ধোনি, আজহারের সর্বকালের রেকর্ড ভাঙলেন মিতালি রাজ

কুইন্সটাউনে সিরিজ সমতা আনতে ভারতের ব্যাটিং লাইন আপ নিজেদের সেরা পারফরমেন্স সামনে রাখছে। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ২৭১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত।

যা করতে পারেননি ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ত এমএস ধোনি (MS Dhoni), ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্য়াটসম্য়ান ও প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin) তা করে দেখালেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের (Indian Womens Cricket Team)অধিনায়ক মিতালি রাজ  (Mithali Raj)। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতীয় ক্রিকেটে অনন্য নজির গড়লেন তিনি। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে পরুষ ও মহিলা নির্বিশেষে ভারত অধিনায়কদের মধ্যে সর্বোচ্চ  রানের পাশাপাশি সবথেকে বেশি হাফ সেঞ্চুরি গড়ারও রেকর্ড গড়লেন মিতালি রাজ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্য়াচে ৬৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের সৌজন্যের ধোনি-আজহারদের টপকে গেলেন মিতালি রাজ।

ওডিআইতে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ রান

Latest Videos

৭৩৯* - মিতালি রাজ

৭২৩ - এমএস ধোনি

৬৭৮ - মহম্মদ আজহারউদ্দিন

একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ ৫০+ স্কোর

৭* - মিতালি রাজ

৬ - মহম্মদ আজহারউদ্দিন

৬ - এমএস ধোনি

কুইন্সটাউনে সিরিজ সমতা আনতে ভারতের ব্যাটিং লাইন আপ নিজেদের সেরা পারফরমেন্স সামনে রাখছে। নিউজিল্যান্ডের সামনে জয়ের জন্য ২৭১ রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। পাঁচটা একদিনের ম্যাচের সিরিজে ইতিমধ্যেই একটিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড। চলছে দ্বিতীয় ম্যাচ। 

এর আগেও একাধিক মাইলফলক পেরিয়েছেন এই মহিলা ক্রিকেটার। ২০২১ সালের সেপ্টেম্বরে  অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে তিনি টানা পঞ্চম অর্ধশতরান করলেন। আর এর ফলে তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে ২০,০০০ রান সম্পূর্ণ হয়। মিতালি এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৭৫*, ৫৯ এবং ৭২ রানের ইনিংস খেলেছিলেন। আর ৭৯* রানের ইনিংস এসেছিল  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এদিন তিনি ১০৭ বলে ৬১ রানের আরও একটি ঝকঝকে ইনিংস খেলেন। এটি তাঁর কেরিয়ারের ৫৯তম অর্ধশতক ছিল।

ক্রিকেটের তিন ফর্ম্যাট মিলিয়ে দেশের হয়ে ৩১৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলা মিতালি রাজ ১০,৩৩৭ রান করেছেন এবং এখনও খেলে চলেছেন। মহিলা ক্রিকেটে বিশ্বের অন্য কোনও ক্রিকেটারের ঝুলিতে এত সংখ্যক আন্তর্জাতিক রান নেই।

Share this article
click me!

Latest Videos

New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari