Ind vs Nz- ধোনির শহরে সিরিজ জয়, এবার সৌরভের শহরে 'হোয়াইট ওয়াশের' লক্ষ্য টিম ইন্ডিয়ার

রবিবার কলকাতার (Kolkata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens) ভারত বনাম নিউজিল্যান্ড (India vs New Zealand) ম্যাচ। ইতিমধ্যেই সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিয়েছে টিম ইন্ডিয়া (Team ndia)। তৃতীয় ম্যাচ জিতে সিরিজ ৩-০ করাই লক্ষ্য রোহিত শর্মার (Rohit Sharma) দলের।
 

Asianet News Bangla | Published : Nov 20, 2021 1:29 PM IST

ভারতীয় টি২০ দলের পূর্ণ সময়ের অধিনায়ক ও টিম ইন্ডিয়ার (Team India) নতুন কোচ হিসেবে শুরুটা ভালোই  করেছেন  রোহিত শর্মা (Rohit Sharma) ও রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।  ইতিমধ্যেই ৩ ম্য়াচের টি২০ সিরিজে (T20 Series) ২টি ম্যাচ সহজেই নিউজিল্যান্ডকে (New Zealand)  হারিয়েছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket team)। জয়পুরের পর রাঁচিতে ম্য়াচ জিতে  সিরিজ জয় ইতিমধ্যেই হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ার। রবিবার কলকাতার (Kolakata) ইডেন গার্ডেন্সে (Eden Gardens)সিরিজের তৃতীয় টি২০ ম্য়াচে মুখোমুখি হবে রোহিত শর্মা ও টিম সাউদির (Tim Southee) দল। ক্রিকেটের নন্দন কাননে ভারতীয় দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিজে হোয়াইট ওয়াশ করাই মূল লক্ষ্য মেন ইন ব্লুদের (Men in Blue)। অপরদিকে সিরিজ হাতছাড়া হলেও শেষ ম্যাচ জিতে সম্মান রক্ষা করাই লক্ষ্য ব্ল্যাক ক্য়াপসদের (Black Caps)। প্রায় ২ বছর পর ক্রিকেটের নন্দন কাননে ভারতীয় দলের ম্যাচ ঘিরে চড়ছে উন্মাদনার পারদ।

ভারতের লক্ষ্য হোয়াইট ওয়াশ-
প্রথম ও দ্বিতীয় ম্য়াচে ব্যাটে বলে অনবদ্য পারফর্ম করেছে ভারতীয়  ক্রিকেট দল। ব্যাটি লাইনআপে রানের মধ্যে রয়েছেন অধিনায়ক রোহিত শর্না, সহঅধিনায়ক কেএল রাহুল থেকে শুরু করে ঋষভ  পন্থ, ভেঙ্কটেশ আইয়ররা। বল হাতে ভালো পারফর্ম করেছেন ভুবনেশ্বর কুমার,রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেলরা। গত  ম্যাচে অভিষেকেই দুরন্ত বোলিং করে ম্য়ান  অফ দ্যা ম্যাচ হয়েছেন হার্সল প্যাটেল। তবে শেষ ম্যাচ দলে রিজার্ভ বেঞ্চের একাধিক ক্রিকেটারকে সুযোগ দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সুযোগ  পেতে পারেন রুতুরাজ গায়কোয়াড়, আবেশ খান, ইশান কিশান,  যুজবেন্দ্র চাহলরা। তবে কলকাতায় দর্শকদের সানে দীর্ঘ দিন পর ম্য়াচ জিতে সিরিজ হোয়াইট ওয়াশ করাই  লক্ষ্য টিম ইন্ডিয়ার।

টেস্ট সিরিজের আগে জয় চাইছে নিউজিল্যান্ড-
পরপর দুটি ম্যাচেই ভালো শুরু করেও বড় স্কোর করতে ব্যর্থ হয়ছে নিউজিল্যান্ড দল। প্রথম ম্য়াচে গাপটিল ও চাপম্য়ান অর্ধশতরান করলেও, পরের  দিকে কেুই বড় রান করতে পারেনি। দ্বিতীয় ম্য়াচে গাপটিল, মিচেল, চাপম্যান, ফিলিপস সকলেই ভালো শুরু করেন। কিন্তু কেউই তা বড় রানে রূপান্তরীত করতে পারেনি। অপরদিকে,দুই ম্যাচেই ট্রেন্ট বোল্ট ও অধিনায়ক টিম সাউদি ছাড়া কোনও বোলারই ভারতীয় ব্যাটসম্যানদের উপর প্রভাব বিস্তার করতে পারেনি। তৃতীয় ম্যাচে নিজেদের যাবতীয় ভুল শুধরে সিরিজ ৩-০ হারের লজ্জা এড়ানো যেমন লক্ষ্য টিম  সাউদির দলের। একইসঙ্গে টেস্ট সিরিজ শুরুর আগে অন্তত একটি ম্য়াচ জিতে দলের আত্মবিশ্বাসও বাড়াতেচাইছে ব্ল্যাক ক্যাপসরা।

ম্যাচ প্রেডিকশন-
সিরিজের প্রথম দুই ম্যাচেই দাপটের সঙ্গে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং-বোলিং সব বিভাগেই  নিউজিল্যান্ডকে মাত দিয়েছে রোহিত শর্মার দল। যদিও রাতের খেলায় টস খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা মাথায় রাখতে হবে। প্রথম দুটি ম্যাচে টস জিতেছে ভারত। জিতে দ্বিতীয় ব্যাট করে ম্যাচ জিতেছে রোহিত ব্রিগেড। তৃতীয় ম্য়াচেও টস বদলে দিতে পারে ম্য়াচের ভাগ্য। তবে প্রাথমিকভাবে সিরিজে দুই দলের শক্তি ও ফর্মের বিচার করে ভারতীয় দলকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টিম ইন্ডিয়ার জয় দেখার অপেক্ষায় ইডেনের দর্শকরা।

Read more Articles on
Share this article
click me!