চোটের কবলে কেন উইলিয়ামসন, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চিন্তায় কিউইরা

Published : Jun 09, 2021, 04:11 PM IST
চোটের কবলে কেন উইলিয়ামসন, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে চিন্তায় কিউইরা

সংক্ষিপ্ত

১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলছে কিউইরা তবে ফাইনালে আগে চোট সমস্যায় কাবু বিশ্বকাপের রানার্সরা দলের অধিনায়ক কেন উইলিয়ামসন চোটের কবলে একাধিক প্লেয়ার  

১৮ জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌছে গিয়েছে ভারতীয় দল। কোয়ারেন্টাইন  পর্ব শেষ করে অনুশীলনও শুরু কর দিয়েছে ভারতীয় ক্রিকেটাররা। অপরদিকে, টেস্ট চ্যাম্পিয়নসপিরে আগে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টট সিরিজ খেলছে কিউইরা। প্রথম ম্যাচ ড্র হয়েছে, ১০ তারিখ শুরু হবে দ্বিতীয় টেস্ট। কিন্তু এখন ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট নয়, নিউজিল্যান্ডকে দলকে ভাবাচ্ছে চোট সমস্যা।

চোটের তালিকায় রয়েছেন একাধিক কিউই প্লেয়ার। চিন্তা সব থেকে বেশি বাড়িয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসনের চোট। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন কনুইয়ে চোট পেয়েছিলেন কেন উইলিয়ামসন। সেই চোট এখনও পুরোপুরি সারেনি বলেই জানা যাচ্ছে। চোটের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অনিশ্চিৎ কিউই অধিনায়ক। উইলিয়ামসন না খেললে তাঁর জায়গায় উইল ইয়ং বা রচিন রবীন্দ্র খেলার সুযোগ পাবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে অধিনায়ককে পুরোপুরি চোটমুক্ত করাই এখন লক্ষ্য কিউই টিম ম্যানেজমেন্টের।

শুধু মাত্র কেন উইলিয়ামসন নয়, চোটের কবলে পড়েছেন নিউজিল্যান্ড দলের স্পিনিং অলরাউন্ডার  মিচেল স্যাটন্টনারও। তাকে বিশ্রাম দেওয়া হতে পারে ব্রিটিশদের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে। এছাড়াও যারা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলবে তাদের একাধিক প্লেয়ারকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হতে পারে। মেগা ম্য়াচের আগে প্লেয়ারদের বিশ্রাম দিতে ও পুরোপুরি ফিট ও সতেজভাবে মাঠে নামাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন কিউয়ি হেড কোচ গ্যারি স্টেড।


PREV
click me!

Recommended Stories

আইপিএল ২০২৬: ' ওই লিগ বিরক্তিকর, পিএসএল অনেক ভালো,' এ কী বললেন ওয়াসিম আক্রম!
আইপিএল ২০২৫ মিনি নিলাম: ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত, কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা?