
সুপার স্যাটার ডে-তে আইপিএল ২০২২ -এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হতে চলেছে রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স। এবারের আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন সঞ্জু স্যামসনের দলষ যে কটি দলকে চ্যাম্পিয়নশিপের দাবিদার বলে মনে করা হচ্ছে তাদের মধ্যে অন্যতম রাজস্থান। অপরদিকে প্রতিযোগিতার আট ম্যাচ খেলে ফেললেও এখনও প্রথম জয়ের খোঁজে রোহিত শর্মার দল। এবারের আইপিলের প্রথম পর্বের সাক্ষাতে মুম্বইকে ২৩ রানে হারিয়েছিল রয়্যালসরা। আজকের ম্য়াচে মুম্বইয়ের বিরুদ্ধে মরসুমের দ্বিতীয় জয় তুলে নেওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী রাজস্থান রয়্যালস। অপরদিকে প্রতিযোগিতার প্রথম জয় পেতে মরিয়া পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা।
জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য রাজস্থানের-
ব্য়াটিং-বোলিং সব বিভাগেই এবারের আইপিএলে দুরন্ত পারফর্ম করছে রাজস্থান রয়্যালস। কোনও ম্য়াচে ব্য়াটসনম্য়ানরা প্রথমে ব্য়াট করে দশোর উপর স্কোর করছে। তো কোনও ম্য়াচে বোলাররা ১৫০ রানের কম স্কোর করলেও দলকে জয় এনে দিচ্ছে। ব্যাটিং লাইনআপে ৩টি সেঞ্চুরি করে দুরন্ত ফর্মে রয়েছেন জস বাটলার। এছাড়া ছন্দে রয়েছেন সঞ্জু স্যামসন, দেবদূত পাড়িকল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগরা। বল হাতেও দুরন্ত ছন্দে রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহল, কুলদীপ সেনরা। শুধু ট্রেন্ট বোল্টকে এখনও পর্যন্ত সেরা ছন্দে পাওয়া যায়নি। তবে সব মিলিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের ধারা বজায় লিগ টেবিলের শীর্ষ ওঠাই লক্ষ্য রাজস্থান রয়্যালসের।
এখনও প্রথম জয়ের খোঁজে মুম্বই ইন্ডিয়ান্স-
আইপিএলের ইতিহাসে প্রথম দল হিসেবে প্রতিযোগিতার প্রথম আটটি ম্য়াচ হেরে লজ্জার রেকর্ড গড়েছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ম্য়াচে বোলাররা কিছুটা ভালো পারফর্ম করলেও লখনউয়ের বিরুদ্ধে ব্য়াটিং বিভাগের ব্যর্থতার জেরে হারতে হয়েছে রোহিত শর্মার দলকে। । টানা আট হারের পর অনেকটাই বিপর্যস্ত পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। এই পরিস্থিতিতে ঘুড়ে দাঁড়ানোর পথ খুঁজছে মুম্বই। ব্য়াটিং লাইনে সূর্যকুমার যাদব ও তিলক ভার্মা ছাড়া আর কোনও ব্যাটসম্যানই তাদের ফর্মের ধারেকাছে নেই। লখনউয়ের বিরুদ্ধে কিছুটা রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন রোহিত। তবে ইশান কিশান, কায়রন পোলার্ডরা এখনও ছন্দহীন। বোলিং লাইনআপে ড্যানিয়াল সামস, জসপ্রীত বুমরা, জয়দে উনাদকাট, রিলে মারডিথরা ভালো পারফর্ম করলেও রয়েছে ধারাবাহিকতার অভাব। তবে সব ব্যর্থতাকে পেছনে ফেলে রাজস্থান ম্য়াচ থেকে জয়ে ফিরতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স।
পিচ রিপোর্ট-
মুম্বই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালস ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে। এখানকার উইকেট ব্যাটিং সহায়ক। স্পিনাররাও কিছুটা সাহায্য পেতে পারে। এখানে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে রাতের খেলা হওয়ায় শিশির সমস্যা ম্যাচে বড় ভূমিকা নিয়ে থাকে। তাই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্তই সঠিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
ম্যাচ প্রডেকিশন-
রোহিত শর্মা ও সঞ্জু স্যামসনের দুই দলেই একাধিক ম্য়াচ উইনার রয়েছে। যারা একার হাতেই ম্য়াচের ভাগ্য নির্ধারন করতে পারে। তবে দুই দলের ব্য়াটি-বোলিং বিভাগের সামগ্রিক শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে বর্তমানে মুম্বইয়ের থেকে অনেকটাই এগিয়ে রাজস্থান। সাম্প্রতিক ফর্মের নিরিখেও এগিয়ে সঞ্জু স্যামসন, জস বাটলাররা। তাই আজকের ম্যাচে টস গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলেও রাজস্থান রয়্যালসের পক্ষেই বাজি ধরছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুনঃলাখ-লাখ টাকার জুতো পড়েন কেকেআর অধিনায়ক, কালেকশন দেখলে চোখ কপালে উঠবে
আরও পড়ুনঃঘরে বউ রেখে বাইরে প্রেম ও সহবাস, এই তালিকায় রয়েছে একাধিক তারকা ক্রিকেটারের নাম