আইপিএল ২০২২ (IPL 2022) -এর সুপার স্যাটার ডে-র প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস (Mumbai Indians vs Lucknow Super Ginats)। প্রথম জয়ের খোঁজে রোহিত শর্মার দব। অপরদিকে, চতুর্থ জয় পেতে মরিয়া কেএল রাহুলের দল।
আইপিএল ২০২২ (IPL 2022) -এর আজ সুপার স্যাটার ডে। দুটি মেগা ম্য়াচ। প্রথম ম্যাচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস (Mumbai Indians vs Lucknow Super Ginats)। একদিকে পরপর পাঁচটি ম্যাচ হারের পর দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া জায়গা থেকে ঘুড়ে দাঁড়াতে মরিয়া রোহিত শর্মার দল। প্রতিযোগিতার বাকি ম্য়াচ কার্যত ডু অর ডাই ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের কাছে। অপরদিকে, প্রথম ম্য়াচ হারের পর টানা তিনটি ম্য়াচে জিতেছিল কেএল রাহুলের দল। কিন্তু শেষ ম্য়াচে রাজস্থান রয়্যালসের কাছে হাড্ডাহাড্ডি ম্যাচে হারতে হয়েছে মাত্র ৩ রানে। ফলে আজকের ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া লখনউ সুপার জায়ান্টস।
প্রথম জয় খোঁজে মুম্বই ইন্ডিয়ান্স-
মরসুমের ৫টি ম্যাচ কেটে গেলেও এখনও জয়ের মুখ দেখেনি মুম্বই ইন্ডিয়ান্স। ব্যাটিং থেকে বোলিং কয়েক জন ক্রিকেটার বাদে কোনও বিভাগই যেন আশানরুপ পারফর্ম করতে পারছে না। শেষ তিন ম্যাচে তো ব্যাটিং লাইনআপকে একা টেনেছেন সূর্যকুমার যাদব। রোহিত শর্মা ও ইশান কিশানও ধারাবাহিকভাবে রান করতে ব্যর্থ হচ্ছেন। বোলিং লাইনআপে যদিও কিছুটা লড়াই করার চেষ্টা করছেন জসপ্রীত বুমরা, জয়দেব উনাদকাট, মুরগান অশ্বিন, বাসিল থাম্পিরা। কিন্তু সেখানেও ধরাবাহিকতার অভাব রয়েছে। এই পরিস্থিতিতে ষষ্ঠ ম্যাচে যদি দল ঘুড়ে দাঁড়াতে না পারে তাহলে সেমি ফাইনালে ওঠার আশা প্রচন্ড কঠিন হয়ে দাঁড়াবে। তবে শেষ চার নিয়ে না ভেবে রোহিত শর্মার দলের লক্ষ্য লখনউ সুপার জায়ান্টসের রুদ্ধে প্রথম জয় তুলে নেওয়া।
জয়ে ফিরতে মরিা লখনউ-
অপরদিকে শেষ ম্য়াচ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে জয়ের রাস্তায় ফিরতে মরিয়া লখনউ সুপার জায়ান্টস। ৫টি মধ্যে ৩টি জিতলেও ধারাবাহিকতার অভাব রয়েছে এই দলের মধ্যেও। ব্য়াটিং লাইনে অধিনায়ক কেএল রাহুল ব্যাট হাতে প্রতি ম্যাচে সফল হচ্ছেন না। তবে রানর মধ্যে রয়েছেন তিনি। দীপক হুডা, আয়ূশ বাদোনিদের ফর্ম ভারসা দিচ্ছে দলকে। তাছাড়া মার্কাস স্টয়নিস যোগ দেওয়ায় অনেক বেশি শক্তিশালী হয়েছে অলরান্ড বিভাগ। সঙ্গে রয়েছে জেসন হোল্ডারও। বোলিং লাইনে আভেশ খান, রবি বিষ্ণোইরা ভালো পারফর্ম করলেও, বাকিরা এখনও সেরাটা দিতে পারেনি। তবে ছন্দহীন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ে ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী লখনউ সুপার জায়ান্টস।
পিচ রিপোর্ট-
মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ হতে চলেছে মুম্বইয়ের ব্রাবোন স্টেডিয়ামে। যেখানে এখনও পর্যন্ত আইপিএলের একাধিক হাই স্কোরিং ম্যাচ হয়েছে। নতুন বলে পেসার কিছুটা সুইং পেলেও পরের দিকে পিচ ব্য়াটিংয়ের আদর্শ হয়ে ওঠে। হাতে উইকেট থাকলে যে কোনও রান যে চেজ করা যায় তাও ব্রাবোন স্টেডিয়ামে প্রামণ হয়েছে। দুপুরের খেলা হওয়ায় শিশির সমস্যা থাকবে না।
ম্যাচ প্রেডিকশন-
মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। তবে দুই দলের ব্যাটিং ও বোলিং লাইনআপের শক্তি , ভারসাম্য ও গভীরতা বিচার করলে কেএল রাহুলের দলকে কিছুটা এগিয়ে রাখতেই হবে। তাই ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্সের থেকে লখনউ সুপার জায়ান্টসের জেতার সম্ভাবনা বেশি।