ভর্তি হতে নয়, চিকিৎসকের সঙ্গে দেখা করতে বেঙ্গালুরুর হাসপাতালে গিয়েছিলেন সৌরভ

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, 'বলা হচ্ছে যে বিসিসিআই প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি তকা হয়েছে। ছড়িয়ে পড়েছে এই খবর। কিন্তু, এই খবর একেবারেই ঠিক নয়। সৌরভ হাসপাতালে এসেছিলেন  চিকিৎসক দেবী প্রসাদ শেট্টির সঙ্গে দেখা করতে। এটা নিছকই একটা সৌজন্য সাক্ষাৎ।'

আইপিএলের নিলামের আগে কি ফের হাসপাতালে ভর্তি হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly)? শোনা যাচ্ছিল, বেঙ্গালুরুর একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। হার্টের চেকআপের জন্যই নাকি সেখানে ভর্তি হয়েছেন তিনি। যদিও সেই তথ্য একেবারেই ভুল বলে জানিয়ে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

তাহলে হঠাৎ করে হাসপাতালে কেন গেলেন সৌরভ? এই প্রশ্নই উঠছিল দিনভর। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, 'বলা হচ্ছে যে বিসিসিআই প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি তকা হয়েছে। ছড়িয়ে পড়েছে এই খবর। কিন্তু, এই খবর একেবারেই ঠিক নয়। সৌরভ হাসপাতালে এসেছিলেন  চিকিৎসক দেবী প্রসাদ শেট্টির সঙ্গে দেখা করতে। এটা নিছকই একটা সৌজন্য সাক্ষাৎ।' এছাড়া চলতি মাসের শেষের দিকেই ওই হাসপাতালে ১০০টি শয্যাযুক্ত একটি আইসিউই-এর উদ্বোধন করবেন সৌরভ। 

Latest Videos

এদিকে সকাল থেকেই ছড়িয়ে পড়েছিল একটি খবর। বলা হচ্ছিল, আইপিএল-এর নিলামের আগের দিনই ফের বেঙ্গালুরুর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। হার্টের নিয়মিত চেক আপের জন্যই ভর্তি হতে হয়েছে তিনি। বেঙ্গালুরুতে চিকিৎসক দেবী শেঠির কাছে হার্টের চেক আপের জন্যই তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তাঁর হৃদযন্ত্রের অবস্থা খতিয়ে দেখবেন চিকিৎসকরা। যদিও এই খবর সম্পূর্ণ ভুল বলে সাফ জানিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। 

প্রসঙ্গত, ২০২১ সালের জানুয়ারি মাসে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। এমনকী সে সময়ে সৌরভের হার্টে স্টেনও বসাতে হয়েছিল। তারপর অবশ্য দ্রুত সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। সে ভাবে সমস্যাও ছিল না। কিন্তু গত বছর ডিসেম্বরের শেষের দিকে করোনা আক্রান্ত হয়ে ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল তাঁকে। তবে হাসপাতালে ভর্তি হওয়ার চারদিনের মাথাতেই ছাড়া পান তিনি। কারণ তাঁর শরীরে অন্য কোনও সমস্যা ছিল না। তবে তারপর বাড়িতে আইসোলেশনে ছিলেন তিনি। এরপর করোনায় আক্রান্ত হয়েছিলেন তাঁর মেয়ে সানাও।

চলতি বছর মোট ৫৯০ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। যাঁদের মধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার এবং ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। পাশাপাশি ২৮ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা রয়েছেন নিলামের তালিকায়। ভারতীয় ও বিদেশি মিলিয়ে মোট ৩৫৫ জন ঘরোয়া ক্রিকেটার অংশ নেবেন নিলামে। ৪৮ জন ক্রিকেটারের বেস প্রাইস সর্বোচ্চ ২ কোটি টাকা। ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা। এছাড়া ৭৫ লক্ষ, ৫০ লক্ষ, ৪০ লক্ষ, ৩০ লক্ষ ও ২০ লক্ষ টাকা নূন্যতম মূল্যের ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury