পাঁচ বলে পাঁচ ছক্কা, ব্যাট হাতে ঝড় তুললেন কেকেআর-এর নতুন সদস্য, দেখুন ভিডিও

Published : Jan 06, 2020, 05:52 PM ISTUpdated : Jan 06, 2020, 05:56 PM IST
পাঁচ বলে পাঁচ ছক্কা, ব্যাট হাতে ঝড় তুললেন কেকেআর-এর নতুন সদস্য, দেখুন ভিডিও

সংক্ষিপ্ত

  বিগ ব্যাশে দুরন্ত ফর্মে টম ব্যান্টন ১৬ বলে ৫৬ রানের মারকুটে ইনিংস পর পর পাঁচ বলে ছক্কা ব্যান্টনের  

ক্রিস লিনকে কেকেআর কেন ছেড়ে দিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন যুবরাজ সিং-এর মতো তারকা। ওপেনার লিনের বিকল্প হিসেবে কেকেআর-এ হয়ে শুরুতে কে ঝড় তুলবেন, তা নিয়েও বেশ সংশয়ে রয়েছেন কেকেআর সমর্থকরা। 

কেকেআর-র সমর্থকদের জন্য সুখবর, লিনের বিকল্প হয়ে ওঠার জন্য ভরসা দিচ্ছেন ইংল্যান্ডের টম ব্যান্টন। ডান হাতি এই ওপেনারকে এবারের নিলাম থেকে দলে নিয়েছে কেকেআর। তিনিই রীতিমতো ঝড় তুলছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে। সিডনি থান্ডার্স-এর বিরুদ্ধে বিগ ব্যাশ-এর ম্যাচে ব্রিসবেন হিট-এর হয়ে ওপেন করতে নামেন ব্যান্টন। আর সেই ইনিংসেই এক ওভারে পর পর পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকান তিনি। 

 

 

সিডনি-র বিরুদ্ধে ম্যাচে মাত্র ১৬ বলে অর্ধশতরান করেন ব্যান্টন। তাঁর মারকুটে ১৯ বলে ৫৬ রানের সুবাদেই বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মাত্র ৮ ওভারে ১১৯/৪ তোলে ব্রিসবেন হিট। 

সিডনির অর্জুন নায়ারের একটি ওভারে প্রথম বলে কোনও রান করতে পারেননি ব্যান্টন। এর পরের পাঁচটি বলই মাঠের বাইরে ফেলেন তিনি। এবারের বিগ ব্যাশ-এ দুরন্ত ফর্মে রয়েছেন এই ইংরেজ ব্যাটসম্যান। এই ফর্ম অব্যাহত থাকলে আইপিএল-এর নতুন মরশুমে চিন্তা অনেকটাই কমবে কেকেআর শিবিরের। 

PREV
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় টি-২০ ম্যাচে সহজ জয়, সিরিজে এগিয়ে গেল ভারতীয় দল
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০: আর্শদীপদের নিয়ন্ত্রিত বোলিং, ১১৭ রানে শেষ প্রোটিয়ারা