ক্রিকেট নয় এবার টেনিস কোর্টে ধোনি, সঙ্গী ‘বলিদান’

  • এবার টেনিস কোর্টে মহেন্দ্র সিং ধোনি
  • জেএসসিএ’র টেনিস কোর্টে ডাবলস ম্যাচে মাহি
  • ধোনির টি-শার্টে সেই বলিদান ব্যাজ
  • পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটির কাটাচ্ছেন ধোনি

Prantik Deb | Published : Nov 10, 2019 2:01 PM IST

২০১৯ বিশ্বকাপ, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উইকেট কিপিং করার সময় ধোনির গ্লাসে দেখা গয়েছিল একটি লোগো। খোঁজ নিতেই জানা যায় সেটা ভারতীয় সেনার বলিদান ব্যাজ। মাহি ভারতীয় সেনার সঙ্গে যুক্ত। তাই তাঁকে সেই ব্যাজ ব্যবহার করার অনুমতি দিয়েছিল সেনা। কিন্তু বিশ্বকাপে সেই ব্যাজ অনেকেই ভাল চোখে দেখেনি। আইসিসিও ধোনিকে বলিদান ব্যাজ ব্যবহার করার অনুমতি দেয়নি। অনেক বিতর্কের পর ধোনিল ও ভারতীয় দলকে ব্যাকফুটে আসতে হয়েছিল।

 

আরও পড়ুন - বিরাট কোহলি হতে চায় ডেভিড ওয়ার্নারের মেয়ে 'ইন্ডি'

এবার আবার বলিদান ব্যাজ দেখা গেল ধোনির সঙ্গে। টি-শার্টে এই ব্যাজ নিয়ে খেলতে নামলেন ধোনি। তবে এবার কেউ বাঁধা দেওয়ার নেই। ঝাড়খন্ড স্পোর্টস অ্যান্ড ক্রিকেট স্টেডিয়ামের টেনিস কোর্টে নেমেছিলেন ধোনি। সংস্থার টেনিস প্রতিযোগিতার ডাবলস বিভাগে নেমেছিলেন মাহি। বেশ ছন্দেই দেখা গেল তাঁকে। মাহির ভক্তরাও সেই টেনিস খেলার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। 

 

 

আরও পড়ুন - লড়াই এবার আরও কঠিন, কৃত্রিম ঘাসে অনুশীলন ভারতীয় দলের

ধোনি এখন আছেন খোস মেজাজে। ভারতীয় দল থেকে ছুটি। নিজের ফার্ম হাউসে বন্ধুর জন্মদিনেও সেলিব্রেট করেছেন। রাঁচির ছেলে যেন এখন ফিরে গেছেন নিজের কেরিয়ারের প্রথম সেই দিনগুলোতে। মাহিকে অনেক দিন পর এতটা কাছে পেয়ে খুশি বন্ধুরাও। ভারতীয় ক্রিকেট প্রেমীদের পাশাপাশি ধোনিকে এখনও ভারতীয় দলের নীল জার্সিতে দেখতে চাইছেন সবাই। বাংলাদেশের বিরুদ্ধে এখন খেলছে ভারতীয় দল।  টাইগারদের ভারত সফর শেষ হলে দেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি টি-২০ ও তিনটি একদিনের ম্যাচ খেলবে ভারত। সেই সফর থেকেই ধোনিকে আবার জাতীয় দলে দেখতে চাইছেন সবাই। কিন্তু ধোনি কী করবেন সেটা কেউ জানেন না। সেটা শুধু ধোনিই জানেন। 

আরও পড়ুন - সচিন-কোহলিদের পেছনে ফেললেন শেফালি, ক্যারেবিয়ান দ্বীপে গড়লেন নতুন রেকর্ড

Share this article
click me!