দীর্ঘ বিরতির ফিরছে টিম ইন্ডিয়া, অজিদের বিরুদ্ধে জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া কোহলি ব্রিগেড

  • অবশেষে অবসান হল সব প্রতীক্ষার 
  • দীর্ঘ ৮ মাস পর মাঠে নামছে টিম ইন্ডিয়া
  • অজিদের বিরুদ্ধে সিডনিতে প্রথম ওডিআই
  • জয় দিয়ে অভিযান শুরু করতে মরিয়া বিরাট ব্রিগেড

Sudip Paul | Published : Nov 26, 2020 1:45 PM IST

করোনা মহামারীর কারমে মার্চ মাসে স্থগিত হয়ে যায় ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ। বিগত ৮ মাসে মাঠে নামেনি ভারতীয় ক্রিকেট দল। অবশেষে সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামছে মেন ইন ব্লুরা। আইপিএল শেষ করে অস্ট্রেলিয়ায় পৌছে গিয়েছিল ভারতীয় দল। সেখানে কোয়ারেন্টাইন পর্ব শেষ করার পর অনুশীলনও সেরেছে কোহলি ব্রিগেড। শুক্রবার সিডনিতে অ্যারন ফিঞ্চের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম এক দিনের ম্যাচে নামছেন কোহালিরা। ভারতীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে শুরু হবে খেলা।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া দল যে খুবই শক্তিশালী তা নিয়ে কোনও সন্দেহ নেই। তাই আগামি ২ মাস কঠিন চ্য়ালেঞ্জের মধ্য দিয়ে যেতে হবে রবি শাস্ত্রীর ছেলেদের। ভারতের বিরুদ্ধে সর্বশক্তি দিয়েই ঝাঁপাচ্ছে ব্যাগি গ্রিণরা। ব্যাটং লাইনআপে থাকছে অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিভ, মার্নাস লাবুশানের মত নির্ভরযোগ্য তারকারা। এছাড়াও হার্ড হিটিংয়ের জন্য থাকছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের মত প্লেয়াররা। বোলিং বিভাগে থাকছে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পারা। সব মিলিয়ে ঘরের মাঠে ভারতকে পর্যুদস্ত করতে মুখিয়ে রয়েছে ক্যাঙ্গারু ব্রিগেড।

অপরদিকে, দীর্ঘ বিরতির পর নতুন জার্সিতে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলকে। ১৯৯২ সালের রেট্রো লুক ফিরিয়ে আনা হয়েছে বিরাটদের জার্সিতে। তবে অস্ট্রেলিয়া সফরে টিম কম্বিনেশন নিয়ে একটু চাপে রয়েছে ভারতীয় দল। কারণ রোহিত শর্মা না থাকায় শিখর ধওয়ানের সঙ্গে কে ওপেন নামবেন তা নিয়ে রয়েছে জল্পনা। কারণ কেএল রাহুল শেষ নিউজিল্যান্ড সফরে একটু নীচের দিকে নেমে সফল হয়েছিলেন। হা্ড হিটারের ভূমিকা ও মিডল অর্ডার দুই সামলাচ্ছিলেন। দলে রয়েছেন মায়াঙ্ক আগরওয়াল, সঞ্জু স্যামসন, শুভমান গিল। ধওয়ানের পার্টনার কে হবেন এখন সেটাই দেখার। এছাড়াও রোহিত না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হবে ক্যাপ্টেন কোহলিকে। হার্দিক খেলবেন কিনা তা নিয়েও রয়েছে প্রশ্ন। এছাড়া বোলিং লাইনআপে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত শামি, বুমরা, চাহলরা। কিন্তু টিম কম্বিনেশন যাই হোক অজিদের এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ টিম ইন্ডিয়া। সব মিলিয়ে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে তুঙ্গে উন্মাদনা।

Share this article
click me!