T20 WC 2021, শ্রীলঙ্কান লায়ন্স বনাম বাংলা টাইগার্সদের দ্বৈরথ, প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া দুই দল

টি২০ বিশ্বকাপ ২০২১-এর (ICC T20 World Cup 2021) আজ প্রথম ম্যাচে মুখোমুখি শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ (Sri Lanka vs Bangladesh)। শারজা ক্রিকেট স্টেডিয়ামে (Sarjah Cricket Stadium) মুখোমুখি হবে দুই দল। সুপার ১২-এর I(Super 12) প্রথম ম্যাচে জয় পেতে মরিয়া দাসুন শানাকা (Dasun Shanaka) ও মাহমুদুল্লাহর (Mahmudullah) দল।
 

Asianet News Bangla | Published : Oct 24, 2021 7:01 AM IST / Updated: Oct 24 2021, 12:39 PM IST

আজ আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এর (ICC T20 World Cup 2021) সুপার সানডে (Super Sunday)। চার উপমহাদেশের চার দেশের লড়াই ঘিরে চড়ছে উন্মাদনা ও উত্তেজনার পারদ। একদিকে সন্ধায় যেমন রয়েছে ভারত-পাকিস্কান (India vs Pakistan)হাইভোল্টেজ লড়াই। তেমনই দুপুরে প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা (Sri Lanka vs Bangladesh)। যোগ্যতা অর্জন পর্বে দুরন্ত পারফর্ম করেছে  দাসুন শানাকার (Dasun Shanaka)শ্রীলঙ্কা। তিনটি ম্যাচ দাপটের সঙ্গে জিতেই সুপার ১২-এ পৌছেছে দ্বীপ রাষ্ট্র। অপরদিকে, স্কটল্যান্ডের বিরুদ্ধে ধাক্কা খেলেও পরের দুটি ম্যাচ জিতে মূল পর্বে  মাহমুদুল্লাহর (Mahmudullah) বাংলাদেশ। এই ম্যাচটিও হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

গ্রুপ পর্বে দুরন্ত পারফর্ম করে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা-
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নামিবিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের বিরুদ্ধে কার্যত একতরফাভাবে জয় পেয়েছে  লঙ্কান লায়ন্সরা। নামিবিয়ার বিরুদ্ধে ৭ উইকেটে জয়, আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৭০ রানে জয় ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেয়েছিল শ্রীলঙ্কা। বিশেষ করে বোলিং বিভাগে দাপট দেখিয়েছে হাসারাঙ্গা, কুমারা, চামিরা, থিকসানারা। নামিবিয়াকে ৯৬ রানে অলআউট করে দিয়েছিল। আইরিশ টিমকে ১০১ রানে। আর নেদারল্যান্ডস ৪৪ রানে শেষ হয়ে গিয়েছিল লঙ্কানদের বিরুদ্ধে। ব্যাটিং বিভাগেও দলকে ভরসা দিচ্ছেন নিসানকা, হাসারাঙ্গা, শানাকারা। বাংলাদেশের বিরুদ্ধে কঠিন লড়াই হলেও, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ-
কুশল পেরের (উইকেট রক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, অভিষেকা ফার্নান্ডো, ভানুকা রাজাপকসা, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিনডু হাসারাঙ্গা, দুশমান্তা চামিরা, মাহেশ থিকশানা, লাহিরু কুমারা।

জয় দিয়ে সমালোচকদের জবাব দিতে মরিয়া বাংলাদেশ-
অপরদিকে, গ্রুপ পর্বে শুরুটা খুব একটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হেরে সমালোচনার সম্মুখীন হতে হয়  মাহমুদুল্লাহর দলকে। যদিও পরের দুটি ম্যাচ ওমানের বিরুদ্ধে ২৬ রান ও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ৮৪ রানে জিতে সুপার ১২-এ পৌছায় বাংলা টাইগার্সরা। তবে পুরে দল এখনও ছন্দে ফেরেনি। মূল শাকিব আল হাসানের কাঁধেই ভর করেই দুটি ম্যাচে জয় পায় বাংলাদেশ।  দুটো ম্যাচেই পর পর ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন শাকিব। তাছাড়া কিছুটা পারফর্ম করেছেন অধিনায়ক মাহমুদুল্লাহ। আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে সমালোচকদের জবাব দেওয়াই লক্ষ্য মহম্মদ নইম, লিটন দাস,মুশফিকুর রহিম, মেহেদি হাসান ও মুস্তাফিজুর রহমানরা। 

বাংলাদেশের সম্ভাব্য একাদশ-
লিটন দাস, মহম্মদ নঈম,শাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেট রক্ষক), মেহেদি হাসান, মহম্মদ সইফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আরও পড়ুনঃT20 WC 2021, Ind vs Pak- পাক ক্রিকেটারের বউয়ের মনে 'বিরাট' রাজ, জানিয়েছিলেন 'মনের কথা'

আরও পড়ুনঃT20 World Cup 2021, Ind vs Pak-রূপের আগুনে পুড়ে ছারখার, চিনে নিন পাক ক্রিকেটারদের সুপার হট বউদের

আরও পড়ুনঃT20 World Cup 2021, Ind vs Pak-কোহলি 'প্রেমে পাগল' এই পাক সুন্দরী, ঘটিয়েছিলেন আজব কাণ্ড

ম্যাচ প্রেডিকশন-
শারজায় আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। শারজার শারজার পিচ মন্থর, লো বাউন্স থাকবে। ফলে স্পিনাররা বাড়তি সুবিধা পাবে। দুই দলেই স্পিন অ্যাটাক যথেষ্ট শক্তিশালী। ফলে লো স্কোরিং রুদ্ধশ্বাস ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে দুই দলের সাম্প্রতিক ফ্রম বিচার করলে এগিয়ে শ্রীলঙ্কা, অপরদিকে দুই দলের সামগ্রিক শক্তি বিচার করলে কিছুটা এগিয়ে বাংলাদেশ। ফলে আজকের ম্যাচে যেই দল টস জিতে রান চেজ করবে তাদেরই কিছুটা ফেভারিট মানছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

Share this article
click me!