LSG vs DC- দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস কেমন হতে পারে দুই দল, দেখে নিন আপনিও

আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এর মেগা ম্য়াচে মুখোমুখি দিল্লি ক্যাপিটালসন ও লখনউ সুপার জায়ান্টস (DC vs LSG)। দুরন্ত ফর্মে থাকা কেএল রাহুলের দলের সঙ্গে লড়াই দিতে প্রস্তুত ঋষভ পন্থের দল। 

একটি দল ৯টি ম্য়াচের মধ্যে ৬টিতে জিতে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। আজকের ম্যাচ জিততে পারলে সুযোগ থাকছে দ্বিতীয় স্থানে উঠে আসার। অপরদিকে আরেকটি দল ৮টি ম্যাচের মধ্যে চারটিতে জিতে রয়েছে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে। আজকের ম্য়াচ জিততে পারলে রয়েছে প্রথম চারে চলে আসার হাতছানি। এই পরিস্থিতিতে রবিবার আইপিএল সুপার সানডের প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস। কেএল রাহুল ও ঋষভ পন্থের দলের লড়াই দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেট প্রেমিরা। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় সকলে। আজকের ম্য়াচে দুই দলের প্রথম একাদশ কী হবে তা নিয়ে রয়েছে জল্পনা। চলুন মেগা ম্য়াচের আগে দেখে নেওয়া যাক দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস দলের সম্ভাব্য একাদশ। 

আজকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টসের প্রথম একাদশের ব্য়াটিং লাইনআপে থাকতে পারেন  ওপেনিংয়ে কেএল রাহুল (অধিনায়ক) ও কুইন্টন ডি কক (উইকেট রক্ষক)।  মিডল অর্ডারে দীপক হুডা, আয়ূশ বাদোনি। দলের অলরাউন্ডার বিভাগে দেখা যাবে মার্কাস স্টয়নি, জেসন হোল্ডার,  ক্রুণাল পাণ্ডিয়াকে।  ফলে একাধিক অলরাউন্ড অপশন থাকছে কেএল রাহুলের কাছে।  এছাড়া বোলিং লাইনআপে স্পিন বিভাগে থাকছেন রবি বিষ্ণোই । সঙ্গে ক্রুণাল পাণ্ডিয়া রয়েছে।  পেস অ্যাটাকে দুষ্মান্তা চামিরা, আভেশ খান ও মহসিন খান। সঙ্গে দুই অলরাউন্ডার জেসন হোল্ডার, মিডিয়াম পেসার মার্কাস স্টয়নিস।

Latest Videos

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য একাদশ-
কেএল রাহুল (অধিনায়ক)
কুইন্টন ডি কক (উইকেট রক্ষক)
দীপক হুডা
মার্কাস স্টয়নিস
আয়ূশ বাদোনি
ক্রুণাল পাণ্ডিয়া
জেসন হোল্ডার
দুষ্মান্তা চামিরা
রবি বিষ্ণোই
আভেশ খান
মহসিন খান

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দিল্লি দলের ব্য়াটিং লাইনআপে ওপেনিং শুরুর করবেন পৃথ্বি শ ও ডেভিড ওয়ার্নার। এছাড়া দলের মিডল অর্ডারে তিন নম্বরে আসতে পারেন  অলরাউন্ডার মিচেল মার্শ। তারপর দলের উইকেট রক্ষক ও অধিনায়ক ঋষভ পন্থ। এরপর নামতে পারেন ললিত যাদব ও  রভম্য়ান পাওয়েল। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুরকে। এছাড়া রয়েছে মিচেল মার্শও। প্রয়োজনে বল করছেন ললিত যাদবও। সঙ্গে রভম্য়ান পাওয়েলও থাকছে। দিল্লি দলের অলরাউন্ডার বিভাগ খুবই শক্তিশালী। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকে প্রধান ভরসা  চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।  অক্ষর প্য়াটলও রয়েছে স্পিন অ্য়াটাকে। পেসার হিসেবে দেখা যাবে চেতন সাকারিয়া ও মুস্তাফিজুর রহমান। সঙ্গে রয়েছে শার্দুল ঠাকুর। 

দিল্লি ক্যাপিটালসের সম্ভাব্য একাদশ-
পৃথ্বি শ
ডেভিড ওয়ার্নার
মিচেল মার্শ
ঋষভ পন্থ (অধিনায়ক, উইকেট রক্ষক)
ললিত যাদব
রভম্যান পাওয়েল
অক্ষর প্যাটেল
শার্দুল ঠাকুর
কুলদীপ যাদব
মুস্তাফিজুর রহমান
চেতন সাকারিয়া

প্রসঙ্গত, লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস ম্য়াচ হতে চলছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কেএল রাহুল ও ঋষভ পন্থের দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে, যারা একার ক্ষমতায় ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে।  দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে  লখনউ সুপার জায়ান্টস ও দিল্লি ক্যাপিটালস দলের মধ্যে খুব একটা তফাৎ নেই। সাম্প্রতিক ফর্মের নিরিখে এগিয়ে লখনউ। আজকের ম্যাচে কেএল রাহুলের দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃLSG vs DC- দিল্লি ক্যাপিটালস বনাম লখনউ সুপার জায়ান্টস, পন্থ-রাহুলের লড়াইয়ে কে করবে বাজিমাত

আরও পড়ুনঃKKR v DC- দিল্লি ক্যাপিটালস ক্রিকেটারদের কার বউ বৈশি সুন্দরী-হট-সেক্সি, ছবি দেখে বিচার করুণ আপনারাই

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?