মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থাল রয়্যালস ম্যাচে কেমন হতে পারে দুই দলের প্রথম একাদশ, দেখে নিন এক নজরে

আইপিএল ২০২২ (IPL 2022) এ শনিবার প্রথম ম্য়াচে মাঠে নামতে চলেছে মুম্বই ইন্ডয়ান্স ও রাজস্থান রয়্যালস (MI vs RR)। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামবে সঞ্জু স্যামসনের দল। অপরদিকে জয়ে ফিরতে মরিয়া রোহিত শর্মার। ম্য়াচের আগে দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ।
 

আজ আইপিএলের ডবল হেডার। প্রথম ম্য়াচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হার দিয়ে মরসুমের শুরু করেছে ৫ বারের আইপিএল চ্য়াম্পিয়নরা। ব্য়াট হাতে ইশান কিশান ও রোহিত শর্মা রানের মুখ দেখলেও অন্যান্য ব্য়াটসম্যান ও বোলারদের ব্যর্থতার জন্য ম্য়াচ হারতে হয়েছিল মুম্বইকে। অপরদিকে, সানরাইজার্স হায়দরাবাদকে রীতিমত দুর্মুষ করে মরসুমের শুরু করেছে রাজস্থান রয়্যলস। এবারের আইপিএলের অন্যতম শক্তিশালী দল রাজস্থান। প্রথম ম্য়াচে ব্য়াটে-বলে অনবদ্য পারফর্ম করে তা বুঝিয়ে দিয়েছে সঞ্জু স্যামসনের দল। এবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে নামতে চলেছে রাজস্থান রয়্যালস। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষা ক্রিকেট প্রেমিরা। 

মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য একাদশ-
মুম্বই বনাম রাজস্থান ম্য়াচ ঘিরে ক্রিকেট প্রেমিদের মধ্যে আলাদাই উন্মাদনা রয়েছে।  ফলে এই মেগা ম্য়াচে দুই দলের প্রথম একাদশ কী হতে চলেছে তা নিয়ে ক্রিকেট প্রেমিদের মধ্যে কৌতুহল রয়েছে। এখন পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের দলীয় সূত্রে যা খবর তাতে আজকের ম্য়াচে মুম্বই ইন্ডিয়ান্স দলের ব্যাটিং লাইনআপের ওপেনিংয়ে থাকছেন দলের দুই তারকা রোহিত শর্মা ও ইশান কিশানের। এরপর মিডল অর্ডারের দেখা যেতে পারে তরুণ ভারতীয় ব্য়াটসম্য়ান তিলক ভার্মাকে। এরপর আজ দলে ফিরতে পারেন অপর এক তারকা ব্যাটসম্য়ান সূর্যকুমার যাদব। ফলে মুম্বইয়ের ব্য়াটিং লাইনআপের শক্তি অনেকটাই বাড়বে। এরপর ব্যাটিং লাইনআপে দেখা যাবে টিম ডেভিডকে। দলে অলরাউন্ডারের ভূমিকায় খেলবেন কায়রন পোলার্ড, ও ড্যানিয়েল সামস ও ফ্যাবিয়েন অ্যালেনের মধ্যে একজনকে। দলের বোলিং লাইনআপে স্পিন অ্যাটাকে খেলবেন একমাত্র মুরগান অশ্বিন, পেস অ্যাটাকে  দেখা যাবে জসপ্রীত বুমরা, টাইমল মিলস ও বাসিল থাম্পিকে। 

Latest Videos

রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ-
এবার আইপিএলে সবথেকে শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম হল রাজস্থান রয়্যালস।  দলের ব্য়াটিং-বোলিং বিভাগে একাধিক ম্য়াচ উইনার রয়েছে। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আজকের ম্য়াচে রাজস্থানের প্রথম একাদশের ব্যাটিং লাইনআপে ওপেনিংয়ে থাকাটা পাকা যশশ্বী জয়সওয়াল, জস বাটলারের। মিডল অর্ডারে খেলতে দেখা যাবে দেবদূত পাড়িকল, সঞ্জু স্যামসন (উইকেট রক্ষক, অধিনায়ক), শিমরন হেটমায়ারকে। দলে অলরাউন্ডারের ভূমিকায় দেখা যাবে রিয়ান পরাগ ও জিমি নিশাম/ন্যাথান কুল্টারনাইলের মধ্যে একজনকে। স্পিন অ্য়াটেকে দলকে ভরসা দেবেন দুই ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহল। পেস অ্য়াটাকে থাকছেন ট্রেন্ট বোল্ট , প্রসিদ্ধ কৃষ্ণা।

প্রসঙ্গত, মুম্বই ইন্ডিয়ান্স দল ৫ বারের চ্যাম্পিয়ন হলেও এবারের দলে ভারসাম্যের অভাব রয়েছে। সূর্যকুমার যাদব ফিরলে ব্য়াটিং লাইনআপ শক্তিশালী হবে। তবে বোলিং নিয়ে একটা চিন্তা থেকেই যাচ্ছে। অপরদিকে শক্তির বিচার করলে রাজস্থান রয়্যালস দল অনেকটাই এগিয়ে মুম্বইয়ের থেকে। তাই শনিবারের ম্য়াচে রাজস্থানকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। 

আরও পড়ুনঃমুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস, মেগা ম্যাচে এগিয়ে কোন দল, জানুন বিস্তারিত

আরও পড়ুনঃহট বিকিনি লুক থেকে নির্মল সৌন্দর্য, কেকেআরের ১০ ক্রিকেটারের বউ ও বান্ধবীরা ঘুম উড়িয়ে দেবে

আরও পড়ুনঃবিকিনিতে ঠিকরে বেরোচ্ছে স্তনযুগল, চিনে নিন কে এই কেকেআরের সুপার হট ফ্যান

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'মাননীয়া আপনি পুলিশমন্ত্রী পদ অভিষেককে ছেড়ে দিন' মমতার কাছে আবেদন হুমায়ুন কবীরের
দিলীপ ঘোষকে বেলেডাঙ্গায় যেতে বাঁধা পুলিশের, পুলিশকে একহাত নিয়ে যা বললেন দিলীপ
ভাইরাল বেলডাঙায় সংঘর্ষের আগে চাঞ্চল্যকর এক ভিডিও, দেখুন কী বলছেন এই ব্যক্তি | Beldanga Viral Video
‘কল্যাণবাবুর খাওয়া-বলা সব উল্টোপাল্টা’ সুকান্ত মজুমদারের ঝাঁঝালো টনিক কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে
বেলডাঙায় কার্তিক পুজোয় হামলা সংখ্যালঘুদের, গর্জে উঠে যা বললেন সুকান্ত মজুমদার | Sukanta Majumdar