ে উঠছে বিরাট কোহলি। নিজের অনবদ্য ব্য়াটিংয়ের জেরে গড়ে চলেছেন একের পর এক মাইল স্টোন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মোট ২৫১ ম্যাচের ২৪২ ইনিংসে বিরাট কোহলির রান ১২ হাজার ৪০। সেঞচুরি ৪৩টি , হাফ সেঞ্চুরি ৬০টি। ব্যাটিং গড়ের দিক থেকেও সকলের থেকে অনেকটা এগিয়ে ভিকে। একদিনের ক্রিকেটে বিরাটের গড় ৫৯.৩। স্ট্রাইক রেট ৯৩.৩, সর্বোচ্চ স্কোর ১৮৩। এইভাবেই বিরাট এগিয়ে যেতে থাকলে সচিন তেন্ডুলকরের রেকর্ড একমাত্র বিরাট কোহলিই ভাঙতে পারেন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

 

 

 

বুধবার বিরাটের নয়া নজিরের পর তাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানায় আইসিসি ও বিসিসিআই। আইসিসির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, দ্রুততম ব্যাটসম্যান হিসেবে এই মাইলস্টোন স্পর্শ করলেন বিরাট কোহলি। মাত্র ২৪২ ইনিংসে। অপরদিকে, বিসিসিআইয়ের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় বিরাটকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি , কিং কোহলি বলে আখ্যা দেওয়া। এছাড়াও কোহলিকে কুর্নিশ জানায় গোটা ক্রিকেট বিশ্ব।
 

Share this article
click me!