MI vs DC- দিল্লির ডু অর ডাই ম্য়াচ, শেষ ম্য়াচ জয় চাইছে মুম্বইও, বিরাটদের ভাগ্য রোহিতদের হাতে

আজ আইপিএল ২০২২ (IPL 2022) -এর গ্রুপ পর্বের শেষ ম্য়াচে মুখোমুখি  মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (Mumbai Indians vs Delhi Capitals)। প্লে অফের টিকিট পাকা করতে জয় পেতেই হবে ঋষভ পন্থের দলকে। অপরদিকে, জয় দিয়ে মরসুম শেষ করা লক্ষ্য রোহিত শর্মা ব্রিগেডের।
 

শনিবার আইপিএল ২০২২-এর গুরুত্বপর্ণ ম্য়াচে মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্য়াপিটালস। দুই দলের কাছেই এটি গ্রুপ লিগের শেষ ম্য়াচ। তবে প্রেক্ষাপট আলাদা। একদিকে এবার আইপিএলের প্রথম দল হিসেবে প্লে অফের লড়াই থেকে ছিটকে গিয়েছে রোহিত শর্মার দল। আদকের ম্যাচ সম্মান রক্ষার ও জয় দিয়ে মরসুম শেষ করাই লক্ষ্য ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নদের। অপরদিকে প্লে অফের টিকিট পাকা করতে হলে আজকের ম্যাচ ডু অর ডাই দিল্লি ক্যাপিটালসের কাছে। জিতলেই আরসিবিকে পেছনে ফেলে চতুর্থ স্থানে উঠে আসবে ঋষভ পন্থের দল। দিল্লি হেরে গেলে প্লে অফে যাবে আরসিবি। ফলে ব্যাঙ্গালোরের ভরসা আজ রোহিত-ইশানরা। হাড্ডাহাড্ডি ম্য়াচ দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা।

জয় ছাড়া গতি নেই দিল্লির-
মরসুমে শেষে এসে প্রথমবার পরপর ২ ম্যাচে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। রাজস্থান ও পঞ্জাবের বিরুদ্ধে ম্য়াচ জিতে প্লে অফে ওঠার দৌড়ে এখনও টিকে রয়েছে ঋষভ পন্থের দল। বর্তমানে লিগ টেবিলে ১৩ ম্য়াচে ৭টি জয় ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে দিল্লি। আরসিবি সব ম্য়াচে খেলে ১৬ পয়েন্ট লিগ টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। তবে রান রেট ভালো দিল্লির। তাই আজ মুম্বইয়ের  বিরুদ্ধে জিতলেই প্লে অফ নিশ্চিৎ হয়ে যাবে রাজধানীর দলের। ব্য়াটিং লাইনআরে ডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, মিচেল মার্শ, ঋষভ পন্থ, লোলিত যাদব, রভম্যান পাওয়েলরা আরও একবার নিজেদের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে। বোলিং লাইনে ছন্দে রয়েছে আনরিখ নকিয়া, শার্দুল ঠাকুর, অক্ষর প্য়াটেল ও কুলদীপ যাদবরা। সব মিলিয়ে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী দিল্লি।

Latest Videos

লড়াই দিতে প্রস্তুত মুম্বই-
গোটা মরসুম ভালো না গেলেও শেষটা হাসি মুখেই করতে চাইছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষের দিকে কিছুটা ছন্দে ফিরেছে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। একইসঙ্গে আজকের ম্যাচ জিতুক মুম্বই চাইছে আরসিবিও। মুম্বইয়ের ব্য়াটিং লাইনআপে ছন্দে ফিরেছেন রোহিত শর্মা ও ইশান কিশান। যা শেষ ম্যাচের আগে বড় প্রাপ্তি দলের কাছে। এছাড়াও রানের মধ্যে রয়েছেন তিলক ভার্মা, ড্য়ানিয়েল সামস, টিম ডেভিডরা। অপরদিকে বোলিং লাইনআপে আরও একবার নিজেদের সেরাটা দেওয়ার অপেক্ষায় জসপ্রীত বুমরা, রিলে মেরিডিথ, ড্যানিয়েল সামস, মায়াঙ্ক মার্কান্ডে, রমনদীপ সিংরা। সব মিলিয়ে শেষে ম্যাচে দিল্লির বিরুদ্ধে লড়াই দিতে প্রস্তুত মুম্বই ইন্ডিয়ান্স। 

পিচ রিপোর্ট-
চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালসের মধ্যে ম্য়াচ হতে চলেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানকার পিচ ব্যাটিং সহায়ক। তবে স্পিনাররাও কিছুটা সাহায্য পাবে উইকেট থেকে। রাতের খেলা হলেও এখন ডিউ সমস্যার খুব একটা থাকছে না। পিচ একটু স্লো হয়ে যাওয়ায় রান তাড়া করতেও সমস্যা হচ্ছে।। ফলে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়াই সঠিক বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

ম্য়াচ প্রেডিকশন-
রোহিত শর্মা ও ঋষভ পন্থের দলে একাধিক ম্যাচ উইনার রয়েছে। যারা একার দৌলত ম্যাচের ভাগ্য নির্ধারিত করতে পারে। খাতায় কলমে দুই দলে ব্য়াটিং-বোলিং বিভাগের শক্তি-ভারসাম্য ও গভীরতা বিচার করলে বর্তমানে অনেকটাই এগিয়ে দিল্লি। দুই দলের সাম্প্রতিক ফর্মের বিচার করলেও এগিয়ে  ঋষভ পন্থের দল। তাই আজকের ম্য়াচে মুম্বইয়ের থেকে দিল্লি ক্যাপিটালসকেই এগিয়ে রাখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

আরও পড়ুনঃঠিকানা বদল হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়েরর, কত টাকায় নতুন বাড়ি কিনলেন মহারাজ

আরও পড়ুনঃপ্রেমের জোয়ারে ভেসে বিয়ে করেছেন বিদেশী মেয়েদের, চিনে নিন এমন ভারতীয় ক্রিকেটারদের, ৩ জন আবার বিশ্বজয়ী

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন