করোনার থাবা এমএস ধোনির পরিবারে
আক্রান্ত তাঁর বাবা-মা দুজনেই
রাঁচির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে
আইপিএল খেলতে ধোনী আছেন মুম্বইয়ে
করোনা আক্রান্ত এমএস ধোনির বাবা-মা, দুজনেই। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বুধবার তাঁদের কোভিড-১৯ পরীক্ষার ফল ইতিবাচক আসে। তাঁদের রাঁচির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধোনী বর্তমানে আইপিএল খেলতে চেন্নাই সুপার কিংস দলের সদস্যদের সঙ্গে মুম্বইয়ে রয়েছেন।
জানা গিয়েছে ধোনির বাবা পান সিং ও মা দেবকী দেবীকে রাঁচির পালস সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে অক্সিজেনের মাত্রা অবশ্য এখনও স্থিতিশীল। চলতি আইপিএল-এ প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে জিতেছে সিএসকে এবং একটিতে হেরেছে। এই অবস্থায় ধোনি আইপিএল ফেরে রাঁচি ছুটে আসেন, নাকি দলের প্রতি কর্তব্যের খাতিরে মুম্বইতেই থেকে যান, সেটাই দেখার।
আপাতত সিএসকে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। এদিনই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলা আছে তাদের। আইপিএলের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক হলেন ধোনি। তবে গত কয়েক বছর ধরেই ব্যাটসম্যান ধোনিকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আইপিএল-এর চলতি মরসুমেও এখনও পর্যন্ত ব্যাট হাতে বিশেষ কিছু করে দেখাতে পারেননি তিনি।